নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

মানুষের মৃত্যুতে যাদের মন খারাপ না হয়ে রাজনিতির চিন্তা ঘোরে তাদের কিভাবে মানুষ ভাবা যায়?

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:১৩



১ বছর আগে আমাদের মেয়ে ৬ দিন বয়সে আমাদের ছেড়ে চলে যায়.... তাই হয়তো সন্তানের মৃত্যুর কস্টটা একটু অনুভব করতে পারি....

কোকো নামটাই জানি...ছবি দেখেছি...খালেদা জিয়ার ছেলে... আমার কিছুই না .. কিন্তু মারা গেছে শোনার পরে মনটা খারাপ হয়েছে... একজন মা তার সন্তান হারিয়েছে এটা মনে পড়ছে।

দেশের প্রধানমন্ত্রী বিএনপি নেত্রীকে সমবেদনা যানাবেন এটাই মানুষের কাজ.... এটা তার মহত্ব না...( সব আয়ামীলীগার শত শত লাইন বন্দনা লিখছেন যে হাসিনা কত মহান তা প্রমানের জন্য)

দেশের বড় দলের নেত্রী/প্রধানমন্ত্রী দেখা করতে আসেছেন.... তার সাথে দেখা করাও সৌজন্যতা.... এই সময়ে কারুর মাথায় রাজনিতি ঘুরতে পারেনা...



শুধু অসুস্হ চামচারাই পারে খালেদাজিয়াকে পরামশ`দিতে হাসিনার সাথে দেখা না করতে.... আর চামচারাই হাসিনার এই কাজকে মহান প্রমানে ব্যস্ত... :(



এরা মানুষ হবে কবে????????????????????????



যদি মৃত্যুর শোক তেমন থাকতো তবে এই সময়ে মাথায় রাজনিতি কাজ করতো না..... আমার মেয়ে মারা যাবার পরে আমি সব কাজই করেছি হাসপাতালে সব ফরমালিটি..গোরস্হানের ফরমালিটা.. কিন্তু রোবটের মতন..সবাই বলছে এটা করতে হবে...করছি...মাথায় শুধু একটা চিন্তাই ছিলো... ''Why Me!!!'' আমার সাথেই এমন কেন হবে..কেন আমার মেয়েই আমার বুকে থাকবেনা... অন্য চিন্তা মাথায় আসতে পারেনা...



আমি সাধারন মানুষ তাই হয়তো মানবতা এখনো মনে আছে... মানুষের মৃত্যুতে মন এখনো খারাপ হয়...



তাই চিন্তা করছি ব্লগে/ফেসবুকে/টিভিতে যারা হাসিনার মহানুভবতা প্রচারের দায়ীত্ব নিয়েছেন...যারা এই মৃত্যু নিয়ে কি কি রাজনিতিক চাল আসতে পারে চিন্তা করছেন...কিভাবে সেই সব চাল থেকে জিততে হবে...



তারা কেমন মনের মানুষ????????????????????????:|:|:|

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৯

জাফরুল মবীন বলেছেন: দেশের প্রধানমন্ত্রী বিএনপি নেত্রীকে সমবেদনা যানাবেন এটাই মানুষের কাজ.... -সহমত।তাঁদের এই ব্যক্তিগত সহমর্মিতার বহিঃপ্রকাশ জাতীয় জীবনেও বিস্তৃত হোক এ শুভকামনা করি।

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬

নতুন বলেছেন: এরা যদি মানুষ হইতো তবে রাস্তায় প্রতিটি মৃত্যু তাদের মনে কস্ট দিতো....


তা দেয়না... কেন???

তাঁদের এই ব্যক্তিগত সহমর্মিতার বহিঃপ্রকাশ জাতীয় জীবনেও বিস্তৃত হোক এ শুভকামনা করি।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৫

দেশী ম্যান বলেছেন: ভাই ব্যাপারটা হচ্ছে, কোন নেতা বা নেত্রী এত ভালো মানুষ হতে পারেন আমরা কখোনো ভাবতে পারি নাই, তাই এই লাইনগুলো লেখা হচ্ছে। আপনার সাথে সহমত, এটাই মানুষের কাজ।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০২

মেহেরুন বলেছেন: দেশের প্রধানমন্ত্রী বিএনপি নেত্রীকে সমবেদনা যানাবেন এটাই মানুষের কাজ.... -সহমত


আপু আপনার হারিয়ে যাওয়া মেয়ের জন্য রইলো অনেক অনেক দোয়া। আল্লাহ্‌ তাকে বেহেশতের ফুলবাগানে ছোট্ট পরী করে রাখুক। আমিন।

২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

নতুন বলেছেন: ধ্যনবাদ...

কিন্তু আমি ভাইয়া..

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:


আপনাদের কস্টের লাঘব হোক।

খালেদা জিয়া কোকো দাফনের জন্য অবরোধ না তোলে হীনমন্যতার পরিচয় দিয়েছে; উনার সাথে মানবিক হওয়া সম্ভব হবে না হয়তো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৪

নতুন বলেছেন: সবই ক্ষমতার লোভ.... দেশপ্রেম গনতন্ত্র... কিছুইনা...

ক্ষমতা দরকার... পরে দেশ..

রাজনিতি আর পীর/মাজার এর উপরে দেশে ব্যবসা নাই...

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৬

বিজন রয় বলেছেন: এই ব্লগে আপনি পুরাতন নতুন আর আমি একেবারেই নতুন।

ধন্যবাদ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২২

নতুন বলেছেন: :) ধন্যবাদ....

ব্লগে স্বাগতম.... পড়ুন আর লিখুন.... সেয়ার করুন আপনার আইডিয়া...

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ৯বছর পূর্তিতে অভিনন্দন । আর শুভকামনা ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯

নতুন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই.... ৯বছর হইয়া গেছে খেয়াল করি নাই... :)

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: তারা মানুষই না ভ্রাতা।

২৫ শে জুন, ২০১৫ রাত ১:০১

নতুন বলেছেন: হুম মানবীয় গুনাবলী অনেক আগেই হারিয়েছে তারা।

৮| ২৪ শে জুন, ২০১৫ রাত ১১:২৮

উর্বি বলেছেন: ভালো লাগল

২৫ শে জুন, ২০১৫ রাত ১:০২

নতুন বলেছেন: ধন্যবাদ

৯| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫১

মেহবুবা বলেছেন: ব্লগে কম আসি তবে অনেক কে মনে থাকে তাদের লেখা এবং মন্তব্য পড়ে। এই সময় আপনার লেখা খুজে পড়তে গিয়ে মনটা খারাপ হল। ভাল থাকবেন।অনেক গুনী এবং ভাল ব্লগার এখানে ছিল এবং থাকবে আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.