নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

পরিবত`ন আসতে সময় লাগে কিন্তু আসতেই হবে বাংলাদেশের জন্য....

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

আমাদের দেশের রাজনিতি এখন ২ ভাগ হইয়া গেছৈ... এবং এই দুই বুড়ীর হাত থেকে রক্ষা পাওয়া খুবই কঠিন... কিন্তু এরা যা শুরু করেছে... সবাই অবলিলায় ভন্ডামী আর মিধ্যাচার করে যাচ্ছে...



ন্যায়/সত্য/সঠিককাজ/নিতি/নারীর সম্মান/লজ্জা>>> কিছুই কি নাই?



কয়েক দিন ধরেই দেখছি রাস্তায় ফেলে ৪ পুরুষের গনতন্ত্র রক্ষা....



কোট` এ পুলিশের সামনে চর দখলের স্টাইলে বিএনপি/জামাত দমন !!!!!!!!



মাথায় পতাকা বেধে রাস্তায় দাড়িয়ে লিংঙ্গ প্রদশ`ন !!!!!!!!!!!!!!!!!!!!!!!



আমরা ৭১এ পাকীদের নারীনিযা`তনের কথা বলি... কিন্তু আজ কি হচ্ছে? গনতন্ত্রের নামে... পতাকা লাঠিতে বেধে রাস্তায় নারীকে লাঞ্চনা?



এই সব ভন্ডদের ক্ষমতার লোভ সবাইকে গ্রাসকরার আগেই আমাদের সচেতন হতে হবে...



আমরা সবাই না চাইলে কখনোই অন্য কোন দল ক্ষমতায় আসতে পারবেনা...



ফেসবুকে অনেকেই খালেদার ভুল বলা নিয়ে হাসাহাসি করছে কিন্তু নিজের দলের অন্যায় কাজের দিকে চুপ করে থাকে?



আমরা দলীয় কম` না.... আমরা জনগন... দেশ জনগনের... দল জনগনের সেবা করবে...



মন্ত্রী/এমপি/প্রধানমন্ত্রী কোন লাভ জনক পেশা না... যদি কেউই তা সততার সাথে করতে চায়... :| কিন্তু ঐখানে যে মধুর হাড়ি আছে আর আমরাই সব নস্ট ভন্ডদেরই ক্ষমতায় পাঠাই...



পরিবত`ন আসতে সময় লাগে কিন্তু আসতেই হবে বাংলাদেশের জন্য.... আমাদের সবার চিন্তা পাল্টাতে হবে সবার আগে....

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০

েবনিটগ বলেছেন: +

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩

নতুন বলেছেন: ভাই আপনার পাশের মানুষেরে বোঝান...

দরকার হইলে আম আদমী পাটি` করি...

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭

সেমিবস বলেছেন: দেশের বেশীরভাগ জনগণই এই ২ মহিলা নেত্রী থেকে মুক্তি চায়।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫

চাঙ্কু বলেছেন: জ্যাডা, পরিবর্তন আসতে সময় লাগবে কিন্তু বাংলাদেশে পরিবর্তন আসবেই

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৭

নতুন বলেছেন: আসবেই কিন্তু আমগো দেশে আক্কেল অন্য সবার চাইতে পরে হয়

এইটাই আপসুস ...

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

সিটিজি৪বিডি বলেছেন: আসসালামু আলাইকুম ভাই, আমার পোষ্ট প্রথম পাতায় আসছে না। মেইল করেও কোন উত্তর পাইনি। নাকি টেকনিক্যাল কারনে প্রথম আসছে না বুঝতে পারছি না। আপনি সময় পেলে এই বিষয়ে একটি পোষ্ট দিয়ে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করতে পারেন। ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

উপপাদ্য বলেছেন: মন্ত্রী/এমপি/প্রধানমন্ত্রী কোন লাভ জনক পেশা না..


ভাই এইটা কি কন লাভজনক পেশা না, ইদানিং রাজনীতির পেটি মাস্তানরা পর্যন্ত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, টেন্ডারবাজী, চান্দাবাজিতো বাদই দিলাম।

আর মন্ত্রী হওয়া যে কত লাভের পেশা তা নিশ্চয় পদ্মা সেতুর মতো বিরাট এক সেতু বানানো থকেই বুঝতে পারছেন।

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

নতুন বলেছেন: উপপাদ্য বলেছেন: মন্ত্রী/এমপি/প্রধানমন্ত্রী কোন লাভ জনক পেশা না..


এই পদ লাভজনক পদ হবার কথা না.... এইগুলি দেশ সেবার জন্য হবার কথা...

বত`মানে এইটা সবচেয়ে লাভজনক পেশা..... দূনিতি কইরা সবচেয়ে টাকা কামানোর জন্য এর চেয়ে ভাল কিছু নাই...

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩

সাইবার অভিযত্রী বলেছেন: লাভ নাই, আল্লাহ আল্লাহ করেন ।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৯

পাঠক১৯৭১ বলেছেন: আমরা আপনার দিকে চেয়ে বসে আছি, কিছু একটা করুন।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৩

পাঠক১৯৭১ বলেছেন: আপনি কিছু না করলে, আমি নিজেই করবো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০৩

নতুন বলেছেন: আমি তো বলিনাই আমিই করুম....

তয় পরিবত`ন আসবে... সেইটাই কইছি...

আপনে করলে তো ভাল... শুরু করেন...

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১

পাঠক১৯৭১ বলেছেন: পরিবর্তন তো আসছে সব সময়, আপনি কোনটি চাচ্ছেন?

১২ ই জুন, ২০১৪ রাত ১২:৪২

নতুন বলেছেন: দেশের জন্য জনগনের জন্য সত্যিকারের ভাল পরিবত`ন...

১০| ১১ ই জুন, ২০১৪ রাত ১১:২৬

পংবাড়ী বলেছেন: পরিবর্তনকে আনতে হয়।

১১| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৭

স্বাধীনতা_bd বলেছেন: ক্ষমতার লোভ সবাইকে গ্রাসকরার আগেই আমাদের সচেতন হতে হবে...  পরিবর্তন আনতে হবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.