নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!
নিচের ছবিটা প্রথমআলোর ওয়েব সাইট থেকে এই মাত্র নেওয়া স্ক্রীণশট।
ভারতের লোকজন মেলায় গেছে তা নিয়ে আমাদের বিশাল চিন্তা; বাংলাদেশের মানুষ মেলা করতেছে তা আবার সুন্দর করে প্রচারণা! আবার এদিকে বাংলাদেশেরই বিভিন্ন স্থানে ধর্মীয় জনসভা (ওয়াজ মাহফিল) বন্ধ করে দেওয়া হচ্ছে করোনা ছড়ানোর কথা বলে।
এই ধরণের ডাবল স্ট্যান্ডার্ড সব খানেই। সবাই নিজের পছন্দেরটাই প্রমোট করে; অপছন্দেরটাতে বাধা দেয়।
আম্রিকার এয়ারপোর্টে কোন মুসলিমের ব্যাগে ব্লেড পাওয়া গেলে সে সন্ত্রাসী; আম্রিকারই স্কুলে বন্ধুক নিয়ে গুলি করে মানুষ মেরে ফেললে সে মাথাবিকৃত মানুষ!
লক্ষ লক্ষ হুজুর ভালো হয়ে চললেও একজন হুজুরের খারাপে সবাই খারাপ; লক্ষ লক্ষ প্যান্ট-সার্ট পরা লোক ঘুষখোর হলেও সবাই খারাপ না।
১৫ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:৪০
ঋণাত্মক শূণ্য বলেছেন: এ কথা কোথায় পেলেন?
২| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ২:৩৪
সাজিদ! বলেছেন: ইমরান খান আর পাকিস্তান প্রশ্নে আনিসুল হক সাহেব ও তাদের অফিসের একই কোরামের লোকদের বরাবরই খুবই আগ্রহ। আলো পত্রিকা প্রয়োজনে চায়নার কোলে যায় এরপর আমেরিকার আইন হয়ে গনতন্ত্রর লেসন দেয়। আজকে আবার আনিস সাহেব আমেরিকার কচুকাটা করলেন।
১৫ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:৪১
ঋণাত্মক শূণ্য বলেছেন: :/ আম্রা যাই কই?
৩| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ২:৩৭
সাজিদ! বলেছেন: দুই নম্বর মন্তব্যটা ওদের ডাবল স্ট্যান্ডার্ড এর সাপেক্ষে করলাম। আপনার পোস্ট নিয়ে বলতে হয় - গাড়ি হাফ প্যাসেঞ্জার নিলেও ঝামেলা, ফুল নিলেও ঝামেলা। রাজনৈতিক প্রোগ্রাম / সামাজিক প্রোগ্রাম সবই চলছে দেশে। এযেন আমরা পাশের বাড়ি পুড়তে দেখে আনন্দে লাফিয়ে উঠি।
১৫ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:৪১
ঋণাত্মক শূণ্য বলেছেন: সব কিছুতেই ঝামেলা! ধুর ছাই!
৪| ১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৭
জুল ভার্ন বলেছেন: খুব অল্প কথায় চমতকার ভাবে ডাবলস্টান্ডার্ড তুলে ধরার ধন্যবাদ।
১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১:৩৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: কষ্ট করে পড়বার এবং মন্তব্য করবার জন্য আপনাকেও ধন্যবাদ।
৫| ১৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের মোল্লারা আগেই বলেছে করোনা আমাদের কিছু করবে না।
নেতারা বলেছে আমরা করোনার চেয়ে শক্তিশালী।
সো নো চিন্তা ডু ফুরর্তি।
১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১:৩৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি যে মোল্লাদের বক্তব্য শুনি, তারা বলেছেন সরকার যে নিয়ম করে, সেটা আমাদের মেনে চলা উচিৎ। মো্ল্লারা করোনা হোক বা না হোক, পুরান ঢাকার সাকারাইনের অনুষ্ঠানে যোগদানে নিষেধ করেন।
৬| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৪
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: প্রথম আলো ইন্টারন্যাসনাল পত্রিকা ।
আমরা ইন্টারন্যাসনাল দেশে বাস করি ।
১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১:৩৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার আর কিছু বলার নাই!
৭| ১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১:৪৫
জটিল ভাই বলেছেন:
জটিল বিষয়ের সহজ প্রকাশ।
জটিলবাদ।
১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ২:৪৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১:২২
সোবুজ বলেছেন: করোনার জন্য দ্বিগুন উৎসাহে ওয়াজ করা হোক।করোনা তাড়ানোর জন্য।করোনা বাপ বাপ করে পালানোর পথ পাবে না।