নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

টেরাম্পের তাৎক্ষণিক সাক্ষাৎকার--- !!

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০১



ছবি গুগল সার্চ থেকে প্রাপ্ত!!



৪৫ তম পেসিডেনট হওনের পর আপনার অনুভূতি কি?

অনুভূতি আবার কি, তুমার বাড়ি কৈ সম্বাদিক! গাট্টি গোছাও!

স্যার আপনার প্রিয় গান কি?

গান, ওটা আবার কি!

না মানে স্যার সঙ্গীত...

ও কইবা তো--- ওরে ও মাইনকা কি বাত্তি জালাইলি!

কি কইলেন স্যার ... এই গান তো বাংলাদেশের, আপনি তো কৈছেন আউটসোর্স করবেন না, তাইলে!

শোন সম্বাদিক, বঙ্গদেশে আমার কিছু আইডল আছে। তোমগো হিলারির যে রকম আইডল ইনুস!

স্যার আফনের আইডল ...

আমার আইডল হইলো ডিপজল! চিন নাই... বাঙলা সিনামা করে... সানডে মানডে কোলজ কইরা দিমু... ওই, তরে আমি চিবায়া খায়ালাইমু তরে!


স্যার না মানে...

ওরে সম্বাদিক ডরাইছো... ডরাইও না... এইডা ডিপজলের ডায়লগ

ও আচ্ছা ...

স্যার আপনি আম্রিকাকে ভবিষ্যতে কোতায় দেখতে চান


ক্যান আম্রিকা আম্রিকায় থাকবো---


না মানে ধরেন... উন্নতি অগ্রগতি

উন্নতি অনেক হৈছে, বুড়ি মহিলারা যাতে পর্ণোগ্রাফি দেখতে না পারে সেই ব্যবস্থা করতেচি! দেখ নাই তোমাগো হিলারি বিতর্কের মাঝখানে... করতে বাথরুমে চলে যায়! এসব হইলো পর্ণোগ্রাফির প্রভাব!


তা স্যার আপনারো কি সে দিকে আসক্তি আছে!

ও আর বলো না, বয়স বেড়েছে, তাই একটু সমস্যা অয়! ওটা কিছু না! তা আবার বউ কিন্তু সিরাম মঠেল ছিল!
শোন, আম্রিকায় পুরুষের জন্য সব জায়েজ! মহিলার জন্য সব হারামা! কেবল ভোগ-- বােঝ নাই ব্যাপারটা! ভোগ ম্যাগাজিন না! কিন্তু!

তা তোমার বাড়ি যেন কোথায়?

স্যার আমি নু ইয়র্কে থাকি!

আসছো কোত্থেকে ...

ইনডিয়া স্যার!

যাক ভালা... তোমাদের নায়িকা আছে না মল্লিকা... আমার ভাল লাগে মার্ডার দেখছিলাম... মার্ডার সিনামা... ভিগে হোঁটে তেরে... সিরাম ছিল---

স্যার এখন আরো ভালো নায়িকা আছে... দীপিকা... ক্যাটরিনা...

ও সব থাক... আর কত বেচবা! বেইচা বেইচা তো বঙ্গদেশের জীবন সাঙ্গ কৈরা ফালাইছো! ওইটা আর এখানে আউটসোর্স কইরো না ! আমার যৌবন পড়তির দিকে...

তা শোন, বুশ একবার তাজমহলে গিয়া তোমাদের নায়িকার কোমর ধইরা ঝাঁকাইছিল.. তারপর থেকে তোমগো দেশের লগে আমগো সম্পর্ক ঐশ্বরিয়ার কোমরের মতই মেদহীন!আমি ভেবে দেখি... তুমি যেহেতু বলচো... তুমি চিন্তা কইরো না!

আমি ইনডিয়ার লগে আছি, মিষ্টি খাইবা... তোমর মন খারাপ তো তাই জিগাইলাম!

না স্যার..

তাহলে এখন আস!! মানে যাও...

ব্যাক ড্রপে গান চলে... ওরে ও মাইনকা কি বাত্তি জ্বালাইলি!



ইহা একটি কাল্পনিক সাক্ষাৎকার

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৮

সাদা মনের মানুষ বলেছেন: বেশ ভাইটামিনযুক্ত ;)

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫

মোরতাজা বলেছেন: :)

২| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মোরতাজার তরতাজা পোস্ট B-)

১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৬

মোরতাজা বলেছেন: :P

৩| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪৪

কানিজ রিনা বলেছেন: এই পোষ্টটা উপরে কাঁচা ভিতরে পচা

১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৯

মোরতাজা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.