নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
স্টেক হাউজের নাম অনেকেই শুনেছেন এবং বিদেশে গিয়ে অনেকেই Beef steak খাইছে বইলা অনেক গল্পই শুনেছি। ভাল স্টেক খাইতে হইলে বড় বড় রেস্টুরেন্টে যাইতে হয় আর সাথে বড় অংকের টাকাও দিতে হয়। আর ভাল মাংসের স্টেকের স্বাদও সেই রকম..জিভে লাইগা থাকে অনেক দিন। নেটে দেখলাম নিজেই স্টেক তৌরি করা যায় ওভেন থাকলে... তাই নিজেই বাড়ীর ওভেনে বিফ স্টেক তৌরি করলাম।( গত পরশুর এক্সপেরিমেন্ট)
উপকরন:-
* গরুর স্টেক কাট ( ৩৫০-৪০০ গ্রাম ছবিরটা ৩৮০ গ্রাম)
সবচেয়ে ভাল হইলো Wagyu বিফ.. জাপানি ওয়াগু বিফ...স্টেক মোলায়েম এবং নরম হয় ।
আরো আছে স্টেকের জন্য বিভিন্ন রকমের কাট...
( আরো জানতে Click This Link )
* কালো গোলমরিচের গুড়া
* লবন
দেশি স্টাইলের জন্য:-
* আদা+রসুন+পিয়াজ বাটা হালকা প্রলেপ দেওয়া জন্য...
( অরিজিনাল স্টেকের রেসিপিতে এই সব দিলে বিদেশিরা খাইয়া ঝাটা মারবো )
রান্নার জন্য লাগবে>>>
* ফ্রাইং প্যান... যদি স্টিলের হাতলের থাকে তবে ভাল হয়... যাতে ওভেনের ভেতরে দিয়ে গরম করে নেওয়া যায়...
* ওভেন (হিটার ওভেন.. মাইক্রোওয়েভে হবে না)
রান্না:-
মাংসের টুকরা ধুয়ে ভাল করে শুকিয়ে নিন ( পেপার টাওয়াল দিয়ে পানিটা শুকিয়ে নিন)
প্রতিপাশে লবন+পেপার ছিটিয়ে দিন যাতে সব খানেই সমান লাগে... আদা+রসুন+পিয়াজ বাটা হালকা প্রলেপ দিয়ে রেখে দিন।
ওভেন গরম করতে দিন... যত গরম হয় ততই করুন... ( আমারটা ২৫০ ডিগ্রী সে: পযন্ত হয়)
ওভেনে স্টিলের হাতল ওয়ালা প্যান থাকলে দিয়ে গরম করুন... ( প্লাস্টিকের হাতল হলে কখনোই দেবেন না)
চুলায় ফ্রাইং প্যান গরম করুন.... একটা তেল দিন... গরমে যখন তেলে ধোয়া উঠা শুরু করবে তখন মাংসের স্টেকটা দিয়ে দিন...
বেশি তেলের দরকার নাই।
৩০-৫০ সেকেন্ড রাখুন... পরে উল্টে দিন... ৩০-৫০ সেকেন্ড পরে আবার উল্টে দিন... যখন বাদামি হয়ে যাবে তখন ওভেনে দিয়ে দিন...
২৫০ ডিগ্রি তে আমি ১০ মিনিট রেখেছিলাম... আমার স্টেক পুরুই কুক হয়ছে। আমি এর পরের বারে ৫-৭ মিনিট রাখবো...তাতে আরো জুসি থাকবে।
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪৯
নতুন বলেছেন: ধন্যবাদ...
২| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৪৬
দিশেহারা আমি বলেছেন: ভালো। বাসায় একবার ট্রাই করে দেখব।
জীবনে একবারই খেয়েছিলাম স্বাদ এখনও মুখে লেগে আছে আর দুঃখ ও মনে গেঁথে আছে। ৪০০ গ্রাম খেয়েছিলাম ১৪০ ডলার দিয়ে ( যা দিয়ে একটা খাসী কিনা যেত
প্রথম মন্তব্যটা মুছে দিয়েন।
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৮
নতুন বলেছেন: ওয়াগু বিফের দাম অনেক বেশি... তাই রেস্তুরেন্টের স্টেকের দামও অনেক বেশি হয়। স্বাদও জিভে লেগে থাকে...
৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩০
ক্রন্দসী বলেছেন: ভাই ক্ষিদা লাগায়া দিলেন। মাগার আভন ছাড়া স্টেক তৈরি করার নিয়ম ডা দেন দয়া কইরা। গত পরশু আভন ডা নষ্ট হইয়া গেসে
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৯
নতুন বলেছেন: দেখি ওভেন ছাড়া স্টেকের রেসিপি পাই কি না।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩০
ক্রন্দসী বলেছেন: ভাই ক্ষিদা লাগায়া দিলেন। মাগার আভন ছাড়া স্টেক তৈরি করার নিয়ম ডা দেন দয়া কইরা। গত পরশু আভন ডা নষ্ট হইয়া গেসে
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৫
নতুন বলেছেন: https://www.youtube.com/watch?v=rEx9gPhtjzs
গড`ন রামসীর ভিডিওটা দেখেন...
৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫০
আরজু পনি বলেছেন:
বহুত কষ্টে বাসার মানুষগুলারে বিফের অভ্যাস ছাড়াইছি...তাই শুধু দেখেই গেলাম...বানাবো না অবশ্যই।
তবে পোস্টে প্লাস দিয়ে গেলাম
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৩
নতুন বলেছেন: বিফ কম খাওয়াই ভাল... কিন্তু একে বারে ছেড়ে দিতে কস্ট হয়
৬| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনারটাও তো বেশ জুসি হইছে! ইন সাইড কালারটা আমার পছন্দ হইছে। বুঝা যাচ্ছে বেশ ভালো হইছে!!
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৫
নতুন বলেছেন: আমারটা দশে ৬ দেওয়া যায়... আর সাথে কোন সস বানাইনাই...
এরপরে একটা ব্রাউন সস বানাবো, সাথে কিছু সবজী আর একটু কম ওভেনে রাখবো... ৫-৭ মিনিট... তবে আরো জুসি হবে মনে হয়..
ধন্যবাদ..
৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৯
মানবী বলেছেন: বাহ্! অনেক বছর পর নতুনের রেসিপি পোস্ট! খুব সম্ভবত আপনার প্রথম যে পোস্টটি প্রথম পড়েছিলাম তা ছিলো কোন শ্রীলংকান খাবারের পোস্ট!!!!
স্টেক ভালো হয়েছে, পুরো ওয়েল ডান! আমার কাছে ওয়েলডান খারাপ মনে হয়না যদিও অধিকাংশ রা মিডিয়াম ওয়েল পছন্দ করে। স্টেক সসে অবধারিত ভাবে মাশরুম ব্যবহার করি, খুব ভালো লাগে।
ক্রন্দসী, যে কজন বিখ্যাত শেফকে স্টেক বানাতে দেখেছি তাঁদের প্রায় অধিকাংশই অভেন ছাড়া শুধু ফ্রাইং প্যান ব্যবহার করেছেন যদিও স্টেক বানাতে অনেকে গ্রীলে স্বাচ্ছন্দবোধ করেন।
পছন্দমতো মশলা দিয়ে ম্যারিনেশনের পর ফ্রাইং প্যান গরম করে পরিমান মতো তেল দিন, তেল গরম হলে স্টেকটি দিন। প্রায় দুমিনিট পর হাল্কা একটু নেড়ে স্টেক নীচে লেগে গেছে কিনা দেখুন। এবার মধ্যম আঁচে ৫-৬ মিনিট রাখুন, এসময় লক্ষ্য রাখা জরুরী যেনো পুড়ে না যায়। এবার স্টেকটি উ্ল্টে দিন এবং আগের মতো ৫-৭ মিনিট রান্না করুন। পছন্দ মতো সিদ্ধ হলে নামিয়ে ২-৩ মিনিট রেখে দিন।
স্টেকের সিদ্ধ হওয়াটা ক্রিটিক্যাল, কেউ প্রায় কাঁচা পছন্দ করে, কেউ মাঝারি রান্না(কাটলে ভিতরে গোলাপী আভা থাকে) আবার কেউ পুরোপুরি সিদ্ধ। যার যেমন পছন্দ..
স্টেক বানানো সফল হোক :-)
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫২
নতুন বলেছেন: ধন্যবাদ টিপসের জন্য... সসে মাশরুম ব্যবহার করবো...
আমার স্ত্রী পছন্দ করেছে... বলেছে রেস্টুরেন্টের থেকে একটু খারাপ হয়েছে... খুব বেশি না..
সস আর সবজী থাকলে অবশ্যই আরো বেশি স্বাদ লাগতো...
আমারও মিডিয়াম ওয়েল পছন্দ।
৮| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৫
সুলেমানের বাপ বলেছেন: খেতে কেমন হইসে? দেখতে কেমন জানি মুর্গির স্টেকের মত লাগছে
আপনাকে থাই রেসিপি দিয়ে যাব পরে, চেষ্টা করলে মজা পাবেন
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১১
নতুন বলেছেন: মুর্গির স্টেকের মত লাগছে
ঘরে তৌরি করা যায় সেই রকমের থাই রেসিপি দিয়েন... আমি একবার তমইয়াম গুং রান্না করার চেস্টা করেছিলাম... পরে পুরুটাই ফেলে দিয়েছিলাম..
৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
শ্রাবণধারা বলেছেন: স্টেকের চেহারাটাতো বেশ ভাল হয়েছে নতুন ভাই । তবে সাথে মাসরুম বা গোলমরিচ সস আর সব্জী থাকলে হয়ত বেশ ভাল হত ।
আর হ্যা, স্টেকের সাথে বেশ পরিমান মত টমেটো থাকলে রেড-মিটের সাথে কাটাকাটি করে খাবারটা কিছু সুষম হবে ......।
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮
নতুন বলেছেন: ঘরে মাসরুম, চেরী টমাটো ছিলো না..
হঠাত করেই স্টেকের মাংসটা কেনা... পরের বারে সব মিলিয়েই কিনবো।
১০| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫
খালি বালতিফারখালি বালতি বলেছেন: মির্জা বাড়ির বউড়া নামে এক বেশরম মাল্টির কারণে বেলের শরবত, শরণার্থী, আখের রস তিনটা নিক ব্যান হয়েছে আমার। তবুও আমি অগ্নিসারথির হয়ে চিকা মারা থামাব না। এখনকার অবস্হা দেখেন
জার্মান প্রবাসেঃ ১৬৪৬
অগ্নি সারথির ব্লগঃ ৩০৭
ইস্টিশন ব্লগঃ ১৯৫
প্রবীর বিধানের ব্লগঃ ৬১
ইতুর ব্লগঃ ৩২
আপনাদের বুঝা উচিত আপনাদের কম ভোট দেয়ার কারণে অন্যরা সুযোগ নিচ্ছে। জার্মান প্রবাসে ওয়েব সাইটটি টাকা দিয়ে ইন্টারনেটে ভোট কিনছে, ওদের প্রতিযোগিতা থেকে বহিঃস্কার করা উচিত। জার্মান প্রবাসে ব্লগ জার্মানীতে একটা চাকচিক্যময় জীবনের প্রতি ইঙ্গিত দিয়ে চলা ব্যবসায়ি এজেন্সি ছাড়া কিছু না। সেখানে অগ্নি সারথি এই ব্লগের শতাব্দির সেরা ব্লগার। সেখানে আমার ভরষা শুধু নিজেদের ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট টি যেখানে বন্ধু মাত্র ১০২৪ জন। আর কিছু সহব্লগার।
মাননীয় জুরি বোর্ডের প্রতি আমার আকুল আবেদন, শুধু আমাকে আর ইতুর ব্লগকে বিবেচনা করতে, বাকিরা সব কয়টা ভন্ড। একজন ব্লগার শুধু ব্যাক্তি তথা ইউজার একজন আর একটি ব্লগ হল কয়েক হাজার ব্লগারের সমন্বিত রুপ। আর বিষয়টা যেহেতু যোগ্যতার চেয়ে যোগাযোগের এর সেহেতু আমাকে জয়যুক্ত করা হোউক। একজন ব্লগার কখনোই পুরো একটা ব্লগের প্রতিদ্বন্দ্বী হয়ে টিকে থাকতে পারেনা। আশা করি আপনারাও বিষয়টা নিয়ে ভাববেন এবং আমাকে ব্লগে রেসিডেন হিসাবে নিয়োগ দেবেন।
নববর্ষের উৎসবে যাওয়ার আগে পরে আমাকে দুইটা করে ভোট দিয়ে যান, আমি জিতলে সামু জিতবে।
১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯
নতুন বলেছেন: জার্মান প্রবাসেঃ ১৬৪৬
অগ্নি সারথির ব্লগঃ ৩০৭
আপনি জয়ী হতে পারবেন না।
কারন এখানে একই লোক বারবার ভোট দিতে পারবে... আর ওদের সেইটেও সেই ভাবে প্রচারনা চালাইতেছে।
আর এই মাল্টনিক নিয়ে ভন্ডামী করে কি উপকার করছেন ব্লগের?
১১| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৬
জুন বলেছেন: শিখে নিলাম বিফ স্টেক বানানোর খুব সহজে পদ্ধতি।
১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭
নতুন বলেছেন: হুম আসলেই খুবই সহজ এবং খুবই কম সময়েই বানানো যায়।
১২| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৪
চানাচুর বলেছেন: ভাই আপনার রান্না বান্না টেক্নিকের উপর আমার অনেক আস্থা। আপনার জন্যই আজ আমি ডিম পোচ করতে পারি
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৬
নতুন বলেছেন: আমার ব্লগের রান্নার পোস্টের জীবন সাথ`ক হইয়া গেলো রে....
আপনি ডিম পোচাইতে পারেন....
এখন আপনারে বিয়া দেয়া যাবে.... রান্নার অভিঙ্গতার ঘরে ডিম পোচ লিখতে পারবেন..
১৩| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৩
এরশাদ চাচ্চু বলেছেন: পর্নোসাইট বন্ধের ঘোষণা | বিলুপ্তির পথে কুটির শিল্প
এসপ্তাহের মধ্যেই বন্ধ হতে যাচ্ছে ব্রাজার্স থেকে শুরু করে এক্সহ্যামস্টার, এক্সভিডিওস, টুশি ডটকম সহ ঐতিহাসিক সব পর্নোগ্রাফি ওয়েবসাইট। বাংলাদেশ থেকে এসব পঁচা সাইটে এখন থেকে আর কেউই ভিজিট করতে পারবেনা। সম্প্রতি ফেসবুকে এমনটাই ঘোষণা দিয়েছেন মাননীয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।
পর্নোগ্রাফি আইন এর ধারা বজায় রাখতে বাংলাদেশের ওয়েব থেকে এসব দুষ্ট দুষ্ট সাইটগুলো বন্ধ করা জরুরী বলে এক ব্যক্তি তাঁর (তারানা হালিম) ফেসবুক পেজে কমেন্ট করলে প্রত্যুত্তরে তিনি বলেন, 'এই সপ্তাহের মধ্যেই সকল পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দেয়ার ব্যবস্থা নেয়া হবে।'
পর্নোসাইট বন্ধ করার বিষয়টি দেশের সমাজ ও তরুণদের সামাজিক অবক্ষয় রোধে ভুমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। তবে ফেসবুকে এ নিয়ে সংখ্যালঘূ কিছু খারাপ ছেলেদের বিক্ষুদ্ধ হয়ে পোস্ট দিতে দেখা গেছে। মোকাদ্দেস নামে এরকমই একজন তরুণ সোমবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসে লিখে, 'পর্নোসাইট বন্ধ করার মাধ্যমে আমাদের জৈবিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।'
এদিকে পর্নোসাইট বন্ধ করলে দেশের সম্ভাবনাহীন কুটির শিল্পও বিলুপ্তির দারপ্রান্তে গিয়ে পৌঁছাবে বলে মনে করছেন আরেক জনপ্রিয় ফেসবুকার মোতাহার মিথুন।
আরও পড়ুন বিসিএসের জন্য, প্রথমবারের মত এইচএসসি পরীক্ষায় ছেলেদের অংশগ্রহণ!
২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:২০
নতুন বলেছেন: পর্নোসাইট এর সাথে আপনার এই মাল্টি নিকেরও ব্যান চাই।
১৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২১
মনিরা সুলতানা বলেছেন: ট্রাই করতে হবে
ধন্যবাদ
২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩০
নতুন বলেছেন: ধন্যবাদ.,...
১৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪
ফয়সাল রকি বলেছেন: সময় সুযোগ বুঝে আমার বউকে রেসিপিটা হ্যান্ডওভার করবো..
+++
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৩
নতুন বলেছেন: ভাবী কেমন রান্না করলো টেস্ট করতে আমাকে দাওয়াদ দিতে ভুলবেন না কিন্তু...
১৬| ০২ রা মে, ২০১৬ দুপুর ১:২৭
কল্লোল পথিক বলেছেন: শিখে নিলাম বিফ স্টেক বানানোর সহজে পদ্ধতি।
০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৪:০৫
নতুন বলেছেন: এবার বানান এবং আমাদের দাওয়াত করুন...
১৭| ২৫ শে মে, ২০১৬ রাত ৩:১৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারন পোস্ট। আমি সময় করে বানাব। দাওয়াত রইল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় খাবার বানানোর পদ্ধতিটি কাজে লাগবে এইবার।
২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:২৪
নতুন বলেছেন: ধন্যবাদ... বানান এবং জানান কেমন হ্ইলো।
১৮| ২৮ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৪
পবন সরকার বলেছেন: দারুণ রেসেপি
২৮ শে মে, ২০১৬ দুপুর ১:৫০
নতুন বলেছেন: ধন্যবাদ...
১৯| ৩০ শে মে, ২০১৬ রাত ১২:৫২
মহা সমন্বয় বলেছেন: আহা ক্ষুদা লেগে গেল যে
৩০ শে মে, ২০১৬ রাত ১:৩৬
নতুন বলেছেন: বানাইয়া আমাদের দাওয়াত দেন...
২০| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:০২
বিজন রয় বলেছেন: দেখতে এলাম নতুন কি পোস্ট দিলেন।
৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৯
নতুন বলেছেন: আমার সব পোস্টই তো নতুন
সময় হচ্ছে না ভাই... কামলা খাইটা বাড়ী গিয়ে আমার মেয়ের সাথে সময় চলে যায়...
২১| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:৫২
বিজন রয় বলেছেন: আমার মেয়ের সাথে সময় চলে যায়...
ওটাই সবচেয়ে ভাল।
ওভাবেই চলুক।
শুভকামনা।
৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৬
নতুন বলেছেন: হুম তবুও সব সময়ই ব্লগের লেখা পড়তে আসি...ব্লগিংটা নেশা হয়ে গেছে...
যেমন এখন কামলার ফাকে লগইন করেছি।
২২| ২৪ শে জুন, ২০১৬ রাত ১০:২২
খোরশেদ আলম সৈকত বলেছেন: ভাই ক্ষিদা লাগায় দিলেন তো......
২৫ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৯
নতুন বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৭
উর্বি বলেছেন: দারুন