নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
যে পাহাড়ে বেড়াও তুমি বিহঙ্গ দর্শনে
জেনে রেখ সেই পাহাড়ের শেষাংশে
মাথা নিচু করে দাঁড়িয়ে আছে
হাজার বছরের আখ্যান হয়ে
পথচেয়ে একটি পাখি,একাই সে ডানা মেলে
নক্ষত্রের মিছিলের আগে
রাত্রি নামার আগেই ঘরে ফিরে সে,
মাঝরাতে যখন অন্য বিহঙ্গ সুপ্তিমগ্ন
তখনো সে জেগে থাকে,যদি ঘরে ফিরে সে।
ভোরের আলো ফোটার আগে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে তারই কন্ঠ পাহাড়ের গায়ে,
প্রার্থনা করে সে,ঊড়ে যায় অরণ্যের অন্তরালে।
শুনে দেখ ভাষাহীন গুঞ্জরন,
জাগায় কিনা প্রাণ জাগরণ।
যেমন করে নিদ্রা হতে জেগে
চোখ খুলে দেখ কোন সে জগত।
২| ১০ ই মে, ২০১৬ সকাল ৯:১০
নীল মনি বলেছেন: আচ্ছা, মেনে চলব ইনশাআল্লাহ্
৩| ১০ ই মে, ২০১৬ সকাল ৯:২১
রুদ্র জাহেদ বলেছেন: কমেন্টের প্রতিউত্তর দেওয়ার সময় ওই কমেন্টের ডান পাশের সবুজ চিহ্নে ক্লিক করলে একটা কমেন্টবক্স আসবে সেখানে আপনার প্রতিউত্তর লিখুন।তাহলে যনি কমেন্ট করেছেন তিনি নোটিফিকেশন -এর মাধ্যমে জানতে পারবেন প্রতিউত্তরে আপনি কি লিখেছেন।
নিরন্তর ভাল থাকা হোক
১০ ই মে, ২০১৬ দুপুর ১:০৯
নীল মনি বলেছেন: আজীবন কৃতজ্ঞ রইলাম।
৪| ১০ ই মে, ২০১৬ সকাল ৯:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: যেমন সুন্দ পাখির ছানা দুটো- তেমনি সুন্দর কবিতায় ভাললাগা।
১০ ই মে, ২০১৬ দুপুর ১:১০
নীল মনি বলেছেন: শুকরিয়া শুকরিয়া
৫| ১০ ই মে, ২০১৬ সকাল ১০:৫৯
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১০ ই মে, ২০১৬ দুপুর ১:১০
নীল মনি বলেছেন: শুকরিয়া,
৬| ১০ ই মে, ২০১৬ সকাল ১১:৪০
ঈশান আহম্মেদ বলেছেন: হুম....ভালো লেগেছে।
১০ ই মে, ২০১৬ দুপুর ১:১১
নীল মনি বলেছেন: আমারো ভালো লেগেছে,কমেন্ট দেখে হিহিহি
৭| ১০ ই মে, ২০১৬ দুপুর ২:২৯
মোহাম্মদ মামুন উর রশিদ বলেছেন: ভাল লেগেছে।।
১০ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৪
নীল মনি বলেছেন: শুকরিয়া
৮| ১০ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৫
মুসাফির নামা বলেছেন: প্রথমে ভাললাগলেও পরে এসে তাল হারিয়ে গেছে।শুভকামনা।
১০ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৭
নীল মনি বলেছেন: আমারো তাই।লিখতে লিখতে তাল হারিয়ে ফেলেছি। সুপার লাইক
৯| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২২
মুসাফির নামা বলেছেন: ভাবনাটা কিন্তু দারুণ ছিল।সামনে হত আরো ভালো কিছু পাব।
১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
নীল মনি বলেছেন: ইনশাআল্লাহ শুকরিয়া
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০১৬ সকাল ৯:০৭
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর,ভালো লেগেছে কবিতা
অফটপিকঃআপনি আরেকটু গ্যাপ দিয়ে দিয়ে পোস্ট করুন।তাহলে মনে হয় ভালো হবে পাঠকের পড়তে সুবিধা হবে।এবং অন্যের পোস্ট পড়ুন উপস্হিতি জানান দিন