নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের হরতালে খালি সম্বাদিক মা্ইর খায় নাই। সাধারণ শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিও মাইর খাইছে। ফেসবুকে খালি সম্বাদিক মাইর খাওন লইয়া আলোচনা হইতেছে।
সবার উপর জুলুমের বিচার হইতে হবে, সেই টাই তো আওয়াজ হওনের কতা। নাকি!
আর সম্বাদিক মারছে, এটা হুনলে তো সবাই খুশী! বিচারের নামে সে রকম নাটক ফাটক হবে, তারপর ইস্তফা! এ সুযোগে বাকি সব অপরাধও হাওয়া!
এটা কেমনে কি ! বুঝতাছি না। বুঝবারও চাই না। খালি কই, বিচার তুমি কি, কেবলই ছবি!
২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২০
মোরতাজা বলেছেন:
২| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
বিচারের ৪৬ বছরকে মিলিয়ে দেখলে সমীচিন হবে; বিচার যে শুধু আজকে নেই, তা নয়; জর্জ মিয়াকে মনে আছে?
২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
মোরতাজা বলেছেন: জর্জ মিয়ার আগেও মনে আছে। চাঁদগাজী সাব।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: খালি কই, বিচার তুমি কি, কেবলই ছবি!