নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

বোধ

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে;
অস্তিত্বের জোয়ার ভাটায় করুণ রূপে
সংঘবদ্ধ করে তোলে স্মৃতি।
দূর আবহে গভীর বিষণ্ণতা জেঁকে ধরে।
ঘড়ির কাঁটার একঘেয়ে শব্দ
দ্যোতনা তোলে জীবন জাদুঘরে।
স্মৃতিমথিত হয়ে এঁকে চলি পৃথিবীর ছবি
এঁকে দিই দুর্ভর বেদনায় একটি মুখ তুমি।
বিষণ্ণতার আকুল মিনতি সেও তুমি।
চারিদিকে তখন মানবিক সম্পর্ক নি:শেষের পথে;
চারিদিকে পোড়ো জমি।
ঠিক তার মাঝে তুমি উত্তম;উর্বর বনভূমি।
বিষাদের যন্ত্রণাসাগর,জীবনের বহুভুজ সংকট
পেরিয়ে, ধরেছি তোমার হাত আষ্টেপৃষ্ঠে।
যেন সেই ধরাতে ক্রমে গড়ে উঠেছে জীবনের সঞ্চয়।
নষ্ট এ পৃথিবীতে তুমি শুধু আমার দাঁড়াবার ঠাঁই।
গ্রহণ করে মনে রেখ তাই
মানবিক শুভবোধের নেই কোন ক্ষয়।
©রুবাইদা গুলশান

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৫

নীল মনি বলেছেন: শুকরিয়ায়ায়ায়ায়ায়ায়া :)

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

নূর-ই-হাফসা বলেছেন: দারুন লিখেছেন

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৫

নীল মনি বলেছেন: আপুউউউউউ কৃতজ্ঞতা :)

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬

নীল মনি বলেছেন: এই প্রথম কোন + পেলাম।
:)

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: বেশ ভালো হয়েছে।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬

নীল মনি বলেছেন: আমার তো খুশি লাগছে :)

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৯

ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৭

নীল মনি বলেছেন: দোয়া করবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.