নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

\'কেউ জানুক আর নাই জানুক\'

১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:২২

অলস দুপুরে শুনছিলাম এবং দেখছিলাম সুস্মিতা আনিসের 'কেউ জানুক আর নাই জানুক'। দ্বৈত গানের সহশিল্পী মোহাম্মদ শোয়েব। মন ছুঁয়ে যাওয়া গানটি শোনার আগে সুস্মিতা কিম্বা শোয়েবের গান শোনা হয়নি। তাই বাড়তি মনযোগে শুনলাম । ভালো, ভালোই তো।

হাল আমলের বাজার চলতি গানের ভেতর একটু ক্লাসিক্যাল ধাঁচের গানটি হাহাকার জাগানিয়া! তাই বাড়তি ভালোলাগা! চিঠি চালাচালির যুগের গান, প্রেম-আবেগ-ভালোবাসার সমন্বয় আছে!

ইউটিউবের পরিসংখ্যান দেখে জানা গেলো-'কেউ জানুক আর নাই জানুক'র মিউজিক ভিডিও https://youtu.be/EktJEMWiQ_U
২৬ ফেব্রুয়ারী রিলিজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১০ লাখেরো দর্শক এটি উপভোগ করেছেন।

বাংলা গানের এত দর্শক-- মনটা জুড়িয়ে গেলো। জানা গেলো, সুস্মিতা মূলত নজরুল সঙ্গীতের শির্পী। হালে আধুনিক গানে তার জোর। তারই সূত্র ধরে এ গান।

প্রথম আলোর খবর Click This Link অনুসারে, সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গাজীপুরের একটি বাগান বাড়িতে গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছিল ।

মিউজিক ভিডিওতে অভিনয় করেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা অপূর্ব এবং মডেল-অভিনেত্রী মেহজাবিন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

'কেউ জানুক আর নাই জানুক' গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক অদিত রহমান।

শিক্ষকের প্রেম পড়া এক ছাত্রীর অব্যক্ত অনুভূতি-ভালোবাসা দিয়ে মিউজিকটির ভিডিওর সাজানো গল্প অর্পূ'র অভিনয় অপূর্ব। মেহজাবিনও দুর্দান্ত করেছেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪০

অতঃপর হৃদয় বলেছেন: পড়ে শুনে নিব।

১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪২

মোরতাজা বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.