নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

ইনডিয়ান মিডিয়া, র এবং সংখ‍্যালঘু প্রসঙ্গ

২৯ শে মার্চ, ২০২৫ রাত ১২:৫৭



১.
ইন্ডিয়ান মিডিয়াকে ৫ আগস্টের আগ পর্যন্ত সাংবাদিকতার ক্ষেত্র বঙ্গে গীতা/বাইবেল জ্ঞান করা হতো। ৫ আগস্টের পর এই দেশটির মিডিয়া আম্লীগ এক্টিভিস্ট সুশান্তের আমার ব্লগের চেয়ে খারাপ পর্যায়ে প্রমানিত হয়েছে—জানায়া রাখি —আমার ব্লগ আম্লীগ আমলে বন্ধ হয়ে গেছে।

২.
বঙ্গে ধর্মীয় স্বাধীনতা নেই। সংখ্যালঘু নির্যাতন হচ্ছে— ৫ আগস্টের পর শান্তি সেনা পাঠানোর পরিস্থিতি, এমনকি আগরতলায় বঙ্গীয় উপ হাইকমিশনে হিন্দুদের জঙ্গী হামলা— সবই হলো । কিন্তু অনুৎপাদনশীন মোদি কাকু কোনও রা করলেন না।

৩.
২৬ ডিসেম্বর বাংলাদেশের জন্মের দিন একটা খবর দিলো বিবিসি বাংলা। তাতে বলা হলো— ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের বার্ষিক প্রতিবেদন ২০২৫ এ— 'র' এর মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি।’ বিস্তারিত Click This Link
৪.
এই ঘটনার পর — বাংলাদেশ বিরোধী প্রচারণা ও সংখ‍্যালঘু নিপীড়ন নিয়ে প্রপাগাণ্ডা চালানো মিডিয়া একেবারেই না গাভী না বলদ— মানে গরু হয়ে গেছে। সুতরাং গরু সাংবাদিকতা নিয়ে আলাপ না করি ।
৪.
তো আমরা যারা, সংখ্যায় কম হলেও আশাবাদী মানুষ ছিলাম , মোদি কাকু না করুক , সোনিয়া গান্ধীর দল কিছু বলবে। না বলেনি । তার মানে নিপীড়ক রক্ষায় তারা এক ।
৫.
আর এদিকে বঙ্গে দেখুন, আকু পাকু মন । কখন চাটিবো পা! এইভাবে আমরা আমাদের নিজেদের তুলে দেই , ইন্ডিয়ার হাতে । আর তোতাপাখির মত কই তাদের শেখানো বুলি। দেশ থাক আর যাক— আমার ক্ষমতা, আর ইনডিয়া তোষণ লাগবেই। র বঙ্গে তাদের তখন ঠিক রাখার নতুন গরু কিনেছে— তারা জাতিকে কুরবানি করতে শান দিচ্ছে জিহ্বায়। বড়ই দুর্ভাগা প্রিয় বঙ্গ। আমাদের শেখানো হয়, আমরা পরজীবী। আমরা অন‍্যকে ছাড়া বাঁচি কেমনে!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২৫ রাত ১:৪২

চেংগিস খান বলেছেন:



১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান স্বাধীন হয়েছিলো; পুর্ব পাকিস্তানে ভাষা আন্দোন কি ভারতীয় মিডিয়ার ফসল? ১৯৫৮ সালে পাকিস্তানের ( পুর্ব পাকিস্তানসহ ) রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলো, তা কি ভারতীয় মিডিয়ার ফসল? সেই সাল থেকে পাকিস্তান ভাংগার পথ গেলো। ভারতীয়রা কিভাবে সাহায্য করতে পারতো?

২| ২৯ শে মার্চ, ২০২৫ রাত ১:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: ভারতীয় 'র' কে বাংলাদেশে ঠেকিয়ে দিতে কি কি পদক্ষেপ নিতে পারে সরকার ?

৩| ২৯ শে মার্চ, ২০২৫ রাত ১:৫৬

চেংগিস খান বলেছেন:


সেনাবাহিনী যে শেখকে হত্যা করলো, উহা কি "র"এর কাজ? বাংগালীরা পড়ালেখা করেনি, মাদ্রাসা স্হাপন করেছে; এভাবেই জাতি পেছনে চলে গেছে; এখন দোষ হয়েছে ভারতের?

বাংলাদেশের ব্যুরোক্রেটরা, সেনা বাহিনী, রাজনৈতিক দলের লোকজন ও ব্যবসায়ীরা যে ডাকাতী করছে, ইহা "র"এর কাজ?

৪| ২৯ শে মার্চ, ২০২৫ রাত ১:৫৮

চেংগিস খান বলেছেন:



পাকিস্তান, আফগানিস্তান থেকে যে হিন্দুরা ভারতে চলে গেলো, উহা "র"এর কাজ?

বাংলাদেশ হওয়ার পর ৮ কোটী হিন্দু ভারতে চলে গেলো ও ভারত থেকে ১ জন মুসলমানও এলো না, ইহা কি "র"এর কাজ?

৫| ২৯ শে মার্চ, ২০২৫ সকাল ৯:৩৬

ঊণকৌটী বলেছেন: দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের, এতো বছর ধরে শুধুমাত্র দোষারোপ করা ছাড়া আসল জিনিস টা ভারতের থেকে আদায় করতে পারেনি, সেটা হলো শিক্ষা ব্যবস্থা, তার বদলে অসংখ্য অশিক্ষিত মোল্লা দের জন্ম দিয়েছে, ভারতের থেকে কমপক্ষে শিক্ষার মডেলের নিয়া কাজ করলে অর্থনৈতিক ভাবে উন্নত দেশে পরিণত হত |

৬| ২৯ শে মার্চ, ২০২৫ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: ভারত নিয়ে যাদের চুলকানি তাদের পাকিস্তান চলে যাওয়া উচিৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.