নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

আবালীয় রাজনীতি চর্চা দিয়া দলটা কি করিবে?

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০২

বিম্পির চেয়ার পার্সনের উপদেষ্টাদের কাম কি? এই যে মান্না সাব হাজত থেকে মুক্ত অইয়া হসপিটালে ভর্তি অইলেন, তারপরপরই উনাকে বিম্পির কেউ দেখতে গেলো না, এইডা কিছু অইলো। ন্যুনতম সৌজন্যতাবোধ কি আছে দলটার নেতাদের!
কি উপদেশ দেয় আবালরা! জানি না। আম্লীগ কিন্তু অলরেডি গেছে, এখন দেখি তাদের অনুসারিরা যাইতাছে। তাইলে ঘটনা কি দাঁড়াইলো... এ সব আবালীয় রাজনীতি চর্চা দিয়া দলটা কি করিবে? তাহা ভাবিয়া সময় নষ্ট না করিয়া চলেন গিয়া বড় দিনের চকলেট খাই। অগোরে চকলেটের খোসা পাঠাই... উহাতেই উহাদের তৃপ্তি।

অবশ্য ফখর আইজকা গেছে!! তার মানে কি খারায়, আম্লীগ গেলে বিম্পি যাইবে!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


মান্না প্রথমত: মৃত ঘোড়া; তারপর, উনি বিএনপি'র কেহ নন। বিএনপি কোন রাজনীতির ধার ধারে না, বেগম জিয়ার রাজনীতি হলো, উনি মেজর জিয়ার স্ত্রী, উনি ক্ষমটায় থাকবেন!

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩২

মোরতাজা বলেছেন: হা হা হা । মিছা কন নাই ;)

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন থেকে কাদেরও যায় নি, ফখরুলও যায়নি। সব রাজনীতি...

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৫

মোরতাজা বলেছেন: ইয়েস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.