নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে খুব অল্প টাকায় কল গার্ল পাওয়া যায়, সেখানে ধর্ষণ কেন বাড়ছে? তা বুঝি না। আটমাসের একটা বাচ্চাও এখানে কেন অনিরাপদ হয়ে উঠছে। আমার খুব জানতে ইচ্ছা করছে।
যাদের এত্ত যৌবনজ্বালা তারা ব্রোথেলে গেলেই পারেন। বাসা- বাড়ি ভাড়া নিয়েও একই কর্ম হচ্ছে- তা বসুন্ধরা বলেন আর উত্তরা। নয়ত ডেমরা বলে নয়ত বাড্ডা। টেকনাফ বলে নয়ত তেতুলিয়া-- সবখানেই আছে নিষিদ্ধ এ ব্যবসা! কোথাও কম, কোথাও বেশি।
তাহলে নরাধমরাএভাবে নারীদের জীবনকে অনিরাপদ করছে, কেন? এ অধিকার কে দিয়েছে।
অবিশ্বাস্য সেই কুখবরের লিঙ্ক- Click This Link
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০৫
মোরতাজা বলেছেন: একমত।।
২| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ১:১১
ধ্রুবক আলো বলেছেন: এগুলা যারা করে তাদের মস্তিষ্কে সমস্যা আছে বুঝাইলেও বুঝবেনা
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০৫
মোরতাজা বলেছেন: হুমমম।।
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৮:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কঠোর শাস্তির ব্যবস্থা না করলে এই মহামারি বন্ধ করা যাবে না...