নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজান আল নাজ্জা
ছবি: আরটিভি অনলাইন
আহতের সেবায় হাত বাড়াতে গিয়ে নিপীড়কের গুলি বুক পেতে নেওয়ার চে’ মহৎ আর কী হতে পারে, নাজ্জা। স্বাধীনতার লাল সূর্য একদিন ফিলিস্তনিদের হবেই, হবে। এমন রক্ত বৃথা যেতে পারে না।
‘ফিলিস্তিনি নার্স রাজান আল নাজ্জাকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ১ জুন, শুক্রবার গাজা সীমান্তে আহত বিক্ষোভকারীদের সহায়তা করতে যাওয়ায় ওই নার্সকে হত্যা করা হয়। রাজান আশরাফ আল-নাজ্জা গাজা শহর থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত খান ইউনিসে আহত একজন ফিলিস্তিনিকে চিকিৎসা সেবা দিচ্ছিলেন। গাজার সঙ্গে অধিকৃত ভূখণ্ডের সীমান্তে বিক্ষোভরত ফিলিস্তিনি জনতার ওপর ইসরাইলি সেনাদের গুলিবর্ষণে ওই ফিলিস্তিনি আহত হয়েছিলেন। এ সময় বর্বর ইসরাইলি সেনারা আবার নির্বিচারে গুলিবর্ষণ শুরু করলে রাজান আশরাফ গুরুতর আহত হন বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা আল-ইয়াওম জানিয়েছে।’
০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৪০
মোরতাজা বলেছেন: ইনশাআল্লাহ!
২| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:৩৬
পদ্মপুকুর বলেছেন: দেশে নিয়ত ঘটে যাওয়া অন্যায়-অত্যাচার-হত্যার ঘটনা দেখে দেখে ফিলিস্তিন নিয়ে আমাদের অনুভূতি এখন ভোতা হয়ে গেছে।
০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:৩৮
মোরতাজা বলেছেন: দ্বি-মত করছি না। তবে এ রকম ঘটনা সত্যি মনটা বিষাদে ভরে দ্যায়।
৩| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:০৪
মোস্তফা সোহেল বলেছেন: পদ্ম পুকুরের সাথে সহমত।
০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৪১
মোরতাজা বলেছেন: দ্বি-মত করছি না। তবে এ রকম ঘটনা সত্যি মনটা বিষাদে ভরে দ্যায়।
৪| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:৩৬
রাজীব নুর বলেছেন: মানুষ আর মানুষ নাই।
০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৪০
মোরতাজা বলেছেন: হুমমম
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ১২:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এমন রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ!