নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

টেরাম্পের ঘৃণার দেয়াল ভেঙ্গে পড়ুক

১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪

চোদি আরবের সমালোচনা মানেই ধর্মের সমালোচনা নয়, এ কতা বঙ্গীয় মোছলমানরা কবে কবুল করবে, তা বলা ভারি মুশকিল। ইসরাইয়েলের ষণ্ডামি-গুণ্ডামি-বদমায়েশিতে মদতদাতা টেরাম্প ত চোদিদের পেয়ারের লোক। তা চোদি বাশ্শা বোকদোচদরা টেরাম্পের ঘোষনার ক্রিয়া প্রতিক্রিয়া দেখায়নাই, ওই সাহস ওগো নাই!

চোদি এত ট্যাকার মাল কিনছে, কউক না, জেরুসালেম বিষয়ক ঘোষণা থেকে সইরা না আইলে অস্ত্র নিমু না। বাপু, চোদি বাশ্শা বুকে যদি বল থাকে, মনে যদি ঈমান থাকে, তাইলে করে দেখাক না। ইয়ামেনে নিরহি মোছলমান মাইরা ছাপা করা চোদির শাসকদের উপ্রে অভিশাপের নিঃশ্বাস বয়, প্রতিক্ষণ।

ঈমানে, মোছলমানরা ইহুদীদের বিরুদ্ধে। ইহুদীরা জাতি হিসাবে মোছলমানদের বিপন্ন করছে। বিশ্বের বুকে তারা বিষফোঁড়া বৈ কিছু নয়। বইতে দিলে শুইতে চায়..শুইতে দিলে ঘুমাইতে... তারাই সেই জাতি। থাকার জায়গা দেওনের পর আগ্রাসন চালায়া যাইতেছে। সেই আগ্রাসনের সবারই কম বেশি সমর্থন আছে। নইলে শক্তির মহড়া আর ষণ্ডামি , খুন আর অন্যের ভুমি দখলে লইবার পার তো না।

দোয়া করি, আল্লাহর দরবারে, কায়োমনে, মোছলমানদের রক্ষা করো। সেটা বঙ্গ হোত, সঙ্গে হোক. প্রাচ্যে হোক আর প্রতিচ্যে। জগতের সব মোছলমান সুরক্ষিত থা্কুক। সব ধর্মের সব বর্ণের সব গোত্রের সব 'মানুষ' ভালো থাকুক। টেরাম্পের ঘৃণার দেয়াল ভেঙ্গে পড়ুক। জেগে উঠুক শান্তির সকাল।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

অলিউর রহমান খান বলেছেন: আমিন ইয়া আল্লাহ্।
জনাব, আমাদের আছেন রাহমানুর রাহীম। আমাদের কারো প্রয়োজন হবে না। শুধু ডাকার মতো আজ ডাকতে পারিনা এ জন্য সারা ও পাই না। তবে আমাদের আল্লাহ্ই এর সুষ্ঠু ফয়সালা করে দেবেন দু’দিন আগে বা পরে।

-ফেরাউনের দিকে চেয়েও তারা শিক্ষা নেয়নি, অচিরেই তারা ও পতিত হবে ধ্বংসের গহ্বরে।
বুঝবে ঠিক একদিন যখন মাঝ সমুদ্রে পতিত হবে। ফিরে আসতে চাইবে কিন্তু আর সময় পাবে না।
-তাদের আছে শক্তি ও উন্নত প্রযুক্তি কিন্তু আমাদের আছেন পরম করুনাময় রাহমান ও রাহীম।

আমাদের ভয় নেই জনাব।
আমরাই বিজয়ী হবো।
আল্লাহ্ যেনো আপনাকে কবুল করেন, সেই দোয়াটা মন থেকে আসতেছে।
দোয়া করবেন আমার জন্য।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৬

আবু তালেব শেখ বলেছেন: আপনার লেখাটা কি কোন বাচ্চা টাইপ করেছে নাকি জনাব????

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব দোষ তো সৌদি আরবের একার না। ফিলিস্তিনিরাও তো এক ছিল না কখনো। আল ফাতাহ আর হামাস সব সময় বিপরীতমুখী অবস্থানে ছিল...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.