নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
ফেসবুকাইতে সবারই ভাল লাগে আর বত`মানে ফেসবুক নাই এমন মানুষ পাওয়া কস্ট।
আমি ফেসবুকে মাকে`টিংএর জন্য কয়েকজন কে খুজছি।
কাজ >>> ফেসবুকে ঘুরারাঘুরি করা।
হুম সত্যি যদি আপনার হাতে সময় থাকে এবং সেই সময় ফেসবুকে ঘুরেই কাটান তবে সেই সময়ে আমার কাজ করতে পারেন।
আগ্রহীরা ইমেইল বা আমার পেজে যোগাযোগ করতে পারেন।
ইন্টারভিউ এর প্রথম পব` :--আমার সাথে যোগাযোগের ইমেইল খুজে বের করুন এবং যেই ফেসবুক পেজের জন্য কাজ করতে হবে তাতে ম্যাসেজ দিন।
সম্মানী আলোচনা সাপেক্ষ
১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬
নতুন বলেছেন: কেন ভাই এতো কি কস্ট মনে?
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৬
যোগী বলেছেন:
ব্যাপারটা ভালোতো!
ইন্টারভিউ আইডিয়াটাও দারুন।
তবে আমার কোন ফেসবুক নাই।
একটা স্টার্টআপের চিন্তা করছি অনেক দিন থেকেই, কিন্তু এখনো কিছু ফাইনাল করতে পারিনি।
১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯
নতুন বলেছেন: যারা আগ্রহী তারাই শুধু আমার ঠিকানা এবং পেজের ঠিকানা খুজে যোগাযোগ করবে তাই এইটা করা।
স্টাট না করলে তো কিছুই হবেনা। স্টাট করেন... হবে যাবে...
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩
যোগী বলেছেন:
হাতে সময় থাকলে এই লেখাটা একটু দেইখেন। বিশেষ করে কমেন্টগুলা। কি শুরু করেছে পাকি হায়নারা ছোটো মেয়েটার লেখায়।
http://www.huffingtonpost.com/entry/a-forgotten-genocide-bangladesh-1971_us_5854911ae4b06ae7ec2a3e89
১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪
নতুন বলেছেন: হুম... জবাব দিন... আমিও দিচ্ছি।
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:২৩
চাঁদগাজী বলেছেন:
আমার ফেবু একাউন্ট নেই; আপনি আপনার একাউন্টে কি লিখেন?
২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫২
নতুন বলেছেন: সব`নাশ... ফেসবুক একাউন্ট নাই?
ঐটা একটা ইকমাস` সাইটের মাকেটিং পেজ...
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫
বিজন রয় বলেছেন: এটা কি ঘরে বসে আয়ের ব্যবস্থা।
কেমন আছেন?
২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৭
নতুন বলেছেন: কাজটা ঘরে বসেই করতে পারবে। ফেসবুকে মাকেটিং এর কাজ।
ভালই্ আছি ভাই। আপনি কেমন...
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮
বিজন রয় বলেছেন: ভাল আছি আপাতত। আবার কখন খারাপ অবস্থায় পড়ি সেই চিন্তায় আছি।
ধন্যবাদ।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২১
আমিই মিসির আলী বলেছেন: এ্যাঁ!!
২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১১
নতুন বলেছেন: হ্যা!!
৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৪
ভারসাম্য বলেছেন: আমিও প্রায় একই রকম একটা অফার দিলাম আপনারে। কী করা লাগবে, কেম্নে করবেন সব খুইজ্জা বাইর করেন।
+++
৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৩
নতুন বলেছেন: আপনার এপস দেখার চেস্টা করবো। ৫ স্টার দিয়ে দেব ভাল লাগলে...
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩২
শামীম সরদার নিশু বলেছেন: ফেসবুক ছেড়ে ব্লগে আসলাম,
এখানেও দেখি ফেসবুক প্রসংগ
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০
নতুন বলেছেন: ব্লগে অনেক ক্রিয়েটিভ এবং প্রফেসনাল মানুষ আছে তাদের সাহাজ্য পাবার জন্যই এই জিঙ্গাসা...
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০৬
সচেতনহ্যাপী বলেছেন: অনিয়মিত বলে, এর খোজ ছিল না!!
আমার ফেবুতে শুধু আমার পরিজনরাই।। কি হবে??
অন্য এ্যাকাউন্টে প্রতিষ্ঠিতরাই দাপিয়ে বেড়াচ্ছে।। কি আর করা!!
অঃটঃ অনেকদিন পর!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৩
নতুন বলেছেন: ফেসবুকে ঢুকি অন্যরা কি করে তা দেখার জন্য.... আর এখন এটা ব্যবসার জন্য একটা প্লাটফ`ম হয়ে যাচ্ছে.... তাই দেখি কি করা যায়...
আগের মতন সময় পাই না.... আগে ছিলাম ম্যারেড ব্যাচেলার...তাই ব্লগই ছিলো সময় কাটানোর জায়গা.... এখন পরিবারের সাথে...আর কামলা দিয়ে টাইম পাইনা...
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪৫
সেলিম মোঃ রুম্মান বলেছেন: আপনার পেজ-এ মেসেজ দিয়েছি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১
নতুন বলেছেন: আমি ইমেইল করেছি.... উত্তর দিন... আলাপ করি দেখি কি করা যায়..
১২| ১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
সমাজের থেকে আলাদা বলেছেন: dude, I regret this. I deleted my facebook ID long ago
১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২২
নতুন বলেছেন: i don't waste my time in facebook but i want to use it for my business. that's why i'm looking for some one who spend time on FB and want to do some work in FB.
১৩| ২২ শে মে, ২০১৭ বিকাল ৩:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ফেবুতে তো সারাদিনই ঘুরাঘুরি করি
২২ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৩
নতুন বলেছেন: আপনি যদি আমাদের জন্য কাজ করতে চান তবে বলতে পারেন... অল্প কিছু সম্মানীর ব্যবস্তা আছে।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৪
কাবিল বলেছেন: ফেবু এখন আর ভাল লাগে না।