নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
খুব সহজেই ছোট ফুলগুলো চোখের আঁড়ালে রয়ে যায়।আমার ইচ্ছে ওদের খুঁজে খুঁজে বের করা।
উপভোগ করুন জীবনের প্রতিটি মুহূর্ত।
খুব ছোট্ট ওরা, খুব ছোট।
প্রতিটা ফুল চক্ষু শীতলকারী।
ভুলে যাও সকল ভালোবাসা তবুও ফুলকে ভুলে যেও না।
প্রথা ভেঙে শিহরণে চলে যায় তার কাছে।
গিয়ে বলি নির্লজ্জের মতো 'তোমাকে আমার চাই।'
সময়ের কন্ঠসরে সেই কথা বাজে বারে বারে
বিমগ্ন ইচ্ছের কারসাজিতে;অস্থির প্রাণ তার দিকে চেয়ে
সাগরের মত উথাল পাথাল ঢেউয়ে কাঁপছি এমন
ঠিক তখনি সে বলল নিরবতার পাহাড় ভেঙে
ভালোবাসো?
যদি তাই তবে সবার আগে ভালোবাসো ফুল,ভালোবাসো সবুজ
ভালোবাসো তোমার তুমিকে।
©রুবাইদা গুলশান
মোবাইল ফটোগ্রাফি
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৪
নীল মনি বলেছেন: এসব সব ঘাস ফুল জাতীয়। আমি তো নাম জানি না ।
ক্যামেরা হল একটা।কিনেছি।
২| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নাম না জানা অনেক ফুলই পথের ধারে ফোটে, জীবনটা যায় ঝরে ঝরে ফুলদানি না জোটে।
ফুল ও কবিতাময় পোস্ট ভালো লাগলো। ফুল আর সবুজকে ভালোবেসে আপনার মনটাও ফুলের মত হোক। পোস্টে প্লাস।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩
নীল মনি বলেছেন: নাম না জানা অনেক ফুলই পথের ধারে ফোটে, জীবনটা যায় ঝরে ঝরে ফুলদানি না জোটে।-দারুণ কথামালা
ফুলের মত হতে গেলে মানুষের দোয়া পেতে হয়।
প্লাসের জন্য নয় সুন্দর মন্তব্যের জন্য শুকরিয়া।
৩| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: নাম না জানা ফুল এবং আপনার লেখা কবিতা দুটিই ভালো লাগলো।।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৭
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্। ফুলের মত সুন্দর হয়ে উঠুক আপনার জীবন।
শুকরিয়া
৪| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৭
তারেক ফাহিম বলেছেন: চার নম্বর ছবিটি দিয়ে আমরা শৈশবে অনেক খেলা করছি।
যদিও এখন গ্রামেও খুব কম দেখা যায়।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৯
নীল মনি বলেছেন: আপনার শৈশবের গল্প শুনতে চাই একদিন।
স্বাগতম ব্লগ বাড়িতে
৫| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১২
সৈয়দ তাজুল বলেছেন: নাম না জানা অনেক ফুলের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন; নাম না জেনেই এগুলোকে আমরা চেনি।
ভাল লাগলো আজকের ব্লগ
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২০
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্, ভালো লাগার জন্য। বেড়াতে এসেছেন আমি তো ধন্য হলেম
৬| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @ ফুলের নাম কই???
নিজের বোকামিতে পাঠক দুঃখিত। সে শিরোনামটা ভালমত পড়েনি.
স্থানীয় নামঃ
৩,৪ -- ভিঁ-চাপাতি।
৬-- দারুল।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২২
নীল মনি বলেছেন: বাহহ আপনি ভুলের নাম জানেন! এডিট করে দেব?
বোকামিতে দু:খ পেয়ে লাভ নেই।এটা কোন ব্যাপারই না।ভুল তো হতেই পারে।
কেমন আছেন? মনে হচ্ছে নতুন লেখা নিয়ে ভীষণ ব্যস্ত?
৭| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
আমিও আজ একটা ছবি তুলেছি মোবাইল দিয়ে- মোটামোটি।
আমিও আজ একটা ছবি তুলেছি মোবাইল দিয়ে-
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪
নীল মনি বলেছেন: হুম্মম ছবিগুলো ওত সুন্দর আসেনি।ওরা খুব ছোট, তুলতে বেশ বেগ পেতে হয়েছে।শুকরিয়া।
আপনার মেঘের ছবিটা ভালো। ভালো থাকুন
৮| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৩
তারেক_মাহমুদ বলেছেন: পথের পাশে এমন অনেক নাম না জানা ফুল ফুটে যাদের ভাগ্যে ফুলদানি জোটে না।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৫
নীল মনি বলেছেন: হুম্মম ঠিক। ওরা কিন্তু বেশি ছোট তাই ফুলদানিতে রাখা যায় না।ব্লগ বাড়িতে স্বাগতম
৯| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৪
করুণাধারা বলেছেন: ঘাসের ফাঁকে ঝোপের মাঝে লুকিয়ে থাকা ছোট ছোট ফুল গুলোর ছবি চমৎকারভাবে তুলে এনেছেন, ভালোলাগা!
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০১
নীল মনি বলেছেন: আমার ব্লগ বাড়িতে স্বাগতম। ।
শুকরিয়া। আমি চাই লুকিয়ে থাকা ছোট ফুলগুলো মানুষ দেখুক।
কৃতজ্ঞতা চমৎকার মন্তব্যের জন্য।
১০| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৭
বিদেশে কামলা খাটি বলেছেন: সুন্দর। আপনাকে দিয়ে হবে।
২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫২
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্ দোয়া করবেন।
শুকরিয়া জানালাম কিন্তু।
১১| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৭
মনিরা সুলতানা বলেছেন: প্রথম ছবিটা তো অনেক সুন্দর !!!
২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৩
নীল মনি বলেছেন: শুকরিয়া
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ফুলের নাম কই???
লেখকের ক্যামেরা কেনার খবর কী??