নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
যখন বাইরের দেশ থেকে কোন পয`টক কোথাও ঘুরতে যেতে পরিকল্পনা করে তখন তিনি অবশ্যই এক বার হলেও গুগুল/ইয়াহু সাচ` দিয়ে দেখেন কোথায় যাবেন.... ( আমি নেপাল যাবার আগে গুগুল,ট্রিপএডভাইসার,উইকিট্রাভেল..আরো অনেক সাইট ঘুরেছি)
কিন্তু আপনি যদি গুগুলে ইমেজ সাচ দেন তবে কি দেখবেন? [sb]রানাপ্লাজা,মৃত্যু,বন্যা,ভাংচুর,লাশের সারি,পুলিশি একসান,হরতালের ভাংচুর >>>
আপনি কখনোই এই ছবি দেখে বাংলাদেশে ভ্রমনের কোন চিন্তা মাথায় আনবেন না.... ( এটাই সত্য)
সবাইকে অনুরোধ করবো একটু malaysia শব্দটি গুগুলে ইমেজ সাচ` দিন > কয়টি খারাপ ছবি দেখছেন?? ১টা্ও না..
Nepal শব্দটা দিয়ে দেখুন এমন সব ছবি দেখবেন তাতে আপনার মন নেপাল যেতে চাইবে...
কিন্তু যদি bangladesh সাচ দিলে এই রকমের ছবি আসে তবে অনেকেই হয়তো বাংলাদেশ ভ্রমনের জন্য উতসায়ী হবে...
আমাদের দেশে পয`টন ক্ষেত্রে অনেক অগ্রসর হচ্ছে তার সাথে তাল মিলিয়ে যদি গুগুল/ইয়াহু সাচে` পজেটিভ ইমেজ দেখালে বাইরের দেশের পয`টকরা আমাদের দেশে ভ্রমনের ক্ষেত্রে চিন্তা শুরু করবে....
এইজন্য আমার চিন্তা হইলো আমরা যারা ইন্টারনেটে অনেক সময় ব্যয় করি তারা চেস্টা করলে হয়তো দেশের জন্য এই কাজটুকু করতে পারি...
আমি জানিনা কিভাবে করা যাবে কিন্তু একটা উপায় তো অবশ্যই আছে.... আর সবাই যদি এগিয়ে আসি তবে আমরা পারবো বলেই আমি বিশ্বাস করি...
গুগুল ইমেজ কিভাবে কাজ করে;-
* গুগুল স্পাইডার বিভিন্ন পেজ থেকে ইনফরমেসন নিয়ে >>> তারপরে সেটা সাজিয়ে রাখে.... যখন কেউ গুগুলে বাংলাদেশ লিখে সাচ দেয় তখন ঐ ইন্ডেক্সে খুজে দেখে এবং তাকে ঐ ছবি গুলি দেখায়....
নিচের ভিডিও তে গুগুলের ইমেজ সাচ` কিভাবে কাজ করে তা নিয়ে>>
আমার অভিঙ্গতায় দেখেছি মানুষ কোথাও যাবার আগে ইন্টারনেটে সাচ` দিয়ে দেখে জায়গাটা কেমন...
একটা জিনিস দেখেছি যে রানা প্লাজার ছবির নামে বাংলাদেশ..jpg আছে তাই গুগুল সাচে ঐ বাংলাদেশ নামের উপরে ভিক্তি করে ঐ ছবিটা সাচ পেজে দেখায়....
আমরা যারা প্রাকৃতিক ছবি তুলি... এবং নেটে দেই তাদের ছবির নাম দেওয়র সময় অবশ্যই bangladesh শব্দটি দেওয়া উচিত..
আসেন ঠিক করি কি কি করা উচিত....
১) সবাই কে দেশের প্রকিৃতিক ছবি আপলোড করার সময় অবশ্যই Bangladesh.jpg ব্যবহার করতে উদ্ভুধ্য করতে হবে...
২) ছবি গুলির সেটিংস যেন পাবলিকের জন্য উন্মুক্ত থাকে....
৩) পিকাসা, গুগুল ব্লগারে যাদের ছবি আছে তারা আস্তে আস্তে দেশের প্রকিৃতিক ছবির নামে bangladesh এবং ছবি+এলবামের ট্যাগে bangladesh শব্ধটি লাগিয়ে দিন... ( গুগুল তার নিজের পিকাসা..গুগুলব্লগারেকে প্রধান্য দেবে)
৩) যেই নেগেটিভ ছবি গুলি প্রথম পাতায় আসে সেই গুলির সাইটের এডমিন দের বলতে হবে যেন তারা ছবি গুলি সরাইয়া দেয় বা ছবির নাম থেকে
Bangladesh শব্দটা বাদ দেয়... >>> (এর মাধ্যমেই গুগুল ছবি বেছে নেয়..)
৪) আপনার পরিচিত টেকি গুরু দের কাছে আইডিয়া পেলে ব্লগে সেয়ার করুন...
আমার একটা পিকাসা/গুগুল+ এলবাম>> রুপসী বাংলা
সবার আরো মতামত আশা করছি....
এই নিয়ে কিছু কাজ দেশে হচ্ছে>> মিকি http://www.youtube.com/watch?v=SvgPxOoLdgU
আরো দরকার...
নিচের ভিডিও কিভাবে গুগুল ইমেজ সাচ` থেকে কিভাবে সরাতে হয় তা নিয়ে...
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩০
নতুন বলেছেন: আপনিও এগিয়ে আসুন.... ছবি আপলোডের সময় নামে Bangladesh শব্দটি লাগিয়ে দিন...
বাংলাদেশের প্রচারনার জন্য আমরা একটা সাইট পরিচালনা করতে পারি... ( অবশ্যই ব্যবসা ধান্ধা ছাড়া)
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৬
বাংলাদেশী দালাল বলেছেন:
ধন্যবাদ বিষয়টি নজরে আনার জন্য। ডেভেলপার হিসেবে আমার যতটুকু করার আমি করবো। উজার দের কাজ একটাই ইমেজের নামে বাংলাদেশ যুক্ত করা। আর টেকি ভাইরা জানেন কি করতে হবে। তারা সুধু বিষয়টা মাথায় ঢুকালেই হয়।
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৪
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই... আমি হোটেল ইন্ডাস্টি তে কামলা দেই... আমাদের দেশের পয`টনের পরিকল্পনা নাই বল্লেই চলে... এই খাতে বিলিওন ডলার আয় সম্ভব....
এটা হয়তো একটু সাহাজ্য করবে...
এই ব্যপারটা নিয়া কিছু আইডিয়া বের করেন.. যাতে বাংলাদেশ নামে গুগুলে সাচ` দিলে ঐটা প্রথমে আসে... .
http://www.tourismboard.gov.bd/ সাইট ওয়ালাকে সাইট প্রমট করে শেখানো উচিত..
৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৭
জেনারেশন সুপারস্টার বলেছেন: গুগল ম্যাপসে সার্চ মাইরা পুরা পৃথিবী লাইভ দেখাটা নেশাতে পরিণত হইসে অনেক অনুপযোগী জায়গা লাইভ দেখার সুযোগ আছে কিন্তু দুইমাস আগে বাংলাদেশের রাস্তায় গুগল ম্যাপের গাড়ীর ক্যামেরা নিয়া ঘুরাঘুরি করতে দেখসি কিন্তু এখনও বাংলাদেশ অংশটা আপডেট করেনি ওরা।
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:১৮
নতুন বলেছেন: গুগুল ম্যাপে ঘুরতে বেশ মজা... ++
৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালও একটা বিষয় নিয়ে বলেছেন!! ব্যাপারটা আসলেই মাথায় রাখা উচিত।
০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
নতুন বলেছেন: ব্যাপারটা মাথাই নিয়া এখন থিকা কাজ শুরু করেন...
Bangladesh.jpg বানান সব ছবিগুলোকে... যেই গুলান নেটে আপলোড করবেন.... কোন নেগেটিভ ছবির নামে Bangladesh শব্দটি যেন না থাকে...
আর যারা এই বিষয়ে ভাল জানেন তাদের উদ্ধুধ্য করেন....
আস্তে আস্তেই সব ঠিক হয়ে যাবে..
৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশের ব্রান্ডিং নিয়া কেউ ভাবে বলে মনে হয় না।
একটা দেশকে আন্তর্জাতিক ভাবে রিপ্রেজেন্ট করা যে দরকার মন্ত্রনালয় সমূহ তা মাথায়ও আনেনি মনে হয়!!!!
পর্যটনের দায়িত্ব সবার আগে.... সাংস্কৃতিক মন্ত্রনালয়ও দায় এড়াতে পারে না... পররাষ্ট্রতো হুকুমের আসামী বানিজ্য মন্ত্রনালয়ও আওতায় পড়ে....
এত এত মন্ত্রী এত্ত এত্ত সচিব, এত্ত এত্ত বিশেষজ্ঞ....
কেউই দেশটির পজিটিভ ব্রান্ডিং নিয়ে ভাবচে না!!!!!!!!!!!!!!!!
?????
০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
নতুন বলেছেন: কি করমু ভাই... কাজ করি হোটেল ইন্ড্রাস্টিতে.... মিলিওন ডলারের আয় শুধু আমাদের হোটেলেই করে দেই আমরা... >> দুবাইতে সব কৃত্রিম মানুষের বানানো...
আমাদের দেশের প্রাকৃতিক জিনিস বাইরের দেশের মানুষের কাছে বেহেস্তের মতন মনে হবে...
বিলিওন ডলারের ইন্ডাস্টি হতে পারে আমাদের পয`টন...
দেশের ব্রান্ডিং নিয়া কেউই ভাবেনা... আমাদের তো খারাপ লাগে এই সব দেখে...
৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
খাটাস বলেছেন: ব্যাপারটা দেশের ইমেজের বিরুদ্ধে সাংঘাতিক । বিষয় টা অনেক জরুরি। হয় এই পোষ্ট টাকেই অথবা অন্য কেও যেই লিখুক - এ ব্যাপারে একটা স্তিকি পোস্টের আবেদন জানাই। ধন্যবাদ ভাই বিষয়টা তুলে ধরার জন্য।
০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
নতুন বলেছেন: কাজ শুরু করে দিন... খবর নিন কিভাবে আমরা এই পরিবত`ন আনতে পারি....
অনলাইনে কাজ করতে পারবো.... সবার সহায়তা দরকার...
৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
অলওয়েজ ড্রিম বলেছেন: একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভাই নজরে আনলেন। ধন্যবাদ। এখনি সকলের সচেতন হওয়া উচিত।
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৪২
নতুন বলেছেন: ধন্যবাদ আপনাকেও ... সবার মাঝে এই আইডিয়া ছড়িয়ে দিন...
৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
হাসান মাহবুব বলেছেন: একটা ভালো বিষয় তুইলা ধরসেন।
০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২১
নতুন বলেছেন: আসেন ঠিক করি কি কি করা উচিত....
১) সবাই কে দেশের প্রকিৃতিক ছবি আপলোড করার সময় অবশ্যই Bangladesh.jpg ব্যবহার করতে উদ্ভুধ্য করতে হবে...
২) যেই ছবি গুলি প্রথম পাতায় আসে সেই গুলির সাইটের এডমিন দের বলতে হবে যেন তারা ছবি গুলি সরাইয়া দেয় বা ছবির নাম থেকে
Bangladesh শব্দটা বাদ দেয়... >>> (এর মাধ্যমেই গুগুল ছবি বেছে নেয়..)
৩) আপনার পরিচিত টেকি গুরু দের কাছে আইডিয়া পেলে ব্লগে সেয়ার করুন...
৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
আমিনুর রহমান বলেছেন:
+++
যার কাছে জত ন্যাচারাল পিক আছে তাতে Bangladesh লিখে উপলোঢ দিন বিশেশ করে গুগলে এর সাথে সম্পর্র্কিত সাঈট্গুলতে
০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৬
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই...
১০| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৪৬
আরজু পনি বলেছেন:
বিষয়টা আরেকটু ক্লিয়ার হতে পারলে আমার পাবলিকলি দেয়া যেতে পারে বাংলাদেশ সম্পর্কিত এমন সব ছবিতেই আপনার পরামর্শ কাজে লাগাতাম।
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৩৮
নতুন বলেছেন: আমিও পুরাপুরি ক্লিয়ার না কিন্তু খুজতেছি >>
আমার প্রশ্ন হলো গুগুলে ইমেজ সাচে` কেন আমাদের রুপসী বাংলার রুপ বিশ্ব দেখতে পারবেনা....
গুগুল ইমেজের একটা পদ্ভতী আছে.... সেই পদ্ভতিতে আমাদের ছবি গুলি ইন্টারনেটে রাখলে অবশ্যই সেটা গুগুলসাচে` আসবে... যেটা আমাদের দেশের ব্রান্ডিংএ একটা ভুমিকা রাখতে পারে...
আমি খুজে দেখেছি কিছু উপায় যেই গুলি গুগুল ছবি বাছার ক্ষেত্রে কাজে লাগায়.... আমাদের সেই গুলি এবং আরো কিছু উপায় খুজে বের করতে হবে...
সবাই মিলে এই রুপসী বাংলার প্রচারনা করলে... বিশ্ব গুগুলে বাংলাদেশ সাচ দিলে রানাপ্লাজার লাসের সারি বা হরতালে পিকেটিং বা বন্যার ছবি দেখবেনা...
দেখবে রুপসী বাংলার ছবি...
১১| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৪১
~মাইনাচ~ বলেছেন: গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোষ্ট। ভাল লাগলো
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৪৯
নতুন বলেছেন: সবাই মিলে কাজ করলে এটুকু পরিবত`ন আমরা আনতে পারি....
১২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৪৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দারুন পোস্ট।
+++++++++
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৩০
নতুন বলেছেন: কাজ শুরু করে দেন.... তাইলেই পোস্ট লেখা সাথ`ক হবে... +++
১৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পজেটিভ ছবি আপলোডের সময় নামে অবশ্যই Bangladesh লিখবো ।
পোস্ট দাতার দেশপ্রেম কে স্যালুট ।
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:০৩
নতুন বলেছেন: ধন্যবাদ গিয়াসলিটন >> আপনার পরিচিতদেরও বলবেন... ফেজবুকেও সেয়ার করেন আইডিয়াটা... সবাই একটু খেয়াল করলেই হবে...
লজ্জা দিয়েনা...
১৪| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪০
নতুন বলেছেন: কেউ আর নতুন কোন উপায় বা পরামশ` দিলো না..
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩২
নতুন বলেছেন: .
১৫| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৭
খেলারু বলেছেন: পোস্ট প্রিয়তে। ইমেজ অনেক গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বিষয়টা যখন পর্যটন তখন আরো বেশি গুরুত্বপূর্ণ। বাইরের দেশ থেকে মানুষ নিশ্চয়ই রানা প্লাজা দেখতে আসবে না। বিষয়টা বিদেশী বিনিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য।
কিন্তু ভাই, প্রশ্নটা হচ্ছে আমরা না হয় বিদেশীদের কাছ থেকে এগুলো লুকালাম কিন্তু বাস্তবতাকে কিভাবে লুকাবো ? গুগলে ভালো ভালো ছবি দিলে বাংলাদেশের ব্যাপারে মানুষ হয়ত আগ্রহী হবে কিন্তু তাতে তো বাস্তবতাকে এড়ানো যাবে না।
বাংলাদেশের প্রকৃতি বাংলাদেশের মানুষ এত বেশি প্রাণবন্ত যে এখানে পর্যটন শিল্প বিকাশে ভালো সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক অস্থিরতা নানামূখী হয়রানী ইত্যাদি মিলিয়ে আমরাই আমাদের ইমেজ ধ্বংস করে চলেছি প্রতিনিয়ত।
চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।
০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১১
নতুন বলেছেন: আমি লুকাতে বলছিনা.... সেই খবর মানুষ অবশ্যই নিউজ হিসেবে পাবে...
আপনি ভারত, মালোয়েশিয়া,নেপাল,মিশরের নাম সাচ` দেন>> ওদেরও সমস্যা আছে কিন্তু ওদের প্রাকুতিক সৌন্দয্যই কিন্তু সবাই দেখতে পায়...
কিন্তু মানুষ ছবি থেকে অনেক কিছুই সিদ্ধান্ত নেয়... আমার লিস্টেতে আছে যে কাছ থেকে হিমালয় দেখবো... মিশরের পিরামিড দেখবো... কাস্মিরে লাদাখে যাবো... সবই কিন্তু শুনে আর তার ছবি দেখে...
তেমনি বাংলাদেশের যে ভাল কিছু আছে সেই গুলি কিন্তু মানুষ দেখতেপারছেনা....
আমি আশাবিদি যে আমাদের সরকার ভাল হবে...পয`টনের জন্য কাজ করবে... কিন্তু আমাদের এই সম্মিলিত প্রচেস্টা আমাদের দেশের ব্রা্ন্ড ইমেজ বাড়াতে সাহাজ্য করবে....
ধন্যবাদ
১৬| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৯
রহস্যময়ী কন্যা বলেছেন: হুম ভালো একটা বিষয়।এটা মাথায় রাখা উচিত সবার......
০৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৩৬
নতুন বলেছেন: বিষয়টি ছোট... কিন্তু এর প্রভাব কিন্তু বেশ বড়....
বিশ্বের মানুষ কিন্তু আমাদের ভাল জিনিস গুলি দেখেনা...
first impressions কিন্তু বড় একটা বিষয়
১৭| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৪
শুটিং স্টার লষ্ট বলেছেন: অসাধারণ পোষ্ট। অবশ্যই সবাইকে এগিয়ে আসতে হবে। দেশকে আমরা এগিয়ে নিতে চাই।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:১০
নতুন বলেছেন: হুম কিন্তু সাড়া তো পাইলাম মাত্র কয়েক জনের....
কেউ কি কি যাইতে পারে তা নিয়া পরামশ` দিলো না...
১৮| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১০
প্রত্যাবর্তন@ বলেছেন: খুব সুন্দর বিষয় তুলে ধরেছেন । পরেরবার ছবি আপলোডের সময় চেস্টা করে দেখব ।
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯
নতুন বলেছেন: দেশের ছবি তোলার পরে... পিসিতে নেবার পরে নাম পরিবত`ন করে দিন....
ছবির নাম_Bangladesh.Jpg ...
১৯| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩২
তানজিয়া মোবারক মণীষা বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন, আপনার পোস্টটি না পড়লে তো জানতামও না এই অবস্থা! আসলেও তো, বিদেশের একটা মানুষ দেখলে কি ধরণের ধারণা হবে আমাদের দেশ সম্পর্কে? খুব জলদিই এর জন্য পদক্ষেপ নিতে হবে, বাংলাদেশের এত সম্ভাবনাময় পর্যটন খাত এবং দেশের সম্মানকে এভাবে খাটো হতে দেয়া যায় না।
২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০০
নতুন বলেছেন: সবাই এই জিনিসটা খেয়াল রাখলে... কিছু দিনেই অবস্হার পরিবত`ন হবে...
সবাইকে জানান অনেকেই এইভাবে চিন্তা করেনাই...
২০| ২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০১
খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগা। প্রকৃত দেশপ্রেমিকের পোস্ট।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই... প্রকৃত দেশপ্রমিক এখনো হইতে পারিনাই... এখনো বিদেশে কামলা দেই পেটের দায়ে...
দেশের জন্য কিছুতো করতে পারিনাই..
২১| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪২
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: প্লাস!
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৫
নতুন বলেছেন: পড়ার জন্য প্লাস... +++
২২| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:২০
প্রোফেসর শঙ্কু বলেছেন: গুরুত্বপূর্ণ একটা বিষয়, মনে থাকবে। পোস্ট প্রিয়তে।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:৩১
নতুন বলেছেন: Thank you Sir
২৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৪
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চমৎকার আইডিয়া ।
পোস্ট স্টিকি করার তীব্র দাবী জানাচ্ছি ।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:১১
নতুন বলেছেন: স্টিকি করলে সবাই এইটা নিয়া চিন্তা করবে একটু বেশি...
হইলে ভাল... না হইলেও সমস্যা নাই.. আপনারা যারা পড়ছেন তারা আইডিয়াতে কাজ করলেই হবে..
২৪| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৬
প্রিয়ভাষিণী বলেছেন: আমরা শুধু ধ্বংস করতে, নোংরা করতে ওস্তাদ। এসব ভালো কাজ করলে তো ব্যাকডেটেড হয়ে যাবো!
৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৬
নতুন বলেছেন: আমরা কিছু মানুষ না হয় ব্যাকডেটেডই থাকলাম....
২৫| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৩
দি সুফি বলেছেন: নামের চেয়ে alt ট্যাগ বেশি কার্যকরি। একটা ছবি ওয়েব পেইজে সাধারণত নিচের ফরমেটে HTML কোড দিয়ে লেখা থাকেঃ
< img src="http://google.com/image.jpg" alt="short description" />
alt ট্যাগের ভিতর সংক্ষেপে ছবিটি সম্পর্কে ২-৪ শব্দে লিখলে সেটা বেশি কার্যকরী হয়।
এই আর্টিকেলটা পড়ে দেখতে পারেনঃ Click This Link
অনেক টেকনিকাল ফ্যাক্ট আছে। খুব সহজেই এটা পরিবর্তন করা সম্ভব নয়।
৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:৪২
নতুন বলেছেন: ধন্যবাদ সুফি ভাই....
অবশ্যই এটা কিছু দিনেই পরিবত`ন সম্ভব না...
কিন্তু আমাদের চেস্টা করা দরকার... ধন্যবাদ আপনার আটিকেলের জন্র...
দেখি আরো আইডিয়া বের করা যায়কিনা...
২৬| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৮
প্রত্যাবর্তন@ বলেছেন: নতুন ছবি ব্লগে প্রথমে খেয়াল ছিল না । পরে পাঁচ/ছয়টাতে আপনার কথামত করেছি
০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭
নতুন বলেছেন: যদি এই আইডিয়াতে কাজ হয় তবে খুবই ভাল কাজ হবে...
আরো আইডিয়া বের করতে হবে...
ধন্যবাদ...
২৭| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর তথ্যবহুল পোস্ট ্ ভাল লগলো দারুণ। আসলে ই কিছু একটা করা দরকার। ডেটাবেস তৈরি করা দরকার
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৪
নতুন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই...
পরিবত`নটা দরকার.... তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে...
২৮| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১০
বোকামন বলেছেন:
গুরুত্বপূর্ন একটি বিষয় তুলে ধরেছেন। কৃতজ্ঞতা জানাই।
যথার্থই বলেছেন-সবাই চাইলেই
আমি চাচ্ছি আপনি চাচ্ছেন আমরা চাচ্ছি। নতুন নতুন আইডিয়া বের হয়ে আসবে। আশাকরি একদিন সবাই চাইবে।।
ভালো থাকবেন।।
০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
নতুন বলেছেন: আমি আপনি >>আমরা... এই জন্যই তো সবার সামনে বিষয়টা তুলে ধরলাম....
এতদিন হয়নি... এখন হবে....
২৯| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ সময়োচিত তথ্যবহুল পোস্ট
ভালোলাগা থাকল বন্ধু
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০১
নতুন বলেছেন: ধন্যবাদ বন্ধু...
৩০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এ বিষয় নিয়ে তন্ময় ভাইয়া একটা পোস্ট দিয়েছিলেন না ?
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১
নতুন বলেছেন: আমি দেখিনাই আপু...
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪
নতুন বলেছেন: যদি সম্ভব হয় পোস্টের লিংকটা দিয়েন... যদি সম্ভব হয় তবে এক সাথে কাজ করবো...
৩১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২০
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২
নতুন বলেছেন: হুম উনি ৭ তারিখে দিয়েছিলেন...
ভাল উদ্দোগ... কাজ করবো তাদের সাথেও..
ধণ্যবাদ..
৩২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
আরজু পনি বলেছেন:
আপনাকে ভিজিটর লিস্টে দেখেই মনে পড়লো সম্ভবত আপনার ব্লগেই আমার কাঙ্খিত পোস্টটি দেখেছিলাম ।
আমি কাজ শুরু করে দিয়েছি ।
বর্তমানে একটা ফটোগ্রাফি সম্পর্কিত পোস্ট দিয়েছি ।
ওই পোস্টে আপনার এই পোস্টটার লিংকটা এ্যাড করতে চাইলেও মনে করতে পাচ্ছিলাম না ।
ব্লগ ঘুরে আসার জন্যে ধন্যবাদ জানাই ।।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:২৭
সঞ্জয় নিপু বলেছেন: বিষয় টির তীব্র নিন্দা জানাই এবং টেকি ভাইরা এগিয়ে আসুন কিভাবে এর সমাধান করা যায় ।
বিষয় টি গুরুত্ত পূর্ণ ।