নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

অচেনা পুরুষের কাছে শরীরটা সঁপে দ্যায় মেয়েটি!

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৩

কাম রসে ভিজতে ভিজতে টাকা গুনে মেয়েটি! টাকা!
দিনের শেষে হাজার কিম্বা দুই!!

শুনেছিল, নগরে টাকা ওড়ে!
টাকার জন্য তাই সে নগরে !

সব অভাব ঘুছে যাবে
সুন্দর একটা সকাল-
কফি মগ হাতে বারান্দায়
প্রিয়জনের পথ চেয়ে --!

হলো না!
হলো না! তার কিছুই!!

নগর কেড়ে নিয়েছে সব!
সম্ভ্রম, প্রেম এবং সুখের একটা সংসার।


চাকুরীর নামে যারা আমার শ্রম কিনে
তারা কি বেতন দ্যায়? মাইনে!

এটাকে কি বেতন বলে?-- ঠোঁট উল্টায় মেয়েটা

চোখে জমানো পানি, লালচে ঠোঁট নিজেরই নিজে কামড়ে ধরে
সামলে নেয় নিজেকে!!

মাসে অন্তত ৭ কিম্বা ৮ দিন
অচেনা পুরুষের কাছে শরীরটা সঁপে দ্যায় মেয়েটি!
দিনে কখনো ৪ । কখনো ৭ ! কখনো ১০!!

টাকা আসে! সুখ, এখন এ সব ভাবনায় নেই!
মেয়েটি হাসে! নগর তার সব নিয়েছে!
টাকাই এখন সব!

আহ মানব জীবন!!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমাদের ২৮ লাখ সরকারী চাকুরে, বিসিএস, পিএিচডি, ব্যুরোক্রেট ও সরকার মিলে এই চাকুরীটি সৃস্টি করতে পেরেছে, ধন্যবাদ তাদের!

২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২২

মোরতাজা বলেছেন: :(

২| ২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

অতঃপর হৃদয় বলেছেন: কিছু বলার নেই।

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৩

মোরতাজা বলেছেন: :(

৩| ২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

ধ্রুবক আলো বলেছেন: কত আর মাইনে দেয়?! যে মাইনে দেয় তাতে নুন আনতে পান্তা ফুরোয়
আঃ মানব জীবন আহ
লেখায় +

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৪

মোরতাজা বলেছেন: ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.