নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

বিচার চেয়ে কারো প্রমোশন কিম্বা রাজনৈতিক পদোন্নতি নিশ্চিত করার কাজে আমি অংশ নেই না

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২

২৬ জানুয়ারীর হরতালের সমর্থনে আমি গেছিলাম। ২৮ জানুয়ারীর সম্বাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনে যাই নি। সচেতনভাবেই আমি যাইনি।
আজকের এ বঙ্গ, পুলিশ সঙ্গ আম জনতাকে নিপীড়নের পরে পুলিশ-সরকারি রঙ্গের দায়িত্ব কি মিডিয়া এড়াতো পারে! দলান্ধ সম্বাদিক নেতারা? পারেন না।
আমি একবার (২০০২ সালে) খুনের হুমকি পাইছিলাম, বিষয়টা চেপে থাকতে চাইছিলাম। যেহেতু ঘটনাটা আমার সম্পাদক মতি ভাইয়ের (মানবজমিন) সামনে ঘটেছিল, তাই এটি নিউজ হলো।
পর দিন আমার অগ্রজ দলকানা সিনিয়র সম্বাদিক বললেন, আমি যেহেতু তাঁকে ঘটনা জানাইনি, সেহেতু খুনের হুমকি সঠিক হতে পারে না!
এই যখন মানসিকতা, সেখান বিচার সে তো হিলারির বিজয় স্বপ্ন!
এর পর থেকে আমি কখনো -বিচার চেয়ে কারো প্রমোশন কিম্বা রাজনৈতিক পদোন্নতি নিশ্চিত করার কাজে আমি অংশ নেই না। কারণ আমি এ রকম বহু ঘটনা দেখেছি, সম্বাদিককে মারার কারণে প্রমোশন। দেখে শুনে, আমি এ রকম একটা কাজে অংশ নিতে পারিনি।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৮

ভাবুক কবি বলেছেন: এই লাইনটাই যথেষ্ট
এই যখন মানসিকতা, সেখান বিচার সে তো হিলারির বিজয় স্বপ্ন!

২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০০

মোরতাজা বলেছেন: :)

২| ২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
পুলিশের বাড়াবাড়িতে আজ যারা কাঁদে -দেখে কেন যেন হাসি পায়!!!!
আর মনে হয়-
গোকুলে পেলেছো সাপ- দংশিবে আপনারেই সময় হলে...

২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০০

মোরতাজা বলেছেন: হুমমম :(

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০১

প্রশ্নবোধক (?) বলেছেন: ব্ন্ধূদের ছেড়ে দেওয়া জলে ডুবে মরে জনগণ, আপনারা মরেন বন্ধূর হাতি হাতি করে। মানুষ মারা গেলে লেখেন " মরলেও চোখ ভাল আছে"।

২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১১

মোরতাজা বলেছেন: হুমমম :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.