নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

ঢাকা থেকে ৩৫১ কিমি: দুরে ৬.৮ মাত্রার ভুমিকম্প...

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৩১

এই রকমের ভুমিকম্প সিলেটেও হতে পারে... অতীতে বড় ধরনের হয়েছিলো।






নিচের ছবিতে দেখতে পাবেন যে গত ১৯০০ থেকে ২০১৪ সালের মাঝে সিলেটেও ৭.০-৭.৫ মাত্রার ৩টা ভুমিকম্প হয়েছিলো....


http://earthquake.usgs.gov/earthquakes/tectonic/images/himalaya_tsum.pdf
আমাদের দেশে এইরকমের কিছু হলে তার পরিনতি হবে খুবই ভয়ংকর।

ওয়েবসাইট:-
http://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us10004b2n#general_summary

http://earthquake.usgs.gov/earthquakes/

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৪

নিমগ্ন বলেছেন: ভারতের মনিপুরে ছিল এর কেন্দ্র।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৬

নতুন বলেছেন: হুম..

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৫৩

আমি মিন্টু বলেছেন: মারাক্ত মাত্রার ছিল এটা এবং স্থাইতাও ছিল অনেক সময় ধরে । ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:০৩

নতুন বলেছেন: ৩৫১ কিমি: মানে খুবই কাছে... সিলেটের আরো কাছে হবে..ওরা আরো বেশি পেয়েছিলো।

আশা করি কোন জানমালের ক্ষতি হয় নাই।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৪

প্রামানিক বলেছেন: মাত্রাটা একটু বেশিই ছিল।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৬

নতুন বলেছেন: কেন্দ্র আমাদের খুবই কাছে ছিলো তাই বেশি অনুভব হয়েছে।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫১

মাহবুবুল আজাদ বলেছেন: মনে হচ্ছিল, এই বুঝি বিল্ডিং ভাঙল। এত তীব্রতা আগে কখনো টের পাইনি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

নতুন বলেছেন: আমি দেশের বাইরে আছি তাই টের পাইনাই। কিন্তু আমার স্ত্রী টের পেয়ে ফেসবুকে ম্যসেজ দিয়েছিলো... কল করার পরে ও বললো যে ঝাকুনিতে ঘুম ভেঙ্গে গিয়েছিলো সবার...সবাই নিচে নেমে এসেছিলো এপাটমেন্টের..

ভাল থাকবেন...নিরাপদে থাকবেন..

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১১

অগ্নি সারথি বলেছেন: কাক আর কুকুরগুলো প্রচন্ড চিৎকার করছিল।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২০

নতুন বলেছেন: এরা অনেক সময় মৃদু কম্পনও টের পায় তার ফলে অনেক সময় বড় ওয়েভ আসার আগেই প্রানীরা ছোট ওয়েভ গুলি টের পেয়ে অস্থির আচরন করে।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫

সুমন কর বলেছেন: মানুষ জেগে থাকলে হুড়োহুড়ি করতে যেয়ে লোক মারা যেত আরও অনেক বেশী!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

নতুন বলেছেন: হুম...

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

সাহসী সন্তান বলেছেন: আমি কিচ্ছু বুঝিনি ভাই, কখন ভূমিকম্প হইছে!
আরো এ্যালার্ট থাকা লাগবে!

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

নতুন বলেছেন: আপনার জন্য দুই তিনটা লাগবে এক সাথে... :)

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩১

আবু শাকিল বলেছেন: আমিও দেশে নাই ।
উনি ম্যাসেজ জানিয়েছিলেন ।আব্বা-আম্মা ভাল আছে কিনা খোঁজ নিতে =p~

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

নতুন বলেছেন: =p~

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

ডি মুন বলেছেন: যেকোনো প্রাকৃতিক দুর্যোগের কাছে মানুষ অসহায় হয়ে পড়ে।
কামনা করি, বড় ধরনের ভূমিকম্পের সম্মুখীন যেন আমরা না হই।

ভালো থাকুন ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

নতুন বলেছেন: সিলেটের দিকে বড় ভুমিকম্প হবার যথেস্ট সম্ভবনা আছে... এবং ৭.৫ মাত্রার ভুমিকম্প আমাদের দেশেও ৩টা হয়েছে ইতিহাসে...

তাই আমাদের দালান নিমান ঠিক ভাবে করতে হবে। এবং এ্মন সময়ে কি করতে হবে তা ট্রেইনিং থাকতে হবে সবার।

তবে মোকাবেলা করা সম্ভব।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


সরকার যদি ভুমিকম্পকে আল্লাহের কার্যকলাপ বলে চলািয়ে দেয়, বেশীর ভাগ মানুষ খুশী হবে, ও সরকারকে কোন রকম ক্ষতিপুরণ ইত্যাদি দিতে হবে না।

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৮

নতুন বলেছেন: হুম সেটা ঠিক...

এমন কিছু হলে সরকারও সেই রকমের প্রচারনাই চালাবে।

কিন্তু জনগনকে সচেতন হতে হবে .. দালান করার সময় ভ্যাজাল দিয়ে বেশি লাভ করা বন্ধ না করলে তার ফল ভোগ করবে সবাই পরে।

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৪

আমি এ আর বলছি বলেছেন: dhonnobad

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৭

নতুন বলেছেন: আপনার কাছে কম্পন পৌছাতে এতো দিন লাগলো.?? :)

মন্তব্যের জন্য ধন্যবাদ..

১২| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৮

উদাসী স্বপ্ন বলেছেন: সব মডেল মাইয়াগো ছোট কাপড় আর দাপাইয়া দাপাইয়া হাটনের দোষ! মাইয়াগো জোর কইরা বিয়া দিয়া বোরখা পড়ায় দিক, তাইলে ভুকম্পন কইম্মা খাড়া হইয়া যাইবো!

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭

নতুন বলেছেন: হুম কথা সত্য... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.