নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তা মহামান্য নগর পিতা (উত্তর-[নর্থ]) রিকশার ভাড়ার লগে তুলনা কইরা আফনে বাস ভাড়া ঠিক করসেন! আপনার কারখানার শ্রমিক গো বেতন কি আফনে এমডি'র লগে হিসাব কৈরা ঠিক করসেন! নাকি আম্রিকার শ্রমিকের বেতনের লগে হিসাব কৈরা। জানবার মুন চায় !!
'ঢাকা চাকা'র তিনগুণ ভাড়া আদায় প্রসঙ্গে প্রথম আলোকে আনিসুল হক বলেন, 'অনেক কিছু চিন্তা করে গুলশানের মতো কূটনৈতিক পাড়ায় সাধারণ বাস বন্ধ করে দিয়েছে পুলিশ। জনগণের চলাচলের অসুবিধার কথা চিন্তা করে কিছু বাস দেওয়া হয়েছে, যার প্রাথমিক ভাড়া রিকশাভাড়ার চাইতেও কম। কিছুদিন বাসগুলো চলার পরে প্রয়োজনে ভাড়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।'-- প্রথম আলো, আগস্ট ১৫, ২০১৬ | প্রিন্ট সংস্করণ|
১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৫
মোরতাজা বলেছেন:
২| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: জনগণের চলাচলের অসুবিধার কথা চিন্তা করে কিছু বাস দেওয়া হয়েছে, যার প্রাথমিক ভাড়া রিকশাভাড়ার চাইতেও কম।
১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৫
মোরতাজা বলেছেন:
৩| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইহাকেই শাস্ত্রে বলেছে - যার কাজ তারে সাজে, অন্যে দিলে ঘন্টা বাজে!
প্রশাসনিক বিষয়গুলোতে হাস্যকর বিস্ময়কর রকম ব্যার্থ!!!!
১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৯
মোরতাজা বলেছেন:
৪| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৮
হানিফঢাকা বলেছেন: কপাল ভাল যে বলে নাই টেক্সি ক্যাবের চেয়ে কম।
১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৯
মোরতাজা বলেছেন:
৫| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
আহলান বলেছেন: গুলশানের হামলায় সাধারণ মানুষগুলোর দোষ কোথায়? যেই নূর হোসেনের ৭ খুনের ঘটনায় সারা দেশের মানুষকে গাড়ির কালো গ্লাস পাল্টাতে হইছিলো সেই নূর হোসেন আজ সন্ত্রাস বিরোধী মিছিল করে বেড়ায় ... এই দেশে সাধারণ ঘরে জন্মানোই পাপ ...
১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১০
মোরতাজা বলেছেন: হুমমম
৬| ১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৪
বাংলার জামিনদার বলেছেন: গুলশানের কোনো সন্ত্রাসী কি বাসে কইরা ঢুকছিলো ঐখানে। যত সব আবালের ফন্দি।
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৪
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩০
সেলিম৮৩ বলেছেন: হিরক রাজার দেশে বাস করছি মনে হয়।