নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

সৌদি আরবে গ্রান্ড মসজিদে ক্রেন ভেঙ্গে পড়ে ৬৫ জন নিহত এবং ১৬৫ আহত

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৬

খারাপ আবহাওয়ার কারনে সৌদি আরবে মক্কার গ্রান্ড মসজিদের ১টি ক্রেন ভেঙ্গে পড়েছে। এখন পযন্ত ৬৫জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছে।
নিচের ছবিতে যেই ক্রেন গুলি দেখা যাচ্ছে তার একটি ভেঙ্গে পড়ে দূঘটনা ঘটে।





আল জাজিরা Click This Link

টুইটারে :-
https://twitter.com/hashtag/Makkah?src=hash&ref_src=twsrc^tfw

নিহতদের মাঝে বাংলাদেশী হাজী নেই কয়েক জনের আহত হয়েছে।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৮

প্রামানিক বলেছেন: দুঃখ জনক ঘটনা।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: sad

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

আমি তুমি আমরা বলেছেন: দুঃখজনক।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

নতুন বলেছেন: হতাহতদের মধ্যে কোন বাংলাদেশী থাকার খবর এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস। তবে আহত হাজিদের মধ্যে অন্তত ৪০ জন বাংলাদেশী রয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। -- চ্যানেল আই

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫২

নতুন বলেছেন: আপডেট: মক্কার মসজিদ আল-হারাম-এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৮৭, আহত ১৮৪জন। - বিবিসি

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

শতদ্রু একটি নদী... বলেছেন: আহারে। যেকোনো মৃত্যুই অনেক মানুষের জন্য কস্ট নিয়ে আসে। কতগুলা পরিবার যে কতদিন কাদবে কে জানে

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৩

নতুন বলেছেন: হুম.. পরিবারের কেউ মৃত্যুবরন করলে সেটার কস্ট শুধু তারাই বুঝতে পারে।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৪

কালীদাস বলেছেন: ইয়াল্লা, কাবায় এক্সিডেন্ট। খুবই দুঃখজনক। বাংলাদেশিদের খবরটা শুনে কিছুটা আশস্ত হলাম।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৪

নতুন বলেছেন: https://www.youtube.com/watch?v=SqxwoQLpC0A
ক্রেন ভেঙ্গে পড়ার সময়ের ভিডিও।

বাংলাদেশীরা ভালো আছেন।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২১

এহসান সাবির বলেছেন: নিহতের সংখ্যা বেড়ে গেছে।

দুঃখজনক।

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

আমিনুর রহমান বলেছেন:


দুঃখজনক।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমাদের নিউজ চ্যানেলগুলোকে নিয়ে আছি যন্ত্রণায়। পরিচিত অনেকেই এবারো হজ্ব করতে গেছেন। গতকাল রাতেও প্রচার হচ্ছিল নিহত ১০৭ জনের মধ্যে ২৫ জন বাংলাদেশী। আজ সকালে দেখি এক চ্যানেল বলছে ৫/৭ জন বাংলাদেশী রয়েছে নিহতের মধ্যে, আরেক চ্যানেল বলছে কোন বাংলাদেশী নেই নিহতের মধ্যে, তবে আহত হয়েছে প্রায় ৪০ জনের মত। সকল মিডিয়ায় যারা সংবাদকর্মী হিসেবে কাজ করেন তাদের মধ্যে নুন্যতম দায়িত্বজ্ঞান থাকা দরকার। যারা এইবার হজ্ব করতে গেছেন, তাদের পরিবারগুলো কতটা দুশ্চিন্তায় রাত পার করেছেন ভেবে দেখেন একবার।

মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত সবাইকে আল্লাহ্‌ জান্নাত নসীব করুন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯

নতুন বলেছেন: চ্যানেল আইএর খবরে দেখলাম তারা ঐখানের প্রতিনিধীর মাধ্যমে খবর প্রচার করছে।

কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের ভরশা কম।

আশা করি আমাদের সবাই ভাল আছেন।

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আল্লাহ সর্বজ্ঞানী ও মহাপরাক্রমশীল।
গ্রান্ড মসজিদে ক্রেন ভেঙ্গে পড়ে ৬৫ জন
নিহত দুঃখজনক ঘটনা, আমরা মর্মাহত
বিদেহী রুহের আত্মার মাগফেরাত
কামনা করছি।

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

কাবিল বলেছেন: আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করছি।

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

সিপন মিয়া বলেছেন: এরা জান্নাতের পথে পাড়ি জমিয়েছেন.. জাযাকাল্লাহ!

১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০

কামরুন নাহার বীথি বলেছেন: মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত সবাইকে আল্লাহ্‌ জান্নাত নসীব করুন!!
আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করছি।
(মৃতের সংখ্যা ১০৭ জন, এখন পর্যন্ত)

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

জুন বলেছেন: নিহতদের রুহের মাগফেরাত কামনা করছি ।

১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

রাফিউল আলম ইমন বলেছেন: নিহতদের মাঝে বাংলাদেশী হাজী নেই :-< বাঁচা গেলো

১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৮

থিওরি বলেছেন: দুঃখ জনক ঘটনা।
আল্লাস সবাইকে জান্নাতবাসী করুন।

১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৬

রসিক মনা বলেছেন: আমরা সবাই মর্মান্তিক দুঃখ প্রকাশ করছি।

২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:০০

চাঁদগাজী বলেছেন:

২০ লাখ মানুষ যেখানে আসার শুরু হয়েছে, সেখানে কেন ক্রেন ইতয়াদি থাকবে; হাজার হলেও আরবী মাথা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪০

নতুন বলেছেন: টাওয়ার ক্রেনগুলি পড়েনাই। সেই গুলি পড়ার কথা না। কিন্তু যেইটা পড়ছে সেটা মনে হয় সাধারন ক্রেনের মতন গাড়ীর উপরে ছিলো এবং বাতাসে উল্টে গেছে যেটা হয়তো অপত্যাসিত এবং বাতাসে ক্রেন উল্টেযাবে এটা মনে হয় কেউই চিন্তা করেনাই।

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯

ব্লগ সার্চম্যান বলেছেন: নিহত সবাইকে আল্লাহ্‌ জান্নাত বাসী করুন আমিন ।

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০০

সাগর আর্ট বলেছেন: শাহাদাত বরণকারী সকলের জন্য আল্লাহর দায়ায় বেহেশত কামনা কিরি।।

২৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: পবিত্র হজ্বপালনকারী হাজীদের পবিত্র বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

২৪| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৩৯

চাঁদগাজী বলেছেন:


যাক, এখন মিনায় যা ঘটেছে, এটার পক্ষে কোন যুক্তি কেহ দিতে পারবে না।

২৫| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৪৭

নতুন বলেছেন: কেন গ্রন্ডমুফতি তো বলেছেন যে সৌদি সরকার দোষ দেওয়া যাবেনা।

২৬| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৮

ক্যান্সারযোদ্ধা বলেছেন: কিছুই বলছি না..

২৭| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

দেবজ্যোতিকাজল বলেছেন: খুব দুঃখজনক ঘটণা :) পশ্চিমবঙ্গের মৃত হাজীদের দশ লক্ষ টাকা করে দিয়েছে ,আমাদের দিদি:(:(:(:(:(:(

৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

নতুন বলেছেন: হুম

২৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

দেবজ্যোতিকাজল বলেছেন: আমার আইডিতে একটু ঢু দিয়ে যাও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.