নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

হোমিওপ‌্যাথি নিয়া অস্ট্রেলিয়ার জাতীয় চিকিতসা ও স্বাস্হ বিষয়ক কাউন্সিলের নতুন গবেষনার ফলাফল।

২০ শে জুলাই, ২০১৫ ভোর ৬:০০


এলোপ‌্যাথির বাইরে ২য় চিকিতসা হিসেবে অনেকেই হোমিওপ‌্যাথিকে পছন্দ করে থাকেন। বিশ্বের প্রায় সব দেশেই এই চিতিকসা প্রচলিত আছে। অনেকের বিশ্বাস এতে কাজ হয়। কিন্তু এর পেছনে কোন কাযকরী প্রমান এখনো নেই।

ইতিমধ্যে সুইজারল্যান্ড এবং ব্রিটিস National Health Service হোমিওপ‌্যাথিকে অকাযকর বলে এবং তারা এতে ফান্ডিং না করতে সুপারিশ করেছে।

কয়েক মাস আগে অস্ট্রেলিয়ার National Health and Medical Research Council http://www.nhmrc.gov.au/ ও তাদের এক গবেষনায় হোমিওপ‌্যাথি অকায`কারিতা সম্পকে মত দিয়েছে।

গবেষনা পত্রের লিংক:- Click This Link


আশাকরি আস্তে আস্তে সবাই এই বিষয়ে সচেতন হবে এবং এই পানি, স্প্রিট আর চিনির বড়ির চিকিতসা সম্পকে ধারনা পাল্টাবে।

ব্লগার আত্মমগ্ন আিম এর ব্লগে ব্রেনটিউমারের রোগীর হোমিওপ‌্যাথি চিকিতসার বিষয়ে লেখা। Click This Link

হোমিওপ‌্যাথি নিয়ে আগের লেখা:-
* হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না ফাকি? ১ম পব` ( তৈরি পদ্বতী) Click This Link
* হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না ফাকি? - ২য় পব` ( পানির ম্যমরী ) Click This Link

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৫ ভোর ৬:৪১

সচেতনহ্যাপী বলেছেন: এতোক্ষন এই বিতর্কেই মগ্ন ছিলাম।। হঠাৎ করেই দেখি আমি লগআউট!! কেন এই সমস্যা তাই জানতে চাই।।

২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৯

নতুন বলেছেন: হুম অনেক সময় হয়... পুরা কমেন্ট লেখার পরে ক্লিক করলেই লগআউট :)

২| ২০ শে জুলাই, ২০১৫ ভোর ৬:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: আবার পূরবর্তি ব্লগে েয়ই দেখি আমি ঠিক!!

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১:০৬

নতুন বলেছেন: হুম.. আপনি ঠিক :)

৩| ২০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৫

মুদ্‌দাকির বলেছেন:

প্রচলিত যত চিকিৎসা ব্যাবস্থা আছে তার সবই ভালো সমস্যা হইল মানুষে

প্রচলিত যত চিকিৎসা ব্যাবস্থা আছে তার সবই ভালো সমস্যা হইল মানুষে

২০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০২

নতুন বলেছেন: মানুষের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কিন্তু সব সময়ই রোগের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। বেশির ভাগ সময়ই শরীর এই ঢাল ব্যবহার করেই আমাদের রক্ষা করে থাকে।

সেই সুবিধা টুকুই হোমিওপ‌্যাথির মতন অনেক চিকিতসা ব্যবস্তা নিয়ে থাকে।

আপনি যদি শারীরিক রোগপ্রতিরোধ ক্ষমতার সাথে মনের ইচ্ছাকে কাজে লাগান তবে সেটা রোগের বিরুদ্ধে আরো বেশি কাজে লাগে।

উপরের স্টাডি দেখিয়েছে যে প্লাসিবো থেকে হোমিও ভাল কিছু করতে পারেনাই্।

দিন দিন এই নিয়ে জনমত বাড়ছে। আর হোমিও কিভাবে কাজ করে এবং এর উপরে কিছু গবেষনার তথ্য নিয়ে উপরের দুইটা লেখা পড়তে পারেন।

৪| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৯

jahidbd বলেছেন: এ্যালোপ্যাথিক ডাক্তারা প্রায়শই এই কাজটি করে। টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় এই ধরনের রিপোর্ট করায় যে হোমিওপ্যাথি কাজ করে না। World Health Organization: WHO অনেক আগে থেকেই এর পেছনে কাজ করছে। আরও রয়েছে আপনাদের মত কিছু অর্থলোভী লোক। হোমিওপ্যাথি কাজ করে কি করে না তা না হয় ব্যবহারকারীদের মতামতের উপর ছেড়ে দেন।

২১ শে জুলাই, ২০১৫ রাত ১১:১০

নতুন বলেছেন: আপনিও ঠিক বিরোধী দলের মতনই বিবৃিতি দিলেন। :)

আপনি আমাকে অথলোভী বললেন কিন্তু আপনা আমাকে চেনেন না।

এইটা অস্ট্রেলিয়ার National Health and Medical Research Council এর করা গবেষনা পত্র। টাকার বিনিময়ে এলোপ‌্যাথিক ডাক্তাররেরা এইটা করায় নাই।

ভুয়া জিনিস দিয়ে চিকিতসার নামে পানি খাওয়ানো মানুষকে প্রতারনার সামিল।

৫| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৪

ডাঃ মারজান বলেছেন: হোমিওপ্যাথি চিকিৎসায় সামান্য কিছু কেমিক্যাল দিয়ে সর্ব রোগের চিকিৎসা কিভাবে করে তা আমার জানা নেই। ধন্যবাদ।

২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

নতুন বলেছেন: ভাই একজন এলোপ‌্যাথির ডাক্তারের মেধা + পড়াশুনা এবং যেই সব ওষুধ ব্যবহার করে তার উপরে গবেষনা এই গুলি কেউই চিন্তা করে দেখেনা।

তার সাথে হোমিওপ‌্যাথির গবেষনা এবং ডাক্তারের পড়াশুনা তুলনা করে দেখে না।

নেটে হোমিওপ‌্যাথির উপরে অনেক ডকুমন্টরি আছে।

বিবিসি একটা ডকুমেন্টরি আছে যে তারা জেমস রেন্ডির ১ মিলিয়ন ডলারের চ্যালেন্জে হোমিওপ‌্যাথির প্রমানের জন্য ব্রিটেনের সেরা ল্যাব এবং গবেষকদের একত্র করে পরিক্ষা চালায় এবং তাতে হোমিওপ‌্যাথি কাজ করে প্রমান করতে পারেনাই।

৬| ২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

ডাঃ মারজান বলেছেন: তারপরও মানুষ কেন বুঝতে চায়না। আপনার পোস্ট ও কমেন্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

নতুন বলেছেন: মানুষকে বুঝালেও বুঝতে চায়না। হোমিওপ‌্যাথি নিয়ে আমার পোস্টের কমেন্টগুলি দেখলে বুঝতে পারবেন। যে তারা কখনোই বুঝতে চেম্টা করবেনা।

আর একটা কথা যারা পানি পড়ায় বিশ্বাস করে তাদের তো হোমিওপ‌্যাথির উপরে বিশ্বাসে কোন সমস্যা হবেনা।

৭| ২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

ডাঃ মারজান বলেছেন: হা হা! ভালো বলেছেন।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২

নতুন বলেছেন: ধন্যবাদ :)

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

চন্দ্রপ্রেমিক বলেছেন: চলুকনা হাড্ডাহাড্ডি লড়াই! সরকারি বনাম বিরুধী দল। হাহাহা।
তবে নতুন ভাইয়া, আপনার লেখাগুলো পড়ে এ বিষয়ে আরো বেশি জানতে ইচ্ছে করছে। আপনি সত্যিই . . . .
আর ভাইয়া আমার ছোটকাল (ক্লাশ নাইন) থেকেই বিজ্ঞান নিয়ে মাথা ব্যাথা। এতে কিছু ছাগলেরা (যারা নাস্তিকতার সং্‌জ্ঞা বুঝেনা) নাস্তিক ট্যাগ দিতেও দেরি করেনা।
হোমিও বিষয়ে আমার অসন্তোস সেই ক্লাশ টু থেকেই যেখানে ঐ চিকিৎসায় আমার এক আন্টি মারা যান। আমার বড় জানতে ইচ্ছে করে কারোও (ব্যাক্তি বা প্রতিষ্টান) গবেষনায় কি হোমিওয়ের সাফাই উঠে এসেছে? তাহলে আমরা কেন বুঝিনা?

১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৭

নতুন বলেছেন: ভাই এই নিয়ে আরো একটু ডিটেইলস লিখেছিলাম Click This Link পড়েন আরো কিছু বিষয় পরিস্কারর হবে।

এখনো পযন্ত হোমিওপ্যাথি কাজ করে তার কোন প্রমান হয়নি। এবং ক্লিনিক্যাল ট্রায়ালে প্লাসিবো থেকে ভাল ফল দেখায় নি।

নিজেও একটু ট্রাই করতে পারেন... হোমিও ঘুমের ওষুধ খেয়ে ঘুম আসে কিনা..

যেটা জেমস রেন্ডি তার বক্তিতার আগে অনেক সময় করে থেকে...

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: চার বছর আগের পোষ্ট আজ পড়লাম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩

নতুন বলেছেন: ধন্যবাদ...

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২২

নতুন নকিব বলেছেন:



প্রাকটিক্যাল লাইফে আপনি কি কখনো হোমিওপ্যাথি ওষুধ যাচাই করে দেখেছেন?

পুরনো পোস্ট দেখে গেলাম। ভালো লাগলো।

হোমিওপ্যাথি ব্যবহারে জটিল ও কঠিন অনেক রোগের আশ্চর্য ফললাভের প্রত্যক্ষ অভিজ্ঞতাগুলোর কিছু কিছু ব্লগে প্রকাশের ইচ্ছে রয়েছে, যাতে এ থেকে মানুষ সহজে আরোগ্যলাভের পথ খুঁজে পায়।

ভালো থাকবেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৫

নতুন বলেছেন: পানি পড়া খেয়ে আরগ্য লাভের কাহিনিও অনেক আছে। :)

এই ব্যাপারে লিখুন... আলোচনায় মজা হবে।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩১

নতুন নকিব বলেছেন:



উচ্চ মূল্যের দেশি বিদেশী এলোপ্যাথি ওষুধ সেবন করার পরে, আমার দেখা মতে অনেক রোগী সুস্থ হওয়ার পরিবর্তে মৃত্যুমুখে পতিত হয়েছেন।

সম্ভবত: আপনার এরকম কোনো অভিজ্ঞতা নেই!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪০

নতুন বলেছেন: ভুল ঔষুধ খেলে বা ভুল ভাবে খেলে বিপদ আসবেই এবং এটা আমাদের দেশের মানুষের অবহেলা বা অজ্ঞতার কারনে হয়ে থাকে...যেটা খুবই দুক্ষজনক।

অবশ্য হোমিওপ‌্যাথিতে এটা হবার সম্ভবনা নেই... কারন বিষুদ্ধ পানি/স্প্রিট খেয়ে কারুর ক্ষতির ভয় নেই...

কারন হোমিওপ‌্যাথিতে ঔষুদের কোন উপদান থাকেনা... শুধুই পানি বা স্প্রিট থাকে... তাই এর কোন ক্রিয়াই নেই...

এই বিষয়ে আমার ব্লগ গুলি পড়ুন...সেখানে কিছু রেফারেন্স আছে যেটাতে আরো বিস্তারিত জানতে পারবেন...

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৯

নতুন নকিব বলেছেন:



কারন হোমিওপ‌্যাথিতে ঔষুদের কোন উপদান থাকেনা... শুধুই পানি বা স্প্রিট থাকে... তাই এর কোন ক্রিয়াই নেই...

হোমিওপ‌্যাথিতে ঔষুদের কোন উপদান থাকেনা?
শুধু পানি বা স্প্রিট দিয়ে হোমিও ওষুধ বানানো হয়?

সেইরকম মজার তথ্য জানালেন! হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। এত বছর পড়াশোনা করলাম.......... এত বছর প্রাকটিস করলাম........... এত এত ঘটনার প্রত্যক্ষদর্শী হলাম........... এগুলোকে তো তাহলে স্মৃতিপট থেকে মুছে দিতে হয়!

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনার এই সংক্রান্ত ব্লগগুলো সময় নিয়ে পড়ার ইচ্ছে থাকলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭

নতুন বলেছেন: ঔষুধ বানানোর প্রকৃয়াটা খেয়াল করলেই বুঝতে পারবেন যে এক ফোটায় কতটুকু ঔষুধের অনু/পরমানু থাকে... ।

মোলার লিমিট খেয়াল করলে বুছতে পারবেন ৩০বার ডায়লুট করার পরে কয়টা অনু থাকতে পারে আসল অষুধের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.