নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!
একজন নাইকা টাকা পান তার অঙ্গ ভঙ্গী দেখানোর জন্য। আমরা দৃশ্য গুলিকে হট বা যৌন উত্তেজক দৃশ্য বলি। এগুলি নিয়ে প্রতি বছর 'সবচাইতে যৌন আবেদনময়ী নাইকা' নির্বাচিত হয়। কেউ আপত্তি করে না। নাইকা এর বিনিময়ে নাম যেমন পান, টাকাও পান।
রাস্তার ছেলেকে যদি কেউ টাকা দেয়, এবং বলে রাস্তায় কোন একটা জায়গায় দাড়িয়ে এমন বাজে অঙ্গভঙ্গী করতে, বাজে গান গেতে, বাজে দৃশ্যের অবতারণা করতে। তাকে কেন পুলিশ ধরবে? পার্থক্য কোথায়?
১৯ শে জুন, ২০২০ ভোর ৫:৩৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: যাত্রাপালায় করলেওতো পুলিশে ধরছে না। যাত্রাপালাতো খোলা ময়দানে হচ্ছে। তো রাস্তার পাশের একজন পারফরমারকে কেন ধরবে পুলিশ?
২| ১৯ শে জুন, ২০২০ সকাল ১০:৪৪
রাজীব নুর বলেছেন: কোথায় পার্থক্য?
বুঝতে পারছেন না? না বুঝতে চাইছেন না?
১৯ শে জুন, ২০২০ দুপুর ১২:০২
ঋণাত্মক শূণ্য বলেছেন: বুঝতে চাইছি.... কিন্তু কেউ বুঝাতে আসেনি এখনও!
৩| ১৯ শে জুন, ২০২০ সকাল ১১:৩০
নিরীক্ষক৩২৭ বলেছেন: যাত্রাপালা আর রাস্তার মধ্যে কি কি পার্থক্য আছে চিন্তা করে দেখেন।
১৯ শে জুন, ২০২০ দুপুর ১২:০৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: রাস্তা আর যাত্রাপালার পার্থক্য কেন খুঁজছেন? কেন পেশার মিল দেখছেন না?
৪| ১৯ শে জুন, ২০২০ দুপুর ১:৪২
নিরীক্ষক৩২৭ বলেছেন: পেশা সিমিলার ঠিক আছে, কিন্তু নায়িকা তো রাস্তায় দাড়ায় পারফর্ম করে না।
সব কিছুরই স্থান-কাল-পাত্র এর ব্যাপার আছে।
১৯ শে জুন, ২০২০ রাত ৮:০২
ঋণাত্মক শূণ্য বলেছেন: নাইকা রাস্তার মত ছোট স্টেজে করেন না। করেন এত বড় স্টেজে যে দুনিয়ার সবাই সেটা থেকে দেখতে ও শিখতে পারে। তার কি আরও বেশী সচেতন হওয়া উচিৎ নয়?
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০২০ রাত ২:২৭
নিরীক্ষক৩২৭ বলেছেন: স্ক্রিনে করতে বলেন নায়িকার মত, তাহলে পুলিশ ধরবে না।