নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
আমাদের ক্রিকেট দল এই পযন্ত যেই খেলা দেখিয়েছে তাতেই সবার হৃদয় জয় করেছে.... তাই আগামী ম্যাচে ১টি ফলাফলই আছে.... তা হলো হয় জিতবে নতুবা ১৬ কোটি হৃদয় তো অলরেডি জিতেই আছে...
আমার বিশ্বাস দলের সেরা পারফরমেন্সটা দিতে পারলে অবশ্যই ভারতকে হারাতে পারবে.... সেই শক্তি আমরা দলে দেখেছি।
---------------------------------------------------------------------------------
২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৩
নতুন বলেছেন: যতটুকু পেরেছে দল, সেটাই একটা মাইল ফলক।
২| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:১৪
জাফরুল মবীন বলেছেন: খেলাতে জয়-পরাজয় থাকবেই।বাংলাদেশ তার পূর্ণ সক্ষমতায় খেলুক এটিই দেখতে চাই।
২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৩
নতুন বলেছেন: যতটুকু পেরেছে দল, সেটাই একটা মাইল ফলক।
৩| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: জাফরুল মবীন বলেছেন: খেলাতে জয়-পরাজয় থাকবেই।বাংলাদেশ তার পূর্ণ সক্ষমতায় খেলুক এটিই দেখতে চাই।
২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৩
নতুন বলেছেন: যতটুকু পেরেছে দল, সেটাই একটা মাইল ফলক।
৪| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১:৩০
***মহারাজ*** বলেছেন: আর না জিতলেও সমস্যা হতো না তারা আমাদের ১৬ কোটি মানুষের হৃদয় জিতে গেছে।
২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৩
নতুন বলেছেন: যতটুকু পেরেছে দল, সেটাই একটা মাইল ফলক।
৫| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৩:২৭
চাঁদগাজী বলেছেন:
যতটুকু পেরেছে দল, সেটাই একটা মাইল ফলক।
২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৩
নতুন বলেছেন: যতটুকু পেরেছে দল, সেটাই একটা মাইল ফলক।
৬| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৬
এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল!!
৭| ১৮ ই জুন, ২০১৫ ভোর ৬:১০
আমি বলব বলেছেন: জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ।
৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ২:২৯
Ahmad Faiz বলেছেন: তোমরা জিতলে জিতে যাই আমরাও!
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১০:২২
নতুন বলেছেন: হুম... ওদের জয় আমাদের সবার বিজয়।
৯| ২০ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:২৯
আব্দুল্লাহ রিফাত বলেছেন: এটা ত গোটা দেশের সকল জনগণের জয়।
২০ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:৩৯
নতুন বলেছেন: হুম সকল জনগনের জয়।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৪
বিদ্রোহী বাঙালি বলেছেন: লক্ষ্য ইতিমধ্যেই অর্জিত হয়েছে। এখন শুধু এগিয়ে যাবার পালা। নক আউট পর্বের খেলা। তাই একদলকে অবশ্যই বিদায় নিতে হবে। টাইগাররা বিদায় নিলেও কষ্ট পাবো না, যদি তারা তাদের সবটা দিয়ে খেলে। শুভ কামনা রইলো টাইগার্স!