নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কার মৃত্যু?
-নাবালক ফিলিস্তিনি শিশুর! নাকি মানবতার-
লালচে চুল, বাদামি চেহারা ঢেকে যাচ্ছে, রক্তে।
কাঁদানে গ্যাসের কুণ্ডুলি বানিয়ে প্রতিবাদীর শীরের গুলি করে যারা
তাদেরও বলতে হবে- মানুষ!
ওয়াশিংটন থেকে জেরুসালেম..
মানুষের রক্ত কি উৎসবের লাল কার্পেট বানায়,
কূটনীতির মোড়কে উচ্ছনে যায়-মানুষ,মানবতা,অধিকার!
হতে পারে, হতে পারে, হতে পারে সব!!
প্রিয় ভূমি জবর দেখল রুখতে ফিলিস্তিনিরা হাতে তুলে নিয়েছে গুলতি
কারা বেহাত করেছে, ফিলিস্তিনের ভূমি
কাদের সহযোগে! কারা সে জালিম, দুশমন
কারা?
সৌদির সোনাখচিত তখত...
মানুষের মত দেখতে আমির-শাসক-যুবরাজ
ঘুমোয় বেঘোর!
খোঁজে শিয়া, সুন্নী, ওয়াহাবি, সালাফি! মানুষ খোঁজে না
মানুষের অধিকারের পক্ষে দাঁড়ায় না, এ কোন দেশ!
মানুষে মানুষে বিভেদ টানে ওরা
ইসরাইল, সঙ্গী আম্রিকা!
পিষে মারছে মানুষ! রক্তের নহর বইয়ে দিচ্ছে
অসহায়ের আর্তি, খোদার কহর পড়ুক নিপীড়কের তখতে!
কূটনীতির কী নৃশংস খেল!
রাষ্ট্র-চাহিদা-জবর দখলের কী উন্মত্ততা
পর্ণো শ্রমিকের শরীর চাটা শাদা ঘরের পতি তার উদ্যোক্তা
সৌদি তখত তার সহযোগি!!
২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
মোরতাজা বলেছেন: হুমমম।।
২| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আহা!!!!
দিনদিন মানবতা হারিয়ে যাচ্ছে
২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
মোরতাজা বলেছেন:
৩| ১৭ ই মে, ২০১৮ রাত ৮:০৬
ইনাখ বলেছেন: মন মোর তাজা কবিতার স্বাদে ভরালাম,
ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে জড়ালাম !!
২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
৪| ১৭ ই মে, ২০১৮ রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: কবিতা পড়ে মনটা বিষন্ন হয়ে গেল।
২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
মোরতাজা বলেছেন: হুমমম
৫| ১৭ ই মে, ২০১৮ রাত ৯:৫৯
অনুতপ্ত হৃদয় বলেছেন: আমরা মানবতার গুণগান করি, কই মানবতা চোখে পড়ে না?
২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
মোরতাজা বলেছেন: হুমমম! মনবিতা!!
৬| ১৭ ই মে, ২০১৮ রাত ১১:৪৭
বোববুরগের বলেছেন: Since Saudi Arabia and Israel has a common enemy, Iran, MBS won't say or do anything to piss Netanyahu off. And seriously, let's not blame all of Israel for it's government. If likud had lost the election in 2015 to Zionist Union things would have been different. Also, ruling families of the Arab peninsula are known more fore showing off their petro-dollar than being decent human beings. Case in point, Germany accepted more refugees from Syria than all the peninsula countries put together even tho the Syrians are mostly Sunni Arab Muslims. The "all Muslims are brothers and sisters" is a joke of a sentiment.
২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
মোরতাজা বলেছেন: "all Muslims are brothers and sisters" is a joke of a sentiment.--- Agreed
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: ধ্বংসের দ্বারপ্রান্তে ওরা। আল্লাহ বেশী দুরে নয়।