নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

নির্লজ্জ-সলজ্জ সাংবাদ ও ইনডিয়ান তখত পতন

১০ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৫৯


১.
জয় সাব বলছে, তার আম্মার খুনের নির্দেশ যাচাই করে বিবিসি নির্লজ্জ সাংবাদিকতা করছে।
২.
অথচ আমরা বঙ্গীয় সাংবাদিকরা (পড়ুন, অমেরুদণ্ডীয় প্রাণী) সলজ্জ সাংবাদ পরিবেশন করেও তাদের পোষা বাহিনী, আশ্রিত দেশ আর দলান্ধ ইন্ডিয়ান সালতানাত সুরক্ষার নির্মম খুনোল্লাসি মানবতাবিরোধীদের খুশী করতে পারিনি। পাত্তা তো দূরের কথা ।
৩.
আওয়ামী লোটাটানা থেকে সুশীল— প্রায় সব সাংবাদিক — ইনডিয়ান-আওয়ামী তখতের সবচেয়ে বনচিত অংশ । যারা খেয়ে না খেয়ে বুক চাপড়াচ্ছে । নানান আবরণে।
পুরা সংবাদপত্র শিল্প ধ্বসিয়ে দেবার পরও এরা জাবর কাটে —ক্লিক বাইটে।
৪.
অথচ আওয়ামী তখতে পেরেক ঠোকা, গুম করা ষণ্ডারা সবাই ঠিক আছে । তাদের প্রটেকশন যথা বিহিত । এখন কেবল নতুন জ‍্যাকেট পরে নেমে পড়েছে, পুরনো কাজে।
৫.
শুধু আশ্রিত দেশটি ও তাদের সহযোগী দলের এখন একমাত্র দালালিতে পূর্ণ মনোযোগী সাংবাদিকদের বিরাট অংশ। স্বাধীন সংবাদ চর্চার তীব্র আকাঙ্ক্ষা এদের জাগ্রত — তাই ইনিয়ে বিনিয়ে জুলাই আন্দোলন নিয়ে প্রশ্ন করা, ৫ আগস্টের গণ রায়ে ষড়যন্ত্র দেখা আর ছাত্রদের ছিদ্রান্বেষণ। তাদের সাথে বিএনপির ফজা, রুফার মত প্রাজ্ঞ জনেরাও সংযুক্ত ।
৬.
সবশেষে আওয়ামী তখতের জন্য একটা খবর পুনরায় প্রচার করি— বঙ্গীয় সাংবাদিকরা এখনও আপনাদের সঙ্গে আছে। মোড়ক বদলাইছে,কেবল। এই ধরেন প্রথম সারির কাগজে - অনলাইনে আদালত পাড়ায় কে কানছে, কার প্রকৃতির বেগ পাইছে, তা নিয়েও প্রচুর বয়ান দেয়। মব নিয়ে আতংক তৈরি করে ককটেল সন্ত্রাস উস্কায়— আর অপেক্ষা থাকে ছাত্র আন্দোলনে জড়িতদের ঘাড় মটকানোর! তাই সামনে একটু সাংবাদিকদের দিকে খেয়াল রাইখেন! এত অল্প তুষ্ট দালাল আর পাইবেন না।
৭.
ভড়কাবেন না, বিবিসি বাংলা তো ইন্ডিয়ান তখতের অধীনেই আছে, ইংরেজিটাও টাইট দেয়া যাইত — গণ্ডগোল করছে ইউনূসে — ফ্ল‍্যাট ধরে টান না দিলে— এদ্দিন ব্রিটিশ পার্লামেন্টে ককাস বসে যেত ! এই ভুলটা আসলে…! সে যাই হোক আমরা এখনো নির্লজ্জ হই নাই । আছি পাশে … !

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দুর আপনি একটা গাঁজাখোর অটিষ্টিকের কথায় কান দিবেন না।

২| ১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: বুঝলাম।

৩| ১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: মাতাল জয়ের কথা কে গোণে ?

৪| ১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি ব্রিটিশ সাংবাদিকদের কথা ভালোবাসেন শুনে অবাক হলাম!!!

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক শেখ হাসিনার পায়ের কাছে হাঁটু গেঁড়ে বসেছিলেন - মনে আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.