নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!
আফগান যুদ্ধ আম্রিকা হালাল করে নিয়েছে ইসলামের দোহাই দিয়ে। ইরাক যুদ্ধও তাই। ফিলিস্তিনেতো স্বাধীনতাকামীদেরকে রীতিমত টেরোরিষ্ট বানিয়ে দিয়েছে আম্রিকা। সিরিয়া, লিবিয়া, ইয়েমেন..... সব খানে ইসলামকে মাখিয়ে পক্ষ নেওয়া গেছে।
বিশ্ব মিডিয়ার অন্যতম বড় একটা কাজ হচ্ছে ইসলামপন্থী কাউকে পেলে তাকে টেরোরিষ্ট বানিয়ে ফাটিয়ে ফেলা।
আম্রিকার স্কুল গুলিতে প্রতি বছরই কোন একজন না একজন বন্দুক নিয়ে গুলি করে কিছু মানুষ মারে। কোন একবার মুসলিম কেউ করলেই তা টেরোরিষ্ট কর্মকান্ড করে দেওয়া যায়, তা বাদে অন্য ধর্মের কেউ করলে তা মস্তিস্কবিকৃতি বলে চালিয়ে দেওয়া যায়।
এখন ইউক্রেনে যেহেতু ইসলামের দোহাই নাই, তাই মিডিয়া কাউকে আর টেরোরিষ্ট বলতে পারতেছে না! তার উপর ন্যাটোর ইউক্রেনকে গাছে তুলে মই নিয়ে ভো দৌড় দেওয়ার ঘটনা চাপা দিতে হিমসিম খাচ্ছে মিডিয়া।
এদিকে মিডিয়ার চেয়ে বিপদে পড়েছে ভাবধরা বামেরা! সারা পৃথীবিতে এরা সব সময় মানবতার গান গেয়ে বেড়ায়। যদিও ইসলামের ক্ষেত্রে এরা টেরোরিষ্টদের সাহায্যকারী হিসাবে মার্ক হয়ে যাবে একথা বলে এড়াতে পারে। কিন্তু ইউক্রেনের বিষয়ে কি হবে?
এরা না পারছে মানবতার গান গাইতে, না পারছে রাশিয়ার পক্ষ নিতে।
এক বন্ধুর সাথে কথা হচ্ছিলো, ও বললো কোন নাইকার নামে ভিডিও বের হলে সেই টপিক সামনে থেকে না যাওয়া পর্যন্ত নাইকার কি কষ্ট হয় তারা নাকি হাড়ে হাড়ে টের পাচ্ছে! হাইপ চেঞ্জ না হলে নাকি ফেসবুকেও স্ট্যাটাস দিতে কষ্ট হচ্ছে, কারণ কিছু একটা নিয়ে স্ট্যাটাস দিলে লোকে খোঁচাইতেছে রাশিয়া নিয়ে কিছু বলতে। কি বিপদ!
ওদিকে নাকি পুটিনকে ঘিরে জার্মানির ডান ও বাম মহলে চরম অস্বস্তি বিরাজ করছে!
-----------------------------
এদিকে কিছু বলদ-ছলদ দেখি ইউক্রেনে আক্রমণে খুব খুশি! তাদের কথা ফিলিস্তিনে আক্রমণ সমর্থন কারীদের এমনই শিক্ষা হওয়া উচিত। তবে এরা ভুলেই গেছে যে সব রসুনের পাছা এক জায়গায়।
-----------------------------
গতকাল কার পোষ্টে পড়তেছিলাম পুতিন নাকি ব্লগ গুলিতে ঘোরা ফেরা করতেছে বুদ্ধি নিতে! ভাবলাম পুতিনকে একটু জানান দেই আমাদের মিডিয়া ও বামেদের কষ্ট ও তার প্রতি ভালোবাসার সম্পর্কে।
০৩ রা মার্চ, ২০২২ রাত ৩:০৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: বাব্বাহ! আপনি সারাদিন ইউক্রেন ইউক্রেন করছেন, আর আপনিই জানেন না?
২| ০৩ রা মার্চ, ২০২২ রাত ২:৫২
সোনাগাজী বলেছেন:
বাম কারা সেটার ডেফিনেশন আপনি গুগল থেকে বের করতে পারবেন? চেষ্টা করে দেখেন; লেনি ও মা'ও বাম ছিলেন।
০৩ রা মার্চ, ২০২২ রাত ৩:০৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: লেনি বা মা'ও বাম হোক আর না হোক, আমি যে বিষয়ে কথা বলেছি, সেটার বিষয়ে কথা বলুন। কথায় কথায় ঐ দেখা যায় তাল গাছ এর মানে কি?
৩| ০৩ রা মার্চ, ২০২২ রাত ৩:০২
শূন্য সারমর্ম বলেছেন:
ফেসবুকিয় পোস্ট?
০৩ রা মার্চ, ২০২২ রাত ৩:০৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার জানামতে এই লেখা ফেসবুকে শেয়ার হয়নি। তবে আপনার জ্বলন দেখে বেশ কিছু আঁচ করতে পারতেছি!
৪| ০৩ রা মার্চ, ২০২২ রাত ৩:২৬
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: লেনি বা মা'ও বাম হোক আর না হোক, আমি যে বিষয়ে কথা বলেছি, সেটার বিষয়ে কথা বলুন। কথায় কথায় ঐ দেখা যায় তাল গাছ এর মানে কি?
-মানে হলো, আপনি যা বুঝেন না, সেটা নিয়ে লিখেছেন!
০৩ রা মার্চ, ২০২২ রাত ৩:৪৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: না, এটার মানে হলো, আপনার সত্য কথা মেনে নেবার বা বোঝার বা উত্তর দেবার ক্ষমতা, যোগ্যতা বা বুদ্ধির কোনটাই নাই। আপনি পারেন শুধু বিষয় এড়িয়ে উল্টা পাল্টা প্রশ্ন করতে।
৫| ০৩ রা মার্চ, ২০২২ রাত ৩:২৭
সোবুজ বলেছেন: আপনি কি নিজেকে ইসলাম পন্থী মনে করেন না?বাংলাদেশের ৯০% মুসলমান কি নিজেদেরকে ইসলাম পন্থী মনে কর না।তাদের কেউ টেররিষ্ট বলছে না।সরকার কয়েক জনকে টেররিষ্ট বলে মেরেছে,মারার জন্য কয়েক জনকে খুঁজছে।তাদের অলরেডি ফাঁসির হুকুম হয়ে আছে, কেবল ধরা ছোয়ার বাইরে আছে।
০৩ রা মার্চ, ২০২২ রাত ৩:৪৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি কোথায় বললাম যে বাংলাদেশ সরকার কাকে টেররিষ্ট বলছে?
৬| ০৩ রা মার্চ, ২০২২ ভোর ৫:০২
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি জ্বলন দেখেন,আঁচ করেন;বুঝেন কতটুকু?
০৩ রা মার্চ, ২০২২ ভোর ৫:২১
ঋণাত্মক শূণ্য বলেছেন: ঠিক ততটুকু, যতটুকু বোঝা দরকার।
৭| ০৩ রা মার্চ, ২০২২ ভোর ৫:৫৬
সোনাগাজী বলেছেন:
আপনার ভাবনায় লজিক নেই; ফলে, আপনার লেখা এনালাইটিক্যালী সঠিক হওয়ার কোন সম্ভাবনা নেই।
০৩ রা মার্চ, ২০২২ ভোর ৬:০৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: লজিক বুঝতে হলে সামান্যতম জ্ঞান থাকা লাগে।
৮| ০৩ রা মার্চ, ২০২২ ভোর ৬:০৩
প্রতিদিন বাংলা বলেছেন: পুতিন নাকি ব্লগ গুলিতে ঘোরা ফেরা করতেছে বুদ্ধি নিতে (১০০% ঠিক)
০৩ রা মার্চ, ২০২২ ভোর ৬:০৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমিওতো সেইটাই কই!
৯| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ৯:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: কারো কারো কাছে তিক্ত মনে হলেও কথা কিন্তু সত্যি বলছেন।
০৩ রা মার্চ, ২০২২ সকাল ১১:২৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: বামেরা কিন্তু এখানেও এড়িয়ে যাচ্ছেন।
১০| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:২৬
বিটপি বলেছেন: সোনাগাজীর প্রশ্নঃ বাম কারা?
আমার উত্তরঃ যারা বাম হাতে খাওয়া খাওয়া করে আর ডান হাত দিয়ে হাগু পরিষ্কার করে - তারাই বাম।
০৩ রা মার্চ, ২০২২ সকাল ১১:২৯
ঋণাত্মক শূণ্য বলেছেন:
১১| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৩০
গরল বলেছেন: টেরোরিজম এর FBI এর সজ্ঞাটি পড়ে দেখুন তাহলেই বুঝবেন যে স্কুলে গুলি করে হত্যা কেন টেরোরিজম না। যেমন পারিবারিক কলহ, জমি আত্মসাৎ বা ছিনতাই যে কারণে টেরোরিজম না।
০৩ রা মার্চ, ২০২২ সকাল ১১:৪৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখাটা আবার পড়ুন, তারপর সংজ্ঞা খুঁজে সেটার ব্যাখ্যা করার চেষ্টা করুন। আশা করি তখন বুঝতে পারবেন।
১২| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৫০
সোনাগাজী বলেছেন:
বিটপি বলেছেন: সোনাগাজীর প্রশ্নঃ বাম কারা?
আমার উত্তরঃ যারা বাম হাতে খাওয়া খাওয়া করে আর ডান হাত দিয়ে হাগু পরিষ্কার করে - তারাই বাম।
-আপনার উত্তরটা আপনার জন্য সঠিক আছে; এর বাইরে আপনি কতটুকুই বা জানার কথা!
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:৫১
ঋণাত্মক শূণ্য বলেছেন: হে হে হে হে...... আপনার সমলেভেলের কাউকে পেয়েছেন বলে মনে হচ্ছে।
১৩| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: সব পোষ্ট পড়তে হয় না। আবার পড়লেও মন্তব্য করতে হয় না।
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:৫১
ঋণাত্মক শূণ্য বলেছেন: আসলে বোকারা তাদের লিমিটেশন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে না।
১৪| ০৩ রা মার্চ, ২০২২ রাত ৯:৫৩
নূর আলম হিরণ বলেছেন: আপনার পোস্টের মূল মেসেজ ঠিকই আছে কিন্তু ইন্ডিভিজুয়েল ক্রাইম আর স্টেটেইট/অর্গানাইজেশন স্পন্সর্ড ক্রাইমের মাঝে গুলিয়ে ফেলেছেন।
১৫| ০৩ রা মার্চ, ২০২২ রাত ১১:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: আমেরিকার হামলাকারী কি ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে?
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০২২ রাত ২:৪৪
সোনাগাজী বলেছেন:
ইউক্রেন কোন গ্রহে?