নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

সেভিং ফোমের ক্যান বিষ্ফরন X((

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০০

জীবনে আরো একটা জটিল ঘটনার অভীঙ্গতা হইলো ... সেভিং ফোমের ক্যান বিষ্ফরন ... ক্যানের গায়ে লেখা আছে মরিচা পড়বোনা কিন্তু ঐ খানেই মরিচা পড়ছে আর ঐ জায়গায় দিয়াই ক্যান ছিদ্র হইছে..



ক্যান লাফাইয়া আমার বুকে আঘাত করিয়া ছিলো ফোমে আচ্ছন্ন হওয়া ছাড়া অন্য কোন ক্ষতি হয়নাই...



কিন্তু কাছে ছোট কেউ থাকলে তারা আহত হতে পারতো এবং প্রচন্ড ভয় পাইতো...



তাই সবাইকে বলবো প্লিজ সেভিং ফোমের ক্যান ব্যবহারের পরে শুকনা যায়গায় রাখুন... নতুবা পানিতে ভিজে ক্যানের তলায় বা উপরের জোড়ায় মরিচা পরে এই রকমের দূঘটনার ঘটতে পারে..



বিরাট বিষ্ফরনে টয়লেটের বিরাট এলাকা লন্ডভন্ড হয়ে যায়...







বিষ্ফরনে পাশের দেয়ালেও ফোম ছড়িয়ে পড়ে...



পুরো বেসিন এলাকা বিষ্ফরনে কেপে উঠে..



ক্যানের গায়ে যেই খানে লেখা রাস্ট রেজিস্টেট বটম সেইখানেই বিষ্ফরনের উত্পত্তি... X(X(





ফোম কম্পানীরে এই ছবিগুলান পাঠামু... মামলা করতে হইবো কম্পানীর বিরুদ্ধে.. X(





আজ ফেসবুকে সুপারম্যাক্স কম্পানী সরি বলেছে.... ৪/৫/২০১৪ এ



Super-Max World

Dear নতুন,

The bottom of the tinplate can is protected with rust resistance chemical to prolong the rusting process. However the rusting process initiates when it comes in direct contact with stream, mositure or water.

Seeing the pictures of the bursted shave foam can and observed that the subject can was badly corroded at the bottom area that must have resulted into weakening of the tinplate of can and probably direct contact of this weak can to heat might have resulted into bursting of subject can.

We are extremely sorry for the inconvenience caused to you and will assure that necessary corrective action will be implemented to avoid such incidence and also request you to ascertain storage conditions and follow the instructions given on the pack to avoid such incidence.

Regards,

The Super-Max Team

মন্তব্য ৪৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩১

একজন আরমান বলেছেন:
সতর্ক করার জন্য ধন্যবাদ।

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৪

নতুন বলেছেন: এটা হইলো সস্তার ৩ অবস্হা.... সস্তা বইলা কিনছিলাম... লেখা আছে মরিচা প্রতিরোধক ক্যান...

২| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৫

শরৎ চৌধুরী বলেছেন: এইটা একটা জটিল পোস্ট, পুরাই জীবন থেকে নেয়া। সচেতন করার এই প্রচেষ্টাকে সাধুবাদ।

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৩

নতুন বলেছেন: পুরাই জীবন থেকে নেয়া... :(( :((

মরাল অফ দি স্টোরি... সস্তার তিন অবস্তা..

৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪২

আজীব ০০৭ বলেছেন: সতর্ক করার জন্য ধন্যবাদ।

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৭

নতুন বলেছেন: ধণ্যবাদ..

৪| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


অন্যমনস্ক শরৎ বলেছেন: এইটা একটা জটিল পোস্ট, পুরাই জীবন থেকে নেয়া। সচেতন করার এই প্রচেষ্টাকে সাধুবাদ।

পোস্টে +++

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৫

নতুন বলেছেন: পুরাই জীবন থেকে নেয়া...

৫| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৮

দখিনা বাতাস বলেছেন: আমারও এমন হইছিল, বেসিনের উপরে কাচের তাকের উপর রাখা ছিল, বিস্ফোরনে ঐ কাচের তাক ভাইন্গা পুরা রুম ফোমে একাকার। আওয়াজ যা হইছিল ভাই, আর একটু হইলে পুলিশ আইতো অবস্হা

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৩

নতুন বলেছেন: আমারও তো সেই অবস্তা... :-B :-B

৬| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৪

ভুল্কিস বলেছেন: আরব দেশে এই কাহানী? অখন থিকা সাবানই ভর্সা, ফোম্বাদ B-)

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৯

নতুন বলেছেন: আরব দেশেও ভ্যাজাল বিক্রি হয়...

৭| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৪

সোহানী বলেছেন: ফোম কম্পানীরে এই ছবিগুলান পাঠামু... মামলা করতে হইবো কম্পানীর বিরুদ্ধে.. :-B :-B :-B :-B :-B :-B

বাট কোম্পানীতো আফনেরে সাবধান করছিল.... মানেন নাই কেন!!! উল্টা কেইস খাইবেন কিন্তু।

ধন্যবাদ সচেতন করার জন্য কারন বাথরুমটা আমারেই পরিস্কার করতে হবে.......

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০০

নতুন বলেছেন: ফোম কম্পানী তো ক্যানের গায়ে লিখছে মরিচা রোধক বটম>> আর ঐ খানেই মরিচা পরছে...

কেস কেন করুম না ??

:)

৮| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৮

রাজ হাসান বলেছেন: ভাই কি কোম্পানীর ফোম ছিল ???

আমিতো জিলেট জেল ব্যবহার করি।ঐটা কি ফাইটা যাইব নাকি?

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০১

নতুন বলেছেন: এইটা সুপার ম্যাক্স ছিলো...

সস্তার ৩ অবস্তা.... দামে কম আর ৩৩% বেশি ছিলো ক্যানে...

B-)) B-)) ঐ দেইখা কিনছিলাম...

৯| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৯

মুগলী নন্টে বলেছেন: আমার জিলেট এর ক্যান এর এই অবস্থা হইবো মনে হয়।

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০২

নতুন বলেছেন: পানিতে বেশি ভিজাইয়েন না... বলা যায় না..

তবে জিলেট ভাল কম্পানী,...

১০| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০২

ভিটামিন সি বলেছেন: মুই তো নেভিয়া না কি যেন একটা ব্যভার করি। কবে জানি ফাইট্ট্যা যায়। এহন থেইক্ক্যা ভয়ে ভয়ে ফোম লাগাইতে অইব। চাপ দেওন যাইব না। দিলেই ফট্টাস।

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪২

নতুন বলেছেন: আমি তো চাপও দেইনাই... ফোম লাগাইয়া কেবল পোচাইতে যামু তখনই ফটাস ... পুরাই স্পিকার হইয়া কয়েক সেকেন্ড খাড়াইয়া ছিলাম... B-))

১১| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একখান মামলা ঠুইক্যা দ্যান। ল্যাঠা চুকে যাবে।

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৮

নতুন বলেছেন: ওদের ফেসবুকের পেজে ছবিগুলান পাঠাইয়া জিগাইছি... দেখি কি বলে...

১২| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪২

এনামুল রেজা বলেছেন: কঠিন পর্যবেক্ষণমূলক প্রতিবেদন.. সতর্কিকরণের জন্য ধইন্যা আপ্নারে.. :)

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৩

নতুন বলেছেন: সস্তা জিনিস কিনা অভিঙ্গতা হইলো তাই সবাইরে সেয়ার করলাম...

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৬

এনামুল রেজা বলেছেন: ভাই, জিলেটের ক্যানেও জং ধরে। তবে ব্যাপারটা চিন্তার.. হুট করে অমন কিছু হলে ভাল রকমই চমকে উঠবো। আমার এই ব্যারাপ আছে!

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪১

নতুন বলেছেন: হুম জিলেটেও জং ধরে.. কিন্তু এমন কখনো হয় নাই...

সুপারম্যাক্সএই এই কাম হইলো...

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৩

স্বপ্নছায় বলেছেন: ফোম কম্পানীরে এই ছবিগুলান পাঠামু... মামলা করতে হইবো কম্পানীর বিরুদ্ধে.. X( (হা হা হা হা হা হা ) :D :D :D :D

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৯

নতুন বলেছেন: আমার পিলে চমকানোর জন্য আমি ক্ষতিপুরন দাবি করতেই পারি... X(( X((

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

মামুন রশিদ বলেছেন: ফোম বোমাতন্ক !!


সচেতন করে দেয়ার জন্য ধন্যবাদ ।

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২১

নতুন বলেছেন: মঘার শুনলে নতুন তত্ব বানাইফেলবে... ফোম বোমাতত্ব...

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

দয়ালু বলেছেন: হ ভাই এই জিনিস আমার একবার হইছে

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০১

নতুন বলেছেন: তাহলেও আমার আর আপনার একই রকমের অভিঙ্গতা হইলো...

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

রাতুল_শাহ বলেছেন: সচেতন করার জন্য ধন্যবাদ।

০১ লা মে, ২০১৪ রাত ১:৩১

নতুন বলেছেন: ধন্যবাদ ..

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৯

হাসান মাহবুব বলেছেন: সেভিং ফোনের ক্যানকে বোম হিসেবে ব্যবহার করার ব্যাপক সম্ভাবনা দেখতাছি!

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০০

নতুন বলেছেন: হুম এটা বিরোধী দলের ষড়যন্ত হইতে পারে...

১৯| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩০

শুঁটকি মাছ বলেছেন: তাইলে তো দেখা যাইতেছে সেভিং ফোম সাথে রাখলে অস্ত্র মামলায় ফাইসা যাইতে পারে যে কেউ!!!

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪১

নতুন বলেছেন: হুম মঘা অবশ্যই এই পোস্ট পড়ার পরে বিরোধী দলের নেতাদের বাড়ীতে ফোম পাইলে তাকে অস্রমামলায় জেলে পাঠাবে... :)

২০| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এর চেয়ে জীবন ঘনিষ্ট পোষ্ট আর হইতেই পারে না। পুরাই জীবন নিয়া টানাটানি। ধন্যবাদ বিষয়টা শেয়ার করার জন্য।

০১ লা মে, ২০১৪ রাত ১:২৪

নতুন বলেছেন: পুরাই পিলে চমকানোর মতন ঘটনা...

২১| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:২১

ভুয়া প্রেমিক বলেছেন: কোন দেশি মাল দেখেন তো?

২৬ শে মে, ২০১৪ রাত ১১:১৫

নতুন বলেছেন: তুরস্কের..

২২| ৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন: তাড়াতাড়ি মামলা করেন।

২৬ শে মে, ২০১৪ রাত ১১:০৭

নতুন বলেছেন: তারা মেইল করে সরি বলেছে... মামলা করা ঠিক হবেনা..

২৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৫

এহসান সাবির বলেছেন: সচেতন করার এই প্রচেষ্টাকে সাধুবাদ।

২৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সচেতনতা মূলক পোস্টের জন্য ধন্যবাদ।

২৫| ২৬ শে মে, ২০১৪ রাত ১০:৩১

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: সবচেয়ে অবাক হইলাম যে, ওরা ইমেইল ব্যাক করেছে! ওয়াও!

২৬ শে মে, ২০১৪ রাত ১১:০৫

নতুন বলেছেন: ওরা মেইল করেছে তা তাদের দায়ীত্ব থেকেই করেছে...

এইটা ভদ্রতা ওরা দেখায় কিন্তু আমাদের দেশের কারুর এইটুকু নাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.