নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

অবসরে যারা ফেসবুকে ঘুরতে আগ্রহী তাদের জন্য একটা অফার।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭


ফেসবুকাইতে সবারই ভাল লাগে আর বত`মানে ফেসবুক নাই এমন মানুষ পাওয়া কস্ট।

আমি ফেসবুকে মাকে`টিংএর জন্য কয়েকজন কে খুজছি।

কাজ >>> ফেসবুকে ঘুরারাঘুরি করা। :)

হুম সত্যি :) যদি আপনার হাতে সময় থাকে এবং সেই সময় ফেসবুকে ঘুরেই কাটান তবে সেই সময়ে আমার কাজ করতে পারেন।

আগ্রহীরা ইমেইল বা আমার পেজে যোগাযোগ করতে পারেন।

ইন্টারভিউ এর প্রথম পব` :--আমার সাথে যোগাযোগের ইমেইল খুজে বের করুন এবং যেই ফেসবুক পেজের জন্য কাজ করতে হবে তাতে ম্যাসেজ দিন।

সম্মানী আলোচনা সাপেক্ষ



মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৪

কাবিল বলেছেন: ফেবু এখন আর ভাল লাগে না।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬

নতুন বলেছেন: কেন ভাই এতো কি কস্ট মনে? :)

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৬

যোগী বলেছেন:
ব্যাপারটা ভালোতো!
ইন্টারভিউ আইডিয়াটাও দারুন।
তবে আমার কোন ফেসবুক নাই।
একটা স্টার্টআপের চিন্তা করছি অনেক দিন থেকেই, কিন্তু এখনো কিছু ফাইনাল করতে পারিনি।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯

নতুন বলেছেন: যারা আগ্রহী তারাই শুধু আমার ঠিকানা এবং পেজের ঠিকানা খুজে যোগাযোগ করবে তাই এইটা করা।

স্টাট না করলে তো কিছুই হবেনা। স্টাট করেন... হবে যাবে... :)

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩

যোগী বলেছেন:
হাতে সময় থাকলে এই লেখাটা একটু দেইখেন। বিশেষ করে কমেন্টগুলা। কি শুরু করেছে পাকি হায়নারা ছোটো মেয়েটার লেখায়।
http://www.huffingtonpost.com/entry/a-forgotten-genocide-bangladesh-1971_us_5854911ae4b06ae7ec2a3e89

১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪

নতুন বলেছেন: হুম... জবাব দিন... আমিও দিচ্ছি।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:২৩

চাঁদগাজী বলেছেন:


আমার ফেবু একাউন্ট নেই; আপনি আপনার একাউন্টে কি লিখেন?

২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫২

নতুন বলেছেন: সব`নাশ... ফেসবুক একাউন্ট নাই?

ঐটা একটা ইকমাস` সাইটের মাকেটিং পেজ...

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫

বিজন রয় বলেছেন: এটা কি ঘরে বসে আয়ের ব্যবস্থা।

কেমন আছেন?

২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৭

নতুন বলেছেন: কাজটা ঘরে বসেই করতে পারবে। ফেসবুকে মাকেটিং এর কাজ।

ভালই্ আছি ভাই। আপনি কেমন...

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮

বিজন রয় বলেছেন: ভাল আছি আপাতত। আবার কখন খারাপ অবস্থায় পড়ি সেই চিন্তায় আছি।

ধন্যবাদ।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২১

আমিই মিসির আলী বলেছেন: এ্যাঁ!!

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১১

নতুন বলেছেন: হ্যা!!

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৪

ভারসাম্য বলেছেন: আমিও প্রায় একই রকম একটা অফার দিলাম আপনারে। কী করা লাগবে, কেম্নে করবেন সব খুইজ্জা বাইর করেন। :P

+++

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৩

নতুন বলেছেন: আপনার এপস দেখার চেস্টা করবো। ৫ স্টার দিয়ে দেব ভাল লাগলে... ;)

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩২

শামীম সরদার নিশু বলেছেন: ফেসবুক ছেড়ে ব্লগে আসলাম,
এখানেও দেখি ফেসবুক প্রসংগ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০

নতুন বলেছেন: ব্লগে অনেক ক্রিয়েটিভ এবং প্রফেসনাল মানুষ আছে তাদের সাহাজ্য পাবার জন্যই এই জিঙ্গাসা...

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০৬

সচেতনহ্যাপী বলেছেন: অনিয়মিত বলে, এর খোজ ছিল না!!
আমার ফেবুতে শুধু আমার পরিজনরাই।। কি হবে??
অন্য এ্যাকাউন্টে প্রতিষ্ঠিতরাই দাপিয়ে বেড়াচ্ছে।। কি আর করা!!
অঃটঃ অনেকদিন পর!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৩

নতুন বলেছেন: ফেসবুকে ঢুকি অন্যরা কি করে তা দেখার জন্য.... আর এখন এটা ব্যবসার জন্য একটা প্লাটফ`ম হয়ে যাচ্ছে.... তাই দেখি কি করা যায়...

আগের মতন সময় পাই না.... আগে ছিলাম ম্যারেড ব্যাচেলার...তাই ব্লগই ছিলো সময় কাটানোর জায়গা.... এখন পরিবারের সাথে...আর কামলা দিয়ে টাইম পাইনা...

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪৫

সেলিম মোঃ রুম্মান বলেছেন: আপনার পেজ-এ মেসেজ দিয়েছি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১

নতুন বলেছেন: আমি ইমেইল করেছি.... উত্তর দিন... আলাপ করি দেখি কি করা যায়..

১২| ১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

সমাজের থেকে আলাদা বলেছেন: dude, I regret this. I deleted my facebook ID long ago

১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২২

নতুন বলেছেন: i don't waste my time in facebook but i want to use it for my business. that's why i'm looking for some one who spend time on FB and want to do some work in FB.

১৩| ২২ শে মে, ২০১৭ বিকাল ৩:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফেবুতে তো সারাদিনই ঘুরাঘুরি করি

২২ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৩

নতুন বলেছেন: আপনি যদি আমাদের জন্য কাজ করতে চান তবে বলতে পারেন... অল্প কিছু সম্মানীর ব্যবস্তা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.