![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক জন অতি সাধারন মানুষ। সুন্দরের সন্ধানে ঘুরে বেড়াই জলে স্থলে অন্তরীক্ষে।
কাল সারাটি রাত ধরে
তুমি ছিলে স্বপন মাঝে
ঘুমেরই ঘোরে।।
কোথা দিয়ে কেটেছিল রাত
এসেছিল বসন্ত বাতাস
বুঝিনিতো আমি, বুঝিনি
কে এসেছিল আমারই দ্বারে।।
একটু খানি পরশ এখনও আছে লেগে
বুঝেছি তাই ঘুম থেকে জেগে
এসেছিলে যদি ডাকনি কেন নামটি ধরে
দিয়ে কেন গেলে না স্মৃতির পেয়ালা ভরে।
তুমি কি এসেছিলে নীরব পায়ে
ঘুম ঘুম আবেশে
বসন্ত হয়ে জোনাকির সাথে
©somewhere in net ltd.