নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

ইনডিয়া প্রেম

২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫৯



এটা তো দিল থেকে জানি, ইনডিয়া ছাড়া আমরা চলতে পারব না। তাই বলে, না চাইতে নুয়ে পড়া, চেটে দেয়ার প্রবণতা কোনও ভাবেই মানিনা।

ব্যক্তিগত ভাবে অখণ্ড ভারতের পক্ষে আমি। ইন্ডিয়ান খাবার, নায়িকা-নায়ক, চিকিৎসা অতি উত্তম। আমাদের বিনা দামে কিনে ফেলার কৌশল আরও উত্তম।

ক্ষমতালিপ্সুরা সব সময় বিলেতি কুত্তার মত ইনডিয়ান আদর প্রত্যাশী। তাতেও দোষ নেই। তবুও এর মধ্যে কেউ যদি একটু কোমর সোজা করে আলাপ জমাতে চায়, তাহলে একদল শুয়র-শাবক নোংরা ছড়ায়। তারা মানতেই পারে না, ১০ টা থাপ্পড় খাইবার পর একটা ফিরতি থাপ্পড়ের চেষ্টা যে স্বকীয়তা, নিজের গুরুত্ব জানান দেয়া।

নাহ, তারা কেবল শুয়ে, নুয়ে, লাজ ভুলে সব সময় আর কী করা—ধর্ষণ যখন অনিবার্য তখন উপভোগই শ্রেয় গল্পে মাতে।
বেশ‍্যাও কখনো সখনো নিয়মিত খদ্দেরকে ইগনোর করতে পারে, মুখের ওপর ২/৪ কথা বলে কষ্ট মেটাতে পারে, সেখানে বাঙাল মোডি কাকুরে কিছু কইলে এই দেশেরই কিছু কুকুরসম বুদ্ধিহীন প্রাণী আগে ঘেউ করে ওঠে।

আবার তারা দেখি দেশপ্রেম-মানবপ্রেম-পশু প্রেমের সবক দেয়। কীয়েক্টা অবস্থা!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



দেশভাগ কোন ভালো সিদ্ধান্ত ছিল না।
অখন্ড ভারত হলে বাংলার জনগন বেশী ভালো থাকতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.