নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি- অন্তর্জাল
জানে--পাপ!
তবুও আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে থাকে দু'জন!
বহু নারী সঙ্গ উপভোগ (!) করা পুরুষ কিম্বা বহু পুরুষ সঙ্গ উপভোগ (!) করা
নারী----
কাম-ই যেখানে নৈবেদ্য, তবুও কিসের টানে বারে বারে বহুবারে
দেখা মিলে তার!
কেন! বৈচিত্রই যদি তার প্রত্যাশিত তবুও কেন একই নারী!
একই পুরুষ!
কাজল রেখা- শাপলা ফুল
পৃথিবীর আদিমতম কামাগুন
পুড়ে যায়! পুড়ে যায় বিকাল, সন্ধ্যা-রাত!
নেমনতন্ন করে বার-বি-কিউ হয়!
ঘেমে যায় নেয়ে যায় পাপানুতাপে!
তবুও আরেকবার শোয় দু'জনে-কামের টানে!!
০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৫
মোরতাজা বলেছেন: একমত।
২| ০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: অবদমিত কাম মানুষের সবচেয়ে বড় দুশমন । কাজেই কাম বেরিয়ে যাওয়া ভাল তবে তা বৈধ উপায়ে হলে ভাল আর অবৈধ উপায়ে হলে আরো ভাল কারন তাতে মজা বেশী। তবে সাথে সাথে এটাও মনে রাখতে হবে অবৈধ মজার পরে সাজাও আছে।
০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৫
মোরতাজা বলেছেন: হুম।।
৩| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:১৯
রাজীব নুর বলেছেন: গুড জব।
১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৭
মোরতাজা বলেছেন:
৪| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখানে কার প্রাপ্য কতখানি ???
১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৭
মোরতাজা বলেছেন: পাপ কী প্রাপ্যের হিশেব কষে!
৫| ১০ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৮
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: জানে পাপ, তবুও করে চলে রিপুর ছলে।
দারুণ লিখেছেন ভাইয়া।
১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৬
মোরতাজা বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জেনেও যারা এমন ঘৃন্য পাপকাজে লিপ্ত হয় দুনিয়ার মোহ সুখে আল্লাহ তাআলার লান্নত ছাড়া এদের আর কিছু পাবার থাকে না।