নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

হলঘরে ব্লাক বোর্ডে অংক করে দিলে একটু ভালো হতোনা, স্যার!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১০

প্রশ্ন তো ফাঁস করার জন্য। এটা কি সিলগালা বন্ধ করে রাখার জন্য। সব উন্নয়ন বিরোধী লোকজন। গণিত একটি কঠিন বিষয়। বাচ্চাদের ব্রেইনের উপ্রে ব্যাপক চাপ তৈরি করে! তাই এটা আগে থেকে সরবরাহ করা হয়ে থাকতে পারে। এতে মন খারাপের কি আছে? হলঘরে ব্লাক বোর্ডে অংক করে দিলে একটু ভালো হতোনা, স্যার। তাইলে মিষ্টির ব্যবসাটা আরেকটু সম্প্রসারণ করা সম্ভব হতো!


খব্বরের লিঙ্ক! Click This Link

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


এযুগের জন্য, শিক্ষামন্ত্রী নাহিদ সাহেব খুবই অদক্ষ মানুষ; যোগ বিয়োগ করলে, উনি জাতির ক্ষতি করেছেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

মোরতাজা বলেছেন: তওবা, এ সব বইলতে নাই।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

বর্ষন হোমস বলেছেন:
নাহিদ সাহেব কে ঐদিন বই মেলায় দেখলাম।বেশ ভাল ভিড় ছিল তাকে ঘিরে।পাব্লিক তাকে গালিও দেয়াবার সেলফি তোলার জন্য ঘীড়েও ধরে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

মোরতাজা বলেছেন: হুমমম। কথা শইত্য!

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০১

মাকছুদুর রহমান বলেছেন: নাহিদ সাহেবতো নতুন জামাই ইমরারে নিয়্যা মহা আনন্দে আছে,এর পাকে পোলাইন গুলারেও একটু দিলো আর কিএ। এটা নিয়ে রাজনীতি করো ক্যারে বাপু :) :|

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৫

মোরতাজা বলেছেন: হ, ক্যারে রাচনীতি!

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: B-)) রাজনীতিতে নাহিদ সাব নিরেট ভদ্র মানুষ! তার দোষ-গুন দুটাই আছে। তার উপ্রে সবচেয়ে বেশি বিরক্ত স্কুল- কলেজ পড়ুয়া ছেলে মেয়েগুলো।

আবার তারা বেশিও খুশি, কারণ এ পিলাসের ছড়াছড়ি আর বছর শেষে অকর্মা ছেলেদের সহজে পাশ করা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫

মোরতাজা বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.