নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

ডরে কমেন্ট করতেছি না!

১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৩

ব্লগে ক্যাচাল নতুন কিছু না। মাঝে মধ্যেই ক্যাচাল লাগে। দুইদিন পর সবাই ভুলে যায়। ভুলে যাওয়ার আগে অবশ্য চরম উত্তেজনাপূর্ণ কথাবার্তা চলে।



ব্লগে বর্তমানে চলছে এক ক্যাচাল। মধ্যেখানে আমি ক্যাচালে পড়েছিলাম সৌদী থাকা এবং বই থেকে কোট করা নিয়ে। একজন ভদ্রলোক অভদ্রতার চরমসীমায় পৌছে আমার পোষ্টে বাজে ভাবে মন্তব্য করছেন প্রায়সই।

ওদিকে চলমান অন্য ক্যাচালে ব্লগাররা আবার দুই ভাবে বিভক্ত। বরাবরের মতই দুই দলেই সমর্থকদের আনাগোনা দেখা যাচ্ছে।

আর আমি ডরে কমেন্ট করতে পারতেছি না। কে কোনখান থেকে আবার কি নিয়া পিছে লেগে যায়!

নিজের পম্চাৎদেশ পরিস্কার রাখা সম্ভব হলেও পিছে যারা লেগে থাকে এদের পরিস্কার করা প্রায় অসম্ভব। তাই দূরে থাকতে চাই।

তাই ভাবছি আগামী শনিবার পর্যন্ত আর ব্লগে কমেন্ট করবো না। এমনকি আমার লেখায় কেউ কমেন্ট করলেও সেটার প্রতিউত্তর না করবার চেষ্টা করবো। ক্যাচাল কমুক, তারপর আবার সব দেখা যাবে।

ওহ, যাওয়ার আগে বলে যাই, I am Bat Man! পারলে কেউ ভুল প্রমান করেন!

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৬

ইসিয়াক বলেছেন: হা হা হা

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: হে হে হে হে....

২| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:২১

অপু তানভীর বলেছেন: =p~ =p~

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: :-D :D :) :-)

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৪

ইসিয়াক বলেছেন: ঘুম আসতেছে অখন ঘুমাই। আইজকা আর কোন কমেন্ট করুম না।সক্কালতন বহুত কমেন্ট করছি ....

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি কিন্তু শনিবারতক কোন কমেন্ট করি নাইক্কা!

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৬

নেওয়াজ আলি বলেছেন: আসুন সবাই ক্যাচাল করি (শালীনভাবে)। ঘুম ভেঙ্গে জেগে উঠি বগ্লটা ঝিমিয়ে পড়েছে।

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: যারা ক্যাচাল করে, তারা শালীনতা বজায় রাখতে জানে না!

৫| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনার এই পোষ্টও ক্যাচাল !

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: এবং ক্যাচালের কারণ আপনি!

৬| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৬

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: এই পোস্ট তো প্যাচাল। :)

মজার প্যাচাল। ক্যাচালে ভয় কি?

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি শান্তি প্রিয় মানুষ!

৭| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৫

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: যারা ছদ্দনাম ব্যবহার করে তারাই দেখি .. :)

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: হুমমম.... রবিঠাকুরও দেখি....

৮| ১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: ক্যাচাল আমি পছন্দ করি না।

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: তাই নাকি?

৯| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:১৭

মোঃ আয়ান মিয়া বলেছেন: যারা পিছনে লাগে তারা পিছনেই থাকবে।

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২০

ঋণাত্মক শূণ্য বলেছেন: এসব কথা শুনতেই ভালো লাগে, বাস্তবে কঠিন। মনে রাখতে হবে, পিছনেও একটা ফুটা আছে!

১০| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫২

আরইউ বলেছেন:


হা হা হা!

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২০

ঋণাত্মক শূণ্য বলেছেন: হে হে হে হে হে....

১১| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৪

বিটপি বলেছেন: ভাই, ক্যাচাল ছাড়া ব্লগ জমেনা। নানা রকম ক্যাচাল নিয়েই তো ব্লগ এগিয়ে যাবে, তাই না? হয় ক্যাচালে অংশ নিন, নয়তো ব্লগ থেকে দূরে থাকুন। আমাদের মধ্যে মতের অমিল আছে - কিন্তু আমরা সবাই মিলেই তো একটা পরিবার, তাই না? মনে করুন, ঐ অভদ্র লোক আপনার চাচা। দেখা হলেই একটু বিদ্রুপ করে - কিরে বেদুঈন, কেমন আছিস? ফান হিসেবে নিন, দেখবেন - এভ্রিথিং ইজ ইজি এট ইজ।

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২১

ঋণাত্মক শূণ্য বলেছেন: ব্লগতো ডিজে পার্ট না যে জমতে হবে।

আমার চাচারেও আমি আমার সাথে মজা ঠাট্টা করতে দেই না। বিয়ে করার পর বউয়ের খালাতো বোনের বর মজা করে একটা কথা বলছিলো, আজ ৭বছর পর এসেও সে সেইটা চিন্তা করে লজ্জা পায়!

১২| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫১

জুল ভার্ন বলেছেন: ক্যাচাল করে যদি ভালো কিছু হয়-তাহলে ক্যাচালই ভালো!

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২২

ঋণাত্মক শূণ্য বলেছেন: এখন পর্যন্ত তো ভালো কিছু হয় নাই। আমি প্রচুর ব্লগারকে পারসোনালি চিনি, যারা এই ক্যাচাল বাজদের জন্য ব্লগ ছেড়ে চলে গেছেন।

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫৮

নীল আকাশ বলেছেন: ছবিতেও ক্যাচাল লাগিয়ে রেখেছেন। মধুর ছবি দেখিয়ে তেল বলছেন।
কিছু মানূষের সারাদিন রাত কোন কাজ কাম থাকে না। তারা এই ব্লগেই পরে থাকে আর ক্যাচাল লাগায়।
শুরুতেই ঝাড়ির উপর রাখবেন, দেখবেন মন্তব্য করার সাবধান থাকবে।
কেমনে আছেন?

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২২

ঋণাত্মক শূণ্য বলেছেন: ওটা তেলেরই ছবি!

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৮

চাঁদগাজী বলেছেন:



@নীল আকাশ,

ইহা ডিসেম্বর, আপনার জন্য শুভ মাস নয়।

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: নিজের ব্লগে গিয়ে ঝামেলা পাকান, আমার ব্লগে না!

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩১

জ্যাকেল বলেছেন: কেচাল দেখতে সাধারণ বাঙ্গালী হিসাবে খুবই ইনজয়েবল। কিন্তু মনের কোণে বসে থাকা কেউ ইহা হইতে দুরে থাকতে বলে, সাফ করে কথা বলতে বলে বিধায় কি আর করা। ক্যাচাল ভাল না, খারাপ জিনিস।আপ্নার এই পোস্ট নাকি কেচাল পোস্ট অনেকেই কিন্তু বলতেছে।

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমারটা মাত্র ২জনকের কাছে ক্যাচালের। তার দুইজনেই কমেন্টও করে গেছে। বাকি সকলের কাছে এনজয়েবল!

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৩

রংবাজপোলা বলেছেন: হককথা।

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.