|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 নতুন
নতুন
	ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
আজকাল বেশ কিছু আজিব পোস্ট সবাধিক পঠিত ব্লগ হিসেবে প্রথম পাতার পাশের স্হানটিতে দেখা যায়... 
একটু খুজে দেখলাম এই জিনিস তো পাবলিক এতো বেশি পড়ার কথা না... 
আজ একটা৯০০ লেখা দেখলাম 
''সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৭ রাত ১২:৫৪
৩১০৭ বার পঠিত'' 
মানে ১১ ঘন্টায় ৩১০৭ বার পড়া হয়েছে কিন্তু মন্তব্য ২টা.. 
ইন্টারনেটে দেখলাম... আপনিও পারেন নিজের ব্লগর পাঠ সংখ্যা বাড়াতে... 
কাজটা খুবই সহজ... পেজটা রিফ্রেস করুন... পাঠ সংখ্যা বেড়ে যাবে... 
আর অতটুকু কস্ট করতে চান না? তবে একটা এপপস নামিয়ে নিন... আপনার ব্রাউজারই আপনার পেজটা অট রিফ্রেস করে দেবে.. 
আমিও বেশি কস্ট করতে চাইনা... তাই একটা ভিডিও লিংক দিলাম... 
https://www.youtube.com/watch?v=iqtto2VSeD8 
 
  
 
এখন এই পোস্টিও সবাধিক পঠিত ব্লগ হিসেবে লটকাইয়া গেছে....   
 
এপস দিয়া ৯০০ বারের বেশি রিফ্রেস করছি মাত্র.... তাতেই চলে আসছে... 
আশা করি ব্লগ মডারেটারটা সবাধিক পঠিত ব্লগ হিসেবে ব্লগ সিলেক্ট করার জন্য অন্য কোন মাপকাঠি খুজেবের করবেন। 
 ১১৯ টি
    	১১৯ টি    	 +৯/-০
    	+৯/-০  ১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৬
১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৬
নতুন বলেছেন: ২৫১ বার পঠিত
  ১১ ই মে, ২০১৭  রাত ৮:৪৭
১১ ই মে, ২০১৭  রাত ৮:৪৭
নতুন বলেছেন: ৫২৪ বার পঠিত
  ১২ ই মে, ২০১৭  দুপুর ১২:৫০
১২ ই মে, ২০১৭  দুপুর ১২:৫০
নতুন বলেছেন: আমি কিন্তু ১০০০ পযন্ত বানাইছি... বাকি গুলান অরিজিনাল 
১১২৯ বার পঠিত
২|  ১১ ই মে, ২০১৭  বিকাল ৪:৪৪
১১ ই মে, ২০১৭  বিকাল ৪:৪৪
সমাজের থেকে আলাদা বলেছেন:  
  
 
  ১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:০৭
১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:০৭
নতুন বলেছেন:  
   
  
৩|  ১১ ই মে, ২০১৭  বিকাল ৪:৪৬
১১ ই মে, ২০১৭  বিকাল ৪:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তাই তো বলি দুই আড়াই হাজার বার পাঠ করার পিছনের কারণ কি হতে পারে!!!  
  ১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:০৪
১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:০৪
নতুন বলেছেন: নাঈম শুধু দুই আড়াই হাজার না... আরো অনেক বেশি পাঠ হয়েছে এমন ভালো ব্লগ অনেক আছে এই খানে... সেই গুলিতে প্রচুর আলোচনা হয়েছে... মন্তব্য এবং উত্তর আছে... 
আমি বলেছি কিছু ব্লগ আছে যাদের লেখা দেখলে মনে হয় এরা প্রচারযন্ত্রের মতন বিভিন্ন এজেন্ডা প্রচার করে... তাদের লেখা মানুষ পড়ে না। কিন্তু ৩১০০ পাঠক দেখায় এবং প্রথম পাতায় দেখায়.... সর্বাধিক পঠিত ব্লগ হিসেবে... তাদের কথা বলেছি আমি এই লেখায়...
৪|  ১১ ই মে, ২০১৭  বিকাল ৪:৫২
১১ ই মে, ২০১৭  বিকাল ৪:৫২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
মানবী'র পোস্ট বৃথা যাবে আজ শেষে,
অটো রিফ্রেশের তুফান বইবে বাংলাদেশে।
  ১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:০৮
১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:০৮
নতুন বলেছেন: মানবীর পোস্ট দেখেই বিষয়টা খেয়াল করলাম... তাই লিখলাম... 
কিছু মানুষ এই শুবিধা নিয়ে তাদের পোস্ট প্রথম পাতায় ঝুলিয়ে রাখবে সেটা ঠিক না। 
অনেকে মাল্টিনিক থেকে মন্তব্য করে প্রথম পাতায় থাকতে চায়...   
 
জনগন ফাউল হইয়া যা্ইতেছে দিন দিন..
৫|  ১১ ই মে, ২০১৭  বিকাল ৪:৫২
১১ ই মে, ২০১৭  বিকাল ৪:৫২
পদ্মপুকুর বলেছেন: না রে ভাই, গত সপ্তাহে আমার একটা লেখা ২ হাজারের কাছাকাছি পঠিত, এইটা কিন্ত আমার কোন ক্যারামতিতে হয়নি। আমি হয়ত ৫০বার ঢুকছি ওই লেখায়। মন্তব্য দেখার জন্য। @ নাঈম জাহাঙ্গীর নয়ন।
 
  ১১ ই মে, ২০১৭  বিকাল ৫:০২
১১ ই মে, ২০১৭  বিকাল ৫:০২
নতুন বলেছেন: I'm not telling all post do this . Some blogger doing this.
৬|  ১১ ই মে, ২০১৭  বিকাল ৫:০১
১১ ই মে, ২০১৭  বিকাল ৫:০১
পদ্মপুকুর বলেছেন: তবে, সর্বাধিক মন্তব্যপ্রাপ্ত হয়ে সিলেক্টেড ক্যাটেগরিতে যাওয়ার জন্য একটা প্রসেস আছে।
যেমন, ১৭টা মন্তব্য ১৭টা উত্তর
মোট ৩৪ টা মন্তব্য পেয়ে সর্বাধিক মন্তব্যপ্রাপ্ত
অন্যদিকে একজন ২৭টা মন্তব্য ৫টা উত্তর
মোট ৩২টা মন্তব্য পেয়ে সর্বাধিক মন্তব্যপ্রাপ্ত ক্যাটেগরিতে আসবেন না।
  ১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:০৯
১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:০৯
নতুন বলেছেন: সেটা সাভাবিক মন্তব্য হলে তো ভাল... 
মাল্টিনিক দিয়ে নিজেই বানানে ভালো না।
৭|  ১১ ই মে, ২০১৭  বিকাল ৫:৩৮
১১ ই মে, ২০১৭  বিকাল ৫:৩৮
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: ভালোই তো!!!
  ১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:১০
১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:১০
নতুন বলেছেন: হুম... বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে..
৮|  ১১ ই মে, ২০১৭  বিকাল ৫:৪৩
১১ ই মে, ২০১৭  বিকাল ৫:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: #পদ্ম ভাই , আমি কিন্তু আপনার সেইপোষ্ট দেখিনি মনে হচ্ছে, আর যদি দেখে থাকি তো একটা মন্তব্য থাকবেই।
৯|  ১১ ই মে, ২০১৭  বিকাল ৫:৫২
১১ ই মে, ২০১৭  বিকাল ৫:৫২
সত্যের ছায়া বলেছেন: কিছু ব্লগারদের ক্যারামতি ফাঁস হইতেছে!
  ১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:১০
১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:১০
নতুন বলেছেন: কিছু বদ ব্লগারের কেরামতি ফাস হবে... 
১০|  ১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:০০
১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:০০
সঞ্জয় নিপু বলেছেন: সেরাম বুদ্ধি দেখছি তো, 
মানুষের জনপ্রিয় হবার যে কি শখ ! 
  ১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:১১
১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:১১
নতুন বলেছেন: মানুষের জনপ্রিয় হবার জন্য কত কিছু করে...
১১|  ১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:১২
১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি বুঝেছি ভাই, বিষয়টি আমিও ভেবেছি কয়েকদিন একামনে অবাক হয়ে, কিছুই ঠাওর করতে পারিনি। ভেবেছি এত দ্রুত এত রিফ্রেশ করার সময় পায় কোথায়!!! আজ আপনার থেকে জানলাম।
  ১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:১৩
১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:১৩
নতুন বলেছেন: গুগুল মামা সব জানে... তাকে জিঙ্গাসা করুন... অনেক উত্তর পাবেন... 
১২|  ১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:১৭
১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:১৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এটা নামাতেই হবে, আর কোনো উপায় নেই।
  ১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:১৯
১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:১৯
নতুন বলেছেন: এটা করে কিছু অখাদ্যকি লিস্টিতে ঝুলিয়ে রাখার সুযোগ পায়...আর অসাধূ ব্লগার এই শুবিধা নেয়...
১৩|  ১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:২১
১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:২১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি।
পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। এখনে অনেকে জানতে পারবে কেমনে কী হয়।
  ১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:২৩
১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:২৩
নতুন বলেছেন: মানুষ খুজলে অবশ্যই সবকিছু বুঝতে পারে.... 
শিংগারার ভেতরে আলো কিভাবে গেলো এটা খুজে পাওয়া খুব কস্টকর না।
১৪|  ১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:২৫
১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:২৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহা। সত্য বলেছেন। সারাদিন ব্লগে পড়ে থাকি, কোনো হিট হয় না, কেউ মন্তব্য করে না লাইকও দেয় না 
  ১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:৩০
১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:৩০
নতুন বলেছেন: আপনি গুনি মানুষ...  
আপনার লেখা কঠিন বিষয়ে তাই জনগন পড়ে না পালিয়ে যায়. 
১৫|  ১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:৩২
১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৬:৩২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার মনটা খুশি করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। নিশ্চয় আপনার মঙ্গল হবে।
শুভ কামনা।
  ১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৭:০১
১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৭:০১
নতুন বলেছেন: ধন্যবাদ..
১৬|  ১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৭:০৭
১১ ই মে, ২০১৭  সন্ধ্যা  ৭:০৭
খালিদ১২২ বলেছেন: nice
  ১১ ই মে, ২০১৭  রাত ৮:৩২
১১ ই মে, ২০১৭  রাত ৮:৩২
নতুন বলেছেন: nice
১৭|  ১১ ই মে, ২০১৭  রাত ৮:০৭
১১ ই মে, ২০১৭  রাত ৮:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা বেশী দেখা যায় তালপাতার সেপাই-এর ব্লগে। মন্তব্য নাই অথচ হাজার হাজার ভিউ...
  ১১ ই মে, ২০১৭  রাত ১০:২৬
১১ ই মে, ২০১৭  রাত ১০:২৬
নতুন বলেছেন: হুম... উনি খুব কস্ট করে সরকারী প্রচারনা করেন তাই তার পোস্টের এতো জনপ্রিয়তা 
১৮|  ১১ ই মে, ২০১৭  রাত ৮:০৭
১১ ই মে, ২০১৭  রাত ৮:০৭
সুমন কর বলেছেন: হাহাহাহা..........তাই তো বলি, ক্যামনে কি !!!! 
ছিঃ ছিঃ রইলো ঐসব পোস্ট আর ব্লগারের জন্য।
  ১১ ই মে, ২০১৭  রাত ১০:২৭
১১ ই মে, ২০১৭  রাত ১০:২৭
নতুন বলেছেন: কিছু ব্লগার খুবই নাখোশ হবে এই খবর ফাসের ব্লগে...  
১৯|  ১১ ই মে, ২০১৭  রাত ৮:২৯
১১ ই মে, ২০১৭  রাত ৮:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বিচার মানি তালগাছ আমার বলেছেন এটা বেশী দেখা যায় তালপাতার সেপাই-এর ব্লগে। মন্তব্য নাই অথচ হাজার হাজার ভিউ...  
কথা কিন্ত সতয কইছে ভাই ।কিছু করা উচিৎ।
  ১১ ই মে, ২০১৭  রাত ১০:২৯
১১ ই মে, ২০১৭  রাত ১০:২৯
নতুন বলেছেন: এইটা পাল্টাইয়া দিতে হবে... বেশি পঠিত হলে সেটাতে আলোচনাও হবে... 
তাই এই লিস্ট অট আসলে... মডারেটরা সেটা একটু পড়লেই বুছতে পারবেন যে এটা আসলে কি কাহিনি...
২০|  ১১ ই মে, ২০১৭  রাত ৯:০৩
১১ ই মে, ২০১৭  রাত ৯:০৩
রাজীব নুর বলেছেন: যারা সত্যিকারের ভালো ব্লগার- তারা ফালতু ব্যাপার নিয়ে মাথা ঘামায় না।
সহজ সরল সত্য কথা হলো- ভালো লেখা হলে মানুষ আপনার লেখা খুঁজে নিবে।
  ১১ ই মে, ২০১৭  রাত ৯:১০
১১ ই মে, ২০১৭  রাত ৯:১০
নতুন বলেছেন: ভাই আমি লিখি কম পড়ি বেশি... আর আমার লেখা কে কতটুকু পড়লো সেটা নিয়ে কখনো মাথা ঘামিয়েছি বলে মনে পরে না। 
আজ মানবীর একটা পোস্টে এই রকমের বিষয়ে আলোচনা দেখলাম... তখন বিষটা নজরে পড়লো
কিছু পেইড ব্লগার তাদের লেখায় এই রকমের পদ্বতীতে ৩০০০+ ভিউ বানায় এবং সেটা সর্বাধিক পঠিত হিসেবে ডানের কলামে দেখায়.... সেটা এক রকমের প্রতারনা তাই এই বিষয়ে লিখলাম.... 
২১|  ১১ ই মে, ২০১৭  রাত ১০:০০
১১ ই মে, ২০১৭  রাত ১০:০০
সত্যের ছায়া বলেছেন: উপরের মন্তব্যটি কেটে দিন। লেখার মাঝখানে সাবমিট হয়ে গেছে। আসল কথা হলো  মডারেশন প্যানেলের নিকট একটি প্রস্তাব করছি- 
প্রস্তাব: ডান পাশের আলোচিত ব্লগগুলো প্রতি পাঁচ ঘন্টার পর সেখান থেকে স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেয়া হবে। সেটি যতই পঠিত হউক না কেন। আর আগের মত প্রতি তিন ঘন্টা পর পর স্বয়ং ক্রিয় আপডেট চালু থাকবে। 
মানে, যে পোষ্টা তিন ঘন্টা পর নতুন করে আলোচিত ঘরে উঠে আসবে সে পোষ্টা পাঁচ ঘন্টা পর সেখান থেকে অটোমেটিক চলে যাবে। সেটি যতই পঠিত কিংবা মন্তব্য বা লাইকপ্রাপ্ত হউক না কেন।
কেন করা হবে:
এমনও দেখেছি অপেক্ষাকৃত কম মানের কোন পোষ্ট বারো ঘন্টা পর্যন্ত আলোচিত ঘরে শোভা 
পায় অথচ তার অধিকাংশ লাইক, কমেন্ট, ভিউ মাল্টি নিকের সৃষ্টি! অথচ তার চেয়ে ভাল মানের পোষ্ট অল্প ব্যবধানে সত্যিকার লাইক ও কমেন্ট পেয়েও পিছনের পাতায় চলে যায়।
  ১১ ই মে, ২০১৭  রাত ১০:৩২
১১ ই মে, ২০১৭  রাত ১০:৩২
নতুন বলেছেন: খুবই চমতকার প্রস্তাব... 
আর যে কোন পোস্ট কোথাও স্টিকি করার আগে মডারেটার দেখে নিতে পারেন যাতে এই রকমের জচ্চুরি করেছে কিনা।
২২|  ১১ ই মে, ২০১৭  রাত ১০:২৩
১১ ই মে, ২০১৭  রাত ১০:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: এটা সত্যিই দেখি কাজ করে!!! গত তিন ঘণ্টা ধরে টেস্ট করছি! বাপস!!! আরো ভালো কাজ করে গুগল ক্রোমের সরাসরিটি!
  ১১ ই মে, ২০১৭  রাত ১০:৩৫
১১ ই মে, ২০১৭  রাত ১০:৩৫
নতুন বলেছেন: হুম কিছু ব্লগার এটা ব্যবহার করে না হলে ৩হাজার ভিউ কিন্তু ২টা মন্তব্য?? এবং খুবই একটা বোরিং বিষয়ে?
২৩|  ১১ ই মে, ২০১৭  রাত ১০:২৮
১১ ই মে, ২০১৭  রাত ১০:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ইউটিউবের ভিডিও'র উপরেও টেস্ট চালালাম। বিশটা নিয়ে বন্ধ হয়ে গেলো! এজন্যেই বলি পচা একটা গানও কিভাবে কোটি কোটি বার দেখা হয়ে যায়! এটা তো পুরা জোচ্চুরি!
এখন তো পেইড মার্কেটিং করতেও ভয় করছে। একটু খুজে দেখলাম, ফেইসবুকেও নকল লাইক দেওয়া সম্ভব।
  ১১ ই মে, ২০১৭  রাত ১০:৩১
১১ ই মে, ২০১৭  রাত ১০:৩১
নতুন বলেছেন: ফেসবুকের নকল লাইকের ব্যবসা বাংলাদেশের অনেক করে.... তাই অনেক একাউন্ট বাতিলও করেছে ফেসবুক/...
২৪|  ১১ ই মে, ২০১৭  রাত ১১:২১
১১ ই মে, ২০১৭  রাত ১১:২১
কবীর বলেছেন: 
দারুন একটা বিষয় নিয়ে লিখেছেন নতুন ভাই । 
অনেকে আছে পোষ্ট দিয়ে খবর থাকেনা, দেখা যাচ্ছে তারই পোষ্ট বেশি পাঠিত হয় !! 
  ১২ ই মে, ২০১৭  রাত ১২:৫০
১২ ই মে, ২০১৭  রাত ১২:৫০
নতুন বলেছেন: কিছু ব্লগার আছেন যারা এটা করে থাকে... বুঝিনা কেন মাল্টি নিক নিয়ে নিজেই মন্তব্য উত্তর দেয়... 
পেজ রিফ্রেস করে ভিউ বাড়ায়? 
এরা এক রকমের মানুষের ভাবে অসুস্থ বলেই মনে হয়।
২৫|  ১১ ই মে, ২০১৭  রাত ১১:২২
১১ ই মে, ২০১৭  রাত ১১:২২
মানবী বলেছেন: এমনিতেই এরা নাচুনি বুড়ি তার উপর আপনি ঢাকের বাড়ি দিচ্ছেন :-)
অসৎ ব্লগারদের নিজ পোস্টে পাঠ সংখ্যা বৃদ্ধি আর মাল্টি নিকে নিজের পিঠের চাপড়ে দেবার তান্ডবে সবাই বিরক্ত, আর আপনি স্ক্রীণ শটস্ টিউটোরিয়াল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন!!!
ভালো, স্যাটায়ার বলবো না ?টেকি পোস্ট বুঝতে পারছিনা   
 
ভালো থাকুন নতুন।
  ১২ ই মে, ২০১৭  রাত ১২:৫৩
১২ ই মে, ২০১৭  রাত ১২:৫৩
নতুন বলেছেন: আপুনি কিছু ব্লগার মনে করতো এটা ব্যবহার করে তারা অনেক স্মাট কাজ করছে... 
এখন সবাই বুঝতে পারবে যে এটা বাটপারি... তখন বিষয়টা নিয়ে বাহাদুরি করবেনা কেউ। 
২৬|  ১২ ই মে, ২০১৭  রাত ১২:৫৯
১২ ই মে, ২০১৭  রাত ১২:৫৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার আরো একটা পোষ্ট পেলাম। শিক্ষামূলক বটে।
  ১২ ই মে, ২০১৭  সকাল ১১:৩০
১২ ই মে, ২০১৭  সকাল ১১:৩০
নতুন বলেছেন: 
২৭|  ১২ ই মে, ২০১৭  রাত ১:১৩
১২ ই মে, ২০১৭  রাত ১:১৩
কাছের-মানুষ বলেছেন: এই ব্যাপারে মডারেটর একটা কাজ করতে পারে সমস্যা সমাধানের জন্য,  একই আই পি থেকে একাধিক ভিউ কাউন্ট না করলে নকল ভিউ কামানোওয়ালার কেল্লা ফতে হয়ে যেত !
এগুলো করে কি মজা পায় বুঝি না মানুষ বুঝিনা! 
  ১২ ই মে, ২০১৭  সকাল ১১:৪১
১২ ই মে, ২০১৭  সকাল ১১:৪১
নতুন বলেছেন: একই আই পি থেকে একাধিক ভিউ কাউন্ট না করলে নকল ভিউ কামানোওয়ালার কেল্লা ফতে হয়ে যেত !  
সেটা সম্ভব না কিন্তু কোন ব্যবস্তা হয়তো এরা নেবেন।
২৮|  ১২ ই মে, ২০১৭  রাত ১:১৬
১২ ই মে, ২০১৭  রাত ১:১৬
সচেতনহ্যাপী বলেছেন: সব বাটপারী ধরা খেল গুলিস্তানের মোড়ে!!   ।।
 ।।
তবে এদের জন্য ক্ষতি হচ্ছে অনেক ভাল লেখাও।। কারন সামান্য সময়ের জন্য যারা আসেন তাের দৃষ্টিই থকে প্রধানতঃ আলোচিত এবং পঠিতর দিকে!!
  ১২ ই মে, ২০১৭  দুপুর ১২:০৫
১২ ই মে, ২০১৭  দুপুর ১২:০৫
নতুন বলেছেন: এটাকে কাজে লাগাচ্ছে কিছু পেইড ব্লগার.... বসকে দেখাচ্ছে আমার লেখা ৩১০০ ভিউ হয়েছে... 
২৯|  ১২ ই মে, ২০১৭  রাত ৩:২৭
১২ ই মে, ২০১৭  রাত ৩:২৭
সোহানী বলেছেন: তাইতো বলি !!!! কিছু ছাগলের পোস্ট ৩ হাজারবার পঠিত দেখিয়া নিজেই লজ্জা পাইয়া লিখা ছাড়িয়া দিবার চিন্তা করিতেছিলাম  
  ১২ ই মে, ২০১৭  দুপুর ১২:০৬
১২ ই মে, ২০১৭  দুপুর ১২:০৬
নতুন বলেছেন: ছাগলের পোস্ট ৩ হাজারবার পঠিত দেখিয়া নিজেই লজ্জা পাইয়া লিখা ছাড়িয়া দিবার চিন্তা করিতেছিলাম  
  
   
   
   
 
৩০|  ১২ ই মে, ২০১৭  ভোর ৪:০৯
১২ ই মে, ২০১৭  ভোর ৪:০৯
সৌমিক আহমেদ খান বলেছেন: আমার পোস্ট ৫৭ বার পড়া হইসে।
এমন টেকনিক কাজে লাগবে। থ্যানকু ড্যুড  
  ১২ ই মে, ২০১৭  দুপুর ১২:০৭
১২ ই মে, ২০১৭  দুপুর ১২:০৭
নতুন বলেছেন: পোস্ট করেছি: ১টি
মন্তব্য করেছি: ১১৯টি
মন্তব্য পেয়েছি: ৮টি
ব্লগ লিখেছি: ১ মাস ৪ সপ্তাহ
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ০ জন 
ড্যুড  আরো বেশি পড়াশুনা করতে হবে ... 
৩১|  ১২ ই মে, ২০১৭  ভোর ৬:২৩
১২ ই মে, ২০১৭  ভোর ৬:২৩
কল্পদ্রুম বলেছেন: প্রথমবার যার মাথা থেকে এই আইডিয়া বের হয়েছে তাকে জিনিয়াস বলতে হবে।তবে জিনিয়াস মাথা ভালো কাজে খরচ না করে বাটপারিতে খরচ করেছে এই যা।যারা এই পদ্ধতি অবলম্বন করছেন কাজটা ঠিক করছে না।
  ১২ ই মে, ২০১৭  দুপুর ১২:২১
১২ ই মে, ২০১৭  দুপুর ১২:২১
নতুন বলেছেন: তারা অবশ্যই জিনিস
পেইড ব্লগিং করছে... এবং অখাদ্য লিখে ঠিকই টাকা নিয়ে নিচ্ছে.. আর এদের বসও তাদের বেতন দিচ্ছে...
৩২|  ১২ ই মে, ২০১৭  সকাল ৯:৪১
১২ ই মে, ২০১৭  সকাল ৯:৪১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
মেধাহীন ব্লগাররাই এমন অসৎ পন্থা অবলম্বণ করে।
অনেক ধন্যবাদ আপনাকে বিষয়টি নজরে আনার জন্য। 
  ১২ ই মে, ২০১৭  দুপুর ১২:৪৬
১২ ই মে, ২০১৭  দুপুর ১২:৪৬
নতুন বলেছেন: মেধাহীন ব্লগাররাই এমন অসৎ পন্থা অবলম্বণ করে।
৩৩|  ১২ ই মে, ২০১৭  সকাল ৯:৫৪
১২ ই মে, ২০১৭  সকাল ৯:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় মোহ!  হায় ছলনা!!!!
হাটে হাড়ি ভেঙ্গেতো দিলেন  , মডুরা দয়া করে একশন নিলেই সকলৈই বাঁচি!!!
 , মডুরা দয়া করে একশন নিলেই সকলৈই বাঁচি!!!
++++++++
  ১২ ই মে, ২০১৭  দুপুর ১২:৪৬
১২ ই মে, ২০১৭  দুপুর ১২:৪৬
নতুন বলেছেন: আশা করি মডুরা কিছু একটা করবেন।
৩৪|  ১২ ই মে, ২০১৭  সকাল ১১:২৪
১২ ই মে, ২০১৭  সকাল ১১:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাইতো কই! সারাদিনে ৩০ জন পাঠক পাইনা, আর কারো দেখি ১৭ মিনিটে ১২৬ বার পঠিত!!!!
  ১২ ই মে, ২০১৭  দুপুর ১২:৪৭
১২ ই মে, ২০১৭  দুপুর ১২:৪৭
নতুন বলেছেন: ভাই ভাল টপিক হইলে সবাই আসবে মন্তব্য করবে এবং পড়বে... 
শুধুই সংখ্যা দিয়ে সব বিচার করা ঠিক না।
৩৫|  ১২ ই মে, ২০১৭  সকাল ১১:২৫
১২ ই মে, ২০১৭  সকাল ১১:২৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমাদের মেধা আমরা কী কাজে ব্যয় করছি ভাবলে অবাক হতে হয়।
  ১২ ই মে, ২০১৭  দুপুর ১২:৪৭
১২ ই মে, ২০১৭  দুপুর ১২:৪৭
নতুন বলেছেন: ভালো কাজে ব্যায় করলে তো দেশের অবস্তা আরো ভালো হতো।
৩৬|  ১২ ই মে, ২০১৭  সকাল ১১:৫০
১২ ই মে, ২০১৭  সকাল ১১:৫০
বিলিয়ার রহমান বলেছেন: 
বেশ কয়েকজন এই আকাম করতেছে!!!!ব্যাপারটা বহুতদিন আগেই টের পাইছিলাম মেয়াবাই !
তয় বলি নাই! (জুনিয়র মানুষতো তাই)
এমন টোটকা দেওয়ার জন্য কোনটা নিবেন ধন্যবাদ নাকি অন্যবাদ!!
অফটপিক:- আমি কিন্তু আপনার নিকের একজন পাংখা( ফ্যান আরকি )
) 
৩৪ নম্বর মন্তব্যটা মুছে দেন প্লিজ
  ১২ ই মে, ২০১৭  দুপুর ১২:৪৮
১২ ই মে, ২০১৭  দুপুর ১২:৪৮
নতুন বলেছেন: সব`নাশ আমি আবার এমন কি লিখলাম যে আপনি পাংখ্যা হইয়া গেছেন 
৩৭|  ১২ ই মে, ২০১৭  সকাল ১১:৫৬
১২ ই মে, ২০১৭  সকাল ১১:৫৬
ধ্রুবক আলো বলেছেন: বাহঃ, অতীব ফাটাফাটি সিস্টেম। মারহাবা!!
সেলিব্রেটি হয়ে যাওয়ার অপূর্ণ সুযোগ  
  ১২ ই মে, ২০১৭  দুপুর ১২:৪৮
১২ ই মে, ২০১৭  দুপুর ১২:৪৮
নতুন বলেছেন: কিছু ব্লগার পেটের দায়ে এই কাজ করে।
৩৮|  ১২ ই মে, ২০১৭  দুপুর ১:২৩
১২ ই মে, ২০১৭  দুপুর ১:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৩৪ নং মন্তব্যে কি দোশ করলো ? @ বিলিয়ার রহমান ?????
৩৯|  ১২ ই মে, ২০১৭  বিকাল ৩:৪১
১২ ই মে, ২০১৭  বিকাল ৩:৪১
ধ্রুবক আলো বলেছেন: লেখক বলেছেন: কিছু ব্লগার পেটের দায়ে এই কাজ করে।।
হাহাহা যতার্থ বলেছেন।
  ১২ ই মে, ২০১৭  বিকাল ৩:৫১
১২ ই মে, ২০১৭  বিকাল ৩:৫১
নতুন বলেছেন: কিন্তু যারা এই ব্লগারদের পে করে তাদের চাকুরী বাতিল করা দরকার।
সামুতে অনেক ভালো ব্লগার আছে যাদের সরকারের প্রেসনোট ব্লগে দেবার  জন্য চাকুরী দেওয়া যেতে পারে এবং তারা আরো ভালো ব্লগিং করবে... এমন বাটপারি করবেনা।
আপটারওল এদের বেতনের টাকা হয়তো জনগনের ট্যাক্সের টাকায় দিচ্ছে তাই এটা যোগ্য লোককে দেওয়া উচিত।
৪০|  ১২ ই মে, ২০১৭  বিকাল ৪:৫১
১২ ই মে, ২০১৭  বিকাল ৪:৫১
হাফিজ রাহমান বলেছেন: ভাই ! নতুন একটা জানালেন। কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আপনার মতের সাথে আমি ১০০% একমত। অনেক অনেক ধন্যবাদ।
  ২২ শে মে, ২০১৭  বিকাল ৩:৩৫
২২ শে মে, ২০১৭  বিকাল ৩:৩৫
নতুন বলেছেন: ধন্যবাদ...
৪১|  ১২ ই মে, ২০১৭  বিকাল ৪:৫২
১২ ই মে, ২০১৭  বিকাল ৪:৫২
বিলিয়ার রহমান বলেছেন: @গিয়াস উদ্দিন লিটন ভাই ৩৪ নম্বরে আমার মন্তব্য ছিল। লেখক অনুরোধ রক্ষা করে সেটি মুছে দিয়েছেন!!
৪২|  ১৪ ই মে, ২০১৭  বিকাল ৫:৪৬
১৪ ই মে, ২০১৭  বিকাল ৫:৪৬
বাকরখানি বলেছেন:  বাকরখানিও এই লাইনে নামতে চায়। টেকা দিয়া কতা।
 বাকরখানিও এই লাইনে নামতে চায়। টেকা দিয়া কতা।
  ১৫ ই মে, ২০১৭  রাত ১২:০০
১৫ ই মে, ২০১৭  রাত ১২:০০
নতুন বলেছেন: ভাই এইখানেও দূনিতি আছে... 
যারা এই লোক নিয়োগ দেয় তারাও তাদের শালা/ভাতিজারে কইছে ব্লগিং কর... সরকারী প্রেসরিলিজ কপি পেস্ট কইরা ব্লগে দিবি... আর বেশি মানুষ যেন দেখে সেইটা খেয়াল রাখিস... 
আপনি আপনার যোগ্যতায় এই কাজ পাবেন না।  
 
৪৩|  ১৬ ই মে, ২০১৭  রাত ১২:১৫
১৬ ই মে, ২০১৭  রাত ১২:১৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি এক সময় কয়েকটা নোটিশ পেয়েছিলাম যাতে লাল নতুন দেখে ছিলাম, সেটা কি আপনার নাম ছিল?
  ১৬ ই মে, ২০১৭  দুপুর ১২:৪৫
১৬ ই মে, ২০১৭  দুপুর ১২:৪৫
নতুন বলেছেন: না সেটা নতুন মানে New ব্লগ বোঝাইছে..
৪৪|  ২২ শে মে, ২০১৭  বিকাল ৩:২৯
২২ শে মে, ২০১৭  বিকাল ৩:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: এতবার পঠিত করে আত্মতৃপ্তি কি আসবে?
  ২২ শে মে, ২০১৭  বিকাল ৩:৩৪
২২ শে মে, ২০১৭  বিকাল ৩:৩৪
নতুন বলেছেন: কিছু ব্লগার আছে যারা মনে হয় সরকারী প্রচারনা করে... তাদের বসকে দেখাতে হয় যে তাদের লেখা অনেকে পড়েছে... তাই তারাই এই পন্হা অবলম্বন করে...  
 
সেই রকমের একটা পোস্ট দেখেই এই পোস্টের অবতারনা
৪৫|  ২৫ শে মে, ২০১৭  রাত ২:২২
২৫ শে মে, ২০১৭  রাত ২:২২
সালমান মাহফুজ বলেছেন: হায়রে হিট ! নিজেরে হিটাইতে হিটাইতে একদিন তারা সত্যিই হিট হয়ে উঠেন !
 
সর্বাধিকের এই ফালতু লিস্ট বাদ দিলে স্বকামীগণের এই প্রবঞ্চনা থেকে আমাদের মুক্তি মিলতে পারে ।
  ২৬ শে মে, ২০১৭  রাত ১:০৩
২৬ শে মে, ২০১৭  রাত ১:০৩
নতুন বলেছেন: কয়েকদিন আগেই এইমন একটা পোস্টে আরেক ব্লগার লিখেছেন যে আগে পরের লেখায় ১৫-২০ ভিউ আর সরকারী প্রেস রিলিসে ৩০০+ ভিউ... 
এই ভাবে সবাই বুঝতে পারলে... একসময় এই রকম আর কেউ করবেনা।
৪৬|  ২৮ শে মে, ২০১৭  রাত ৮:১১
২৮ শে মে, ২০১৭  রাত ৮:১১
মোশারফ৩৪ বলেছেন: হাহাহাহা....
৪৭|  ০২ রা জুন, ২০১৭  সকাল ৯:৩৮
০২ রা জুন, ২০১৭  সকাল ৯:৩৮
তাতিয়ানা পোর্ট বলেছেন: How are you?
  ০২ রা জুন, ২০১৭  সকাল ৯:৪২
০২ রা জুন, ২০১৭  সকাল ৯:৪২
নতুন বলেছেন: ভালো আছি  আপনি কেমন আছেন?
 আপনি কেমন আছেন?
৪৮|  ০২ রা জুন, ২০১৭  সকাল ৯:৪৩
০২ রা জুন, ২০১৭  সকাল ৯:৪৩
তাতিয়ানা পোর্ট বলেছেন: Not good, very busy.
  ০২ রা জুন, ২০১৭  বিকাল ৪:২৯
০২ রা জুন, ২০১৭  বিকাল ৪:২৯
নতুন বলেছেন: ব্যস্ত থাকা তো ভাল... 
৪৯|  ০৪ ঠা জুন, ২০১৭  রাত ১:২৫
০৪ ঠা জুন, ২০১৭  রাত ১:২৫
Al Rajbari বলেছেন:  
  
৫০|  ০৫ ই জুন, ২০১৭  বিকাল ৫:৫৮
০৫ ই জুন, ২০১৭  বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন: 
ব্লগে ১ জন ব্লগার উনার লেখাকে কোনভাবে রিপ্রেশ করে "আলোচিত" এলাকায় আসেন সব সময়; তবে, বেশীর ভাগ ব্লগার উনাকে পছন্দ করেন না; উনার বোধশক্তির লেভেলে সমস্যা আছে
  ০৬ ই জুন, ২০১৭  রাত ১:০৫
০৬ ই জুন, ২০১৭  রাত ১:০৫
নতুন বলেছেন: আমার মনে হয় উনি সরকারী বা দলীয় সাথে` ব্লগিংরে হয়তো প্রচারনা এবং ব্লগিং একটিভিটি মনিটরিং করে.. 
নতুবা একজন প্রতিদিন সরকারী প্রেসরিলিজের মতন ব্লগ লেখেনা এবং রিফ্রেস করে আলোচিত এলাকায় আসার জন্য এমন চেস্টা করতো না...   
৫১|  ০৬ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৬
০৬ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৬
চাঁদগাজী বলেছেন: 
ঐ সরকারী ব্লগারের  লিখার হাত মোটামুটি ছিল; কিন্তু ভাবনাশক্তি সীমিত
  ০৬ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৮
০৬ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৮
নতুন বলেছেন: হুম.. উনার প্রেস রিলিজ লেখার অভ্যাস... 
৫২|  ০৬ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৯
০৬ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৯
গেম চেঞ্জার বলেছেন: আজিব এ দুনিয়া!!! বাঙালি যেখানেই মাথা দেয় সেখানেই বাগ ভাল্লুক বাইর করে ছাড়ে!!  
  ০৬ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:২০
০৬ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:২০
নতুন বলেছেন: আমাদের প্রতিভা আছে শুধু ঠিক জায়গা মতন কাজে লাগাইনা।
৫৩|  ১৪ ই জুন, ২০১৭  দুপুর ২:৩৪
১৪ ই জুন, ২০১৭  দুপুর ২:৩৪
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
ব্লগে কিছু কিছু ভূতুড়ে ব্যাপার দেখা যায়।
সামু এগুলো বন্ধ করেন না কেন জানিনা।
  ১৪ ই জুন, ২০১৭  বিকাল ৩:২৭
১৪ ই জুন, ২০১৭  বিকাল ৩:২৭
নতুন বলেছেন: আমাদের প্রতিভা আছে.. তাই এই সব জিনিস আকাজে ব্যবহার করে বাঙ্গালী...  
 
আছি ভালোই।
৫৪|  ২৬ শে জুলাই, ২০১৭  বিকাল ৪:৪৩
২৬ শে জুলাই, ২০১৭  বিকাল ৪:৪৩
নীল প্রজাপ্রতি বলেছেন: হায় হায়! গোপনঁ কথা ফাঁস করে দিলেন।
  ২৬ শে জুলাই, ২০১৭  বিকাল ৪:৫৭
২৬ শে জুলাই, ২০১৭  বিকাল ৪:৫৭
নতুন বলেছেন: 
৫৫|  ০১ লা আগস্ট, ২০১৭  রাত ১০:২৫
০১ লা আগস্ট, ২০১৭  রাত ১০:২৫
শাহীবুল বারী বলেছেন: না পড়লেও পঠিত হবে,,, এটা কেমন কথা? এমন করে লাভ কি?
  ০২ রা আগস্ট, ২০১৭  রাত ৩:২৪
০২ রা আগস্ট, ২০১৭  রাত ৩:২৪
নতুন বলেছেন: পাগলের সুখ মনে মনে... তারা নিজের লেখায় ভিউ বেশি দেখে সুখি হয়... 
অবশ্য আরেকটা বিষয় আছে... যারা ফরমায়েশি লেখা লিখেথাকে তাদের তো বস দের জবাব দিতে হয়... তাই হয়তো এই রকমের কাজ করে থাকে... 
বেশি দেখা যায় সরকারী প্রচারনায় রত কয়েক জন ব্লগারের লেখায়... 
৫৬|  ০৮ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৬
০৮ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৬
আবু মুছা আল আজাদ বলেছেন: অবাক বিষয়! নতুন করে জানলাম।
আর যেটা মানুষ পড়ে না তাতে সর্বাধিক করে কি লাভ?
  ০৮ ই আগস্ট, ২০১৭  রাত ১০:০৬
০৮ ই আগস্ট, ২০১৭  রাত ১০:০৬
নতুন বলেছেন: হুম... মানুষ অনেক কিছুই করে..
৫৭|  ২৫ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:১৮
২৫ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:১৮
নক্ষত্র নীড় বলেছেন: বেড়ালের গলায় ঘন্টা ,নতুবা পাহাদারই যথেষ্ট।না হয় রক্ষে নেই।প্রযুক্তি কারো একচেটিয়া নয়।আপনাকে খুব ধন্যবাদ।
  ২৫ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:২০
২৫ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:২০
নতুন বলেছেন: এখন মনে হয় একটু কমেছে এই কাজ 
৫৮|  ৩০ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:৫৬
৩০ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: জ্বীন তাড়ানো কবিরাজের মত কিছু ব্লগারাও নিজের সুনামের পিছে ছুটছে।(সব কিছু নিয়েইতো দেখছি প্রতারনা চলছে)
  ৩০ শে নভেম্বর, ২০১৭  বিকাল ৪:৩৩
৩০ শে নভেম্বর, ২০১৭  বিকাল ৪:৩৩
নতুন বলেছেন: আমাদের সমাজে ভন্ডামীর পরিমান অনেক বেড়ে গেছে। তাই ।
৫৯|  ৩০ শে নভেম্বর, ২০১৭  বিকাল ৪:৩৭
৩০ শে নভেম্বর, ২০১৭  বিকাল ৪:৩৭
নাঈমুর রহমান আকাশ বলেছেন: আপনার পোস্টটা স্টিকি করা বর্তমান সময়ের দাবী।
  ৩০ শে নভেম্বর, ২০১৭  বিকাল ৪:৫২
৩০ শে নভেম্বর, ২০১৭  বিকাল ৪:৫২
নতুন বলেছেন: এটা অনেকেই জানে কারা মাঝে মাঝে পাবেন এমন ভুতুড়ে জনপ্রিয় পোস্ট... 
৬০|  ০২ রা ডিসেম্বর, ২০১৭  রাত ২:৩৬
০২ রা ডিসেম্বর, ২০১৭  রাত ২:৩৬
আমি তনুর ভাই বলেছেন: Wonderful blog!!! I liked the complete article…. great written,Thanks for all the information you have provided…
  ০২ রা ডিসেম্বর, ২০১৭  রাত ৩:৩১
০২ রা ডিসেম্বর, ২০১৭  রাত ৩:৩১
নতুন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০১৭  বিকাল ৪:৩১
১১ ই মে, ২০১৭  বিকাল ৪:৩১
নতুন বলেছেন: সেন্চুরি হয়ে গেছে... ১০২
