নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষয়টি নিশ্চিত! এবং অবধারিত---
সুখ এবং সংসার---একসাথে চলে না!
তবুও চালাতে চাইতে পারেন...
যে কেউ!
সে রকমই ব্যর্থ এক!
সময় যাকে টেনে নিয়েছে গহীন আঁধারে
আফসোসই এখন যার নিত্যসঙ্গী
জীবন বদলাতে নাকি নিজের অভ্যাস বদলালে চলে--
তাও হয়নি
শূণ্য! একা! নিঃস্ব এক।
নতুন বছর আসে
নতুন জীবনের হাতছানি
বাঁচতে বাঁচতে মরে যাওয়ার এক অনিবার্য বাস্তবতা
... সামনে এসে দাঁড়ায়
সময়.. যার সাথে সুতোয় বাধা জীবন চক্র
সে চক্রে আটকে গেছে বহু কিছু
ভাইবোন-স্বজন ছেড়ে সংসার নিগড়ে আটকে থাকা জীবনে
সূর্যটা ঢেকে চাঁদ জন্মায়
সেটি এখন আঁধারে আঁধারে
ঘোর অমানিশা...
জীবনে আলো নেই...আলোর হাতছানি মিথ্যা
ভালোবাসা নেই...ভালোবাসার বয়ান প্রতারণা।
!!!
০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩২
মোরতাজা বলেছেন: শুভেচ্ছা।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৪
অনু৭ বলেছেন: সুখ এবং সংসার---একসাথে চলে না! ek mot
০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩২
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: উইশ ইউ এ হ্যাপি নিউ ইয়ার
সময়ের টানাপোড়েন- এইতো জীবন
ছাড়িয়ে সকল অনুভব
চলে যাই মহা সময়ের কাছে
দু:খ জরা সব দুপায়ে দলে
দেখি আমিই সময়
++++
০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৩
মোরতাজা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০২
বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।