নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

কাজের ফাকে তোলা ছবি_ ২০১৪ থেকে ২০২০ _ নতুনোটোগ্রাফী ২৪

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৩

ছবি তুলতে ভালো লাগে, আগে নতুনোটোগ্রাফী নামে সিরিজে তোলা ছবি দিতাম। মাঝে কয়েক বছর দেওয়া হয় নাই।
এখন অবসরে দেখলাম কিছু ছবি সবার জন্য দেওয়াই যায়। বেশির ভাগই মোবাইলে তোলা।

দুবাইএর লাভ লেকে সূযা`স্ত


হোটেল আটলান্টিস দি পাম, দুবাই সূযাস্তে ( ইফেক্ট আছে ছবিতে)


অকি`ড ফুল ( আগে ভুলে ক্যাকটাস লিখছিলাম :) )


সম্ভবত ম্যানডেভিলা ফুল...


সরিশা ফুল


হলুদ ফুল নাম জানি না।


ল্যান্টেনা ফুল .. কয়েক রংএর হয়।


পদ্মা নদীর মাঝি


সূয` নামে পাটে...


হাজার বুদ্ধার ছবি নিয়ে বুদ্ধার কোলাজ


ফ্যালকন মি: হাবিব উনার কাজ কাক তাড়ানো।


বিদ্রোহী পাম গাছ


চারকন্যা এক ছবি :)


আমার জানালার টবে ফোটা ফুল নাম ভুলে গেছি (ক্যামেরায় তোলা)


মেঘের আনাগোনা


সূযি`মামা দিচ্ছে ডুব


বোগানভিলা ফুল


নাম জানি না।


ছবিটা কি চাদের আলোয় তোলা নাকি দিনের বেলায় তোলা?


কেমন লাগলো জানাবেন... ( আরো ভাল করার পরামশ` )

আগের নতুনোটোগ্রাফীর জন্য>> আমার পুরান ফুটুক' স...
নতুনোটোগ্রাফী ২৩:
Click This Link
নতুনোটোগ্রাফী ২২:
Click This Link
নতুনোটোগ্রাফী ২১:
Click This Link
নতুনোটোগ্রাফী ২০:
Click This Link
নতুনোটোগ্রাফী ১৯:
Click This Link
নতুনোটোগ্রাফী ১৮ :
Click This Link
নতুনোটোগ্রাফী ১৭ :
Click This Link
নতুনোটোগ্রাফী ১৬ :
Click This Link
নতুনোটোগ্রাফী ১৫ :
Click This Link
নতুনোটোগ্রাফী ১৪ :
Click This Link
নতুনোটোগ্রাফী ১৩:
Click This Link
নতুনোটোগ্রাফী ১২ :
Click This Link
নতুনোটোগ্রাফী ১১ :
Click This Link
নতুনোটোগ্রাফী ১০ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০৯ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০৮ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০৭ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০৬ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০৫ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০৪ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০৩ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০২ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০১ :
Click This Link

মন্তব্য ৭৩ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: গুড জব।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৩

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪২

জুন বলেছেন: সুন্দর ছবি। তিন নং ফুলটা অর্কিড, ক্যাকটাস না :)

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫৯

নতুন বলেছেন: হুম মনে পরছে এইটা ক্যাকটাস।

বাকি গুলি গুগুলে নাম দেখে খুজে পাইছিলাম. এইটা মনে হইছিলো ক্যকটাস ছিলো।

৩| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫২

শের শায়রী বলেছেন: বুদ্ধার কোলাজটা কোথায় ভাই? আর শেষের টা দিনের আলোয় যদি ভুল না হয় :)

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০২

নতুন বলেছেন: গ্যালারী ওয়ান বিক্রি করতে ছিলো।

শেষেরটা ঠিকই আছে।

৪| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:



আপনি কি দুবাইতে বা অন্য কোন আরবদশে আছেন?

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৪

নতুন বলেছেন: দুবাইতে। দেশে গেলে ট্রানজিট নিয়ে ২ দিন ঘুরে যাবার দাওয়াত রইলো।

৫| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪২

মা.হাসান বলেছেন: হলুদ ফুলটা মনে হয় তারা গ্যাদা।

ওটা দিনের বেলা তোলা ছবি বিশ্বাস করা কষ্ট।
কয়েকটা ছবিতে মনে হলো আলো কম। অবশ্য আমার মনিটর খুব পুরাতন , আলো কম হয় এমনিতেই।

এক x চারকন্যা এবং জলাশয়ের পাশে তোলা ছবিদুটোর প্রতি বিশেষ ভালোবাসা।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০০

নতুন বলেছেন: গ্যাদা ফুল না ভাই। নাম জানি না।

সকালের আলোতে ঐ দিন খুবই অন্য রকম লাগছিলো। ক্যামেরায় পুরো জিনিসটা ফুটে উঠেনা।

মোবাইলে তোলা ছবি অত সুন্দর হয় না।

৬| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৮

নীল আকাশ বলেছেন: হলুদ ফুলটা গাঁদা ফুল।
২ রাজকন্যাকে ৪টা বানানো পদ্ধতি দুর্দান্তই

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৩

নতুন বলেছেন: ফুলটা বেশ ছোট, গাঁদা ফুল না।

৭| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫০

নীল আকাশ বলেছেন: দুঃখিত রাজকন্যা একটাই হয়!

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৪

নতুন বলেছেন: এই রাজকন্যা আমার প্রান ভোমরা :)

৮| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১২

নীল আকাশ বলেছেন: নতুন ভাই, এটা গাদা-ই। আমার বাসার নীচেই হয়। শীতকালে মালিরা লাগায়। এরা বলে ইন্ডিয়ান গাদা। চেহারা অন্যরকম। পাপড়ি ছড়ানো।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪২

নতুন বলেছেন: আমার ধারনা ছিলো গাদা ফুল নিচের মতন হয়।
গুগুলে খুজে দেখবো।

গাদা হতেই পারে। আমাদের দেশে যেই গাদা দেখি তাদের চাচাতো মামাতো ভাই বোন হবে হয়তো।

৯| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২৪

বিভ্রান্ত পাঠক বলেছেন: বাহ, অনেক সুন্দর। এগুলো কি মোবাইলে নাকি ক্যামেরায়?

২০ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫০

নতুন বলেছেন: বেশির ভাগই মোবাইলে তোলা। হুয়াউই ওয়াই সেভেন

একটা নাইকন ডি৩২০০ ডিএসএল আরে তোলা।

১০| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, চেষ্টা করবো; আমার ১ বার দুবাই যাবার দরকার আছে।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:১৫

নতুন বলেছেন: খুবই ভালো লাগবে যদি কোন সাহাজ্য করতে পারি।

[email protected] , আসার আগে একটা ইমেইল করবেন।

১১| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ২:০২

রাজীব নুর বলেছেন: অনেক দিন পর আপনার ছবি ব্লগ পেলাম। ছবি গুলো সুন্দর।

২০ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫২

নতুন বলেছেন: অনেক দিন ছবি দেওয়া হয় না। ২০১৪-১৮ ছবি তোলা হয়েছিলো কম।

এখন আমার মেয়ের ছবি বেশি তুলি ।

১২| ২০ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:০৩

সোহানী বলেছেন: চমৎকার সব ছবি............

২০ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৭

নতুন বলেছেন: ধন্যবাদ

১৩| ২০ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৪

জুন বলেছেন: আপনি দ্বিতীয় ছবিটি পরে সংযোজন করেছেন নতুন। এই এডিট করার আগেই আমি ৩ নং ফুল যাকে আপনি ক্যাকটাস বলেছিলেন তা ছিল অর্কিড যা এখন ৪ নম্বরে নেমে গিয়েছে। বর্তমানে যেটা তিন তার নাম আমি জানি না :) কিন্ত আমার মন্তব্যে তা ভুল বার্তা দিচ্ছে :(
আশাকরি আমার কথাটি আপনি বুঝতে পারছেন। ভালো থাকুন আর নিরাপদে থাকুন সবসময়।

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৯

নতুন বলেছেন: ঠিক করে দিয়েছি। ঐটাকে ৩ নং এ দিয়েছি। আর নামটাও ঠিক করে দিয়েছি।

১৪| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবগুলো ছবিই ভালো লেগেছে। ১মটা একটু বেশিই ভালো লেগেছে। ফুলের ছবি, সম্ভবত ম্যান্ডেভিলা এবং আপনার জানালার টবের ফুলের ছবির রেজ্যুলেশন ভালো হওয়ায় দেখতে সুন্দর লাগছে।

চারকন্যা ইকুয়াল টু ওয়ান রাজকন্যার ছবিটা বুঝতে একটু সময় লেগেছিল। লাভলি পিকচার। রাজকন্যার জন্য অনেক অনেক শুভকামনা।

ব্লগে পোস্ট করতে গেলে সাইজ ছোট করতে হয়, সেজন্য অনেক ছবি ব্লার্ড হয়ে যায়।

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৫

নতুন বলেছেন: এই গুলা প্রায় কয়েক বছরের তোলা ছবি থেকে বেছে নেওয়া। :)

প্রথম ছবিটা তুলে নিজেই অবাক হয়েছিলাম। আফসোস হয়েছিলো কেন ক্যামেরাটা নিয়ে যাইনাই। হুট করেই গিয়েছিলাম ঐখানে।

জানালার ছবিটা ডিএসএলআরে তোলা তাই ভালো হয়েছে। বাকি গুলি মোবাইলে তোলা।

ধন্যবাদ ভাই।

১৫| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বলতে ভুলে গিয়েছিলাম, আসপেক্ট রেশিও ১৬ : ৯ করে তোলা ছবিগুলো একটু বেটার লাগে আমার কাছে।

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০০

নতুন বলেছেন: দুরের দৃশ্যগুলি ১৬ : ৯ তে মনে হয় ভালো হয়। কয়েকটা মনে হয় আছে ১৬:৯ এ।

১৬| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: হলুদ ফুলটার নাম গর্জন (অবশ্য এটা আমাদের এলাকায় বলে)। +++++

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৫

নতুন বলেছেন: এটা অবশ্য ডেইজি ফুল, নেটে পেলাম।
https://www.123rf.com/photo_23781617_bed-of-small-yellow-daisies-.html

১৭| ২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৫

রাজীব নুর বলেছেন: আবারও এসে ছবি গুলো দেখে গেলাম।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৫

নতুন বলেছেন: ধন্যবাদ নুর ভাই।

আবার আইসেন :)

১৮| ২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৯

আখেনাটেন বলেছেন: সুন্দর ছবি পোস্ট।

আপনার মেয়ে অনেক কিউট। মা-মণির জন্য ভালোবাসা।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫০

নতুন বলেছেন: দোয়া করবেন আমার মেয়ে যেন থাকে দুধে ভাতে....

ওকে নিয়ে ঘরে সময় কাটানো ভালোই যাচ্ছে আসলে.... :)

আর এখন সবচেয়ে বেশি ছবি তোলা হয় ওর।

১৯| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

লাভ লেকের সূর্যাস্তের ফ্রেমিংটা বেশ :)
ছবি গুলো দারুন লাগলো।

+++

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৮

নতুন বলেছেন: ছবিটা তোলার পরে আফসোস লাগছে কেন ক্যামেরা সাথে নিয়ে যাইনাই।

এত সুন্দর হয়েছে যে নিজেই অবাক হয়েগেছি। :)

২০| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৮

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! দারুণ সব ছবি !!
ছবি দেখে মিস করছি দুবাই কে ।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৯

নতুন বলেছেন: চলে আসেন সব কিছু সাভাবিক হলে...

২১| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৫

মেহবুবা বলেছেন: ল্যান্টেনা ফুল কোথায় পেলেন ?
ছবি দেখে ভাল লাগল।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২৪

নতুন বলেছেন: আমার কম`স্থলে।

অনেক গাছ এবং বাগান আছে তাই চলার পথে যখন ভালো কিছু চোখে পড়ে ছবি তুলে রাখি।

ধন্যবাদ।

২২| ২১ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:৫৩

ভুয়া মফিজ বলেছেন: লাভ লেকের গাছের হার্ট শেইপটা কি জেনুইন.....নাকি আমার মতো ভুয়া! :P
আপনার প্রতিটা ছবিই চমৎকার হয়েছে।

আমার বাড়ির ব্যাকইয়ার্ডে আগাছা হিসাবে এই ফুল অনাদরে ফোটে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবার এটার নাম দিয়েছি করোনা ফুল। :)

২২ শে এপ্রিল, ২০২০ রাত ১:৫৬

নতুন বলেছেন: দুবাইয়ের সব কিছুই কৃত্তিম।

মরুভুমির মাঝে এই লেক বানিয়েছে, কয়েক হাজার জাপানি কই মাছ আছে, এমন গাছ এবং সবই কৃত্তিম ।

এটাতো পুরাই করানা ফুল

২৩| ২৪ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

মিরোরডডল বলেছেন: সবগুলো ছবিই সুন্দর কিন্তু সানসেট থাকলে আর অন্য কোন ছবিতে ফোকাস করা যায়না । আমার প্রিয় সানসেট । লাভ লেকের ছবিটা অসাধারণ । লাভ সাইনটা যদি ন্যাচারাল হয়ে থাকে তাহলে বিষয়টা খুবই অদ্ভুত ।

বোগেনভেলিয়া আমার প্রিয় । জানালার পাশের ফুলটা জোস লেগেছে ।

রাজকন্যাটার চোখে কি মায়া ! সুপার কিউট । একদম একটা কাপকেক । এরকম বাবু দেখলে আমার খেয়ে ফেলতে ইচ্ছে করে :) রাজকন্যার জন্য অনেক অনেক আদর ।

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩৩

নতুন বলেছেন: লাভ লেক কৃত্তিম কিন্তু খুবই ভালো লাগে । ঐখানে জাপানী কই মাছ আছে, সেটার ছবি দেব আরেক দিন ঘুরে এসে।

রাজকন্যা আমার জান। :)

২৪| ০২ রা মে, ২০২০ সকাল ৭:৫৮

জাফরুল মবীন বলেছেন: ভাই কাজের ফাঁকে ছবি না তুলে বরং ছবি তোলার ফাে

২৫| ০২ রা মে, ২০২০ সকাল ৮:০১

জাফরুল মবীন বলেছেন: ভাই কাজের ফাঁকে ছবি না তুলে বরং ছবি তোলার ফাঁকে কাজ করিয়েন।ভালোলাগা জানিয়ে গেলাম :)

০২ রা মে, ২০২০ বিকাল ৫:০৬

নতুন বলেছেন: মাঝে মাঝে অবশ্য কাজ কমই থাকে তখন ফাকিবাজী করি তখন চারপাশে তাকানোর সময় হয়। :)

২৬| ০৩ রা মে, ২০২০ রাত ২:০৫

ওয়েব সাইট ডিজাইনার_হাসান বলেছেন: ছবিগুলো তোলা সুন্দর হয়েছে। তবে ভাল এডিট করে দিতে পারলে ভাল Online Job পাবেন। Shutterstock এ সেল দিতে পারবেন।

০৩ রা মে, ২০২০ রাত ২:২৬

নতুন বলেছেন: সাটারস্টকে কোটি কোটি ইমেজ আছে। ঐখানে ছবি দিয়ে রাখলে হয়তো কয়েক ডলার আসতে পারে কয়েক বছরে যদি কারুর পছন্দ হয়।

ছবিগুলি ভালো লেগেলে জেনে সুখী হলাম।

২৭| ১৫ ই মে, ২০২০ রাত ৯:১৯

মেহবুবা বলেছেন: সাহায্য প্রয়োজন ।
ফেসবুকে শেয়ার করলে পরে যে পোষ্ট শেয়ার করছি সেটা না দেখিয়ে নির্বাচিত সব পোষ্ট চলে আসে এবং কেমন লেখা। তারপর আর সেই পোষ্ট খুঁজে পাই না।

১৫ ই মে, ২০২০ রাত ৯:৪৭

নতুন বলেছেন: পোস্ট আপনার নিজের প্রফাইলে পাবেন। আমিও একটু আগে একটা পোস্ট সেয়ার করেছি এবং সেটা টাইমলাইনে নেই। নিজের প্রফাইল পেজে আছে।

২৮| ২২ শে মে, ২০২০ দুপুর ২:২৫

ডাকঘর সাহিত্য পত্রিকা বলেছেন: ছবিগুলো তোলা সুন্দর হয়েছ।
অসাধারণ দেখতে।
পোষ্টে ধন্যবাদ

২২ শে মে, ২০২০ দুপুর ২:৫৭

নতুন বলেছেন: ধন্যবাদ, ছবিগুলি কয়েক বছরের তোলা।

২৯| ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:০৮

মিরোরডডল বলেছেন: নতুনকে অনেকি থ্যাংকস একজনের কোনো একটি পোষ্টে দুর্দান্ত মন্তব্য করার জন্য ।
যেটা মাস্ট দরকার ছিল । আমি কমেন্ট করিনি বাট নতুনের কমেন্ট পছন্দ হয়েছে ।
আই ডোন্ট ওয়ানা মেনশান কোন পোষ্ট বুঝে নিতে হবে । আগুনে ঘি দিতে চাচ্ছিনা ।
পোষ্ট আর কমেন্ট পড়ে অনেক হাসলাম :)

বাই দা ওয়ে , ঈদে রাজকন্যাকে সাথে নিয়ে কি রেসিপি ছিল এবার ।

২৬ শে মে, ২০২০ বিকাল ৪:৪৩

নতুন বলেছেন: ধন্যবাদ :)

কিছু কিছু বুদ্ধিজীবিদের কাজকাম নাই তাই তারা বাঙ্গালীজাতীকে জ্ঞান দিতে আসে তখন না বলে পারা যায় না।

ডানা সকালে তার মা কে বলেছে '' মা আমাকে তোমার মতন সাজাইয়া দেও''

নতুন কাপড় পরে সাজুগুজু করে ছোট ভিডিও বানিয়ে সবাইকে দিয়েছিলাম।

বিকেলে আরেকটা নতুন পোষাক পড়িয়ে দেবার পরে আমাকে বলছে বাবা ঈদ করবা না???

আমি বলি করছিতো।
ডানা: না ,
আমি : কিভাবে ঈদ করবো?
ডানা: যেই ভাবে ইফতার করে, সেই ভাবে...

তখন বারগার খেতে চাইলো, তাই বারগার অডার করে সবাই ৩ জনে বসে ঈদ করলাম =p~

কিছুই বানানো হয় নাই। আজ ধইনা পাতা দিয়ে মুরগী রান্না করবো।

৩০| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

মিরোরডডল বলেছেন: তাই ? বাবু এতো কথা বলে !
বাহ খুব কিউটতো ! বড় হয়ে গেছে ।

I’ve got a nephew.
ওটাই আমার কলিজার টুকরা ।
এখানে এসেছিল । আমার হাত ধরে বেড়াতো ।
এতো সুইট ! আমি ওকে রসগোল্লা বলে ডাকি ।
চলে যাবার পর আমার ভীষণ মন খারাপ হয়েছিল :(
সব কিছুতেই তাকে খুঁজি ।

২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৯

নতুন বলেছেন: হুম দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে যাচ্ছে। ২১ তারিকে ৫ বছর পূন` হয়েগেলো। ১৫-২০ বছর পরেই তো ওকে ছাড়া থাকার অভ্যাস করতে হবে।

৩১| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোষ্ট। ভাল লাগলো অনেক।

আজ ঢাকায় সারাদিন বলতে গেলে বৃষ্টি । আবহাওয়া গত লক ডাউন বলা যায়।

ঈদ মুবারক নতুন।

৩২| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪২

মিরোরডডল বলেছেন: আমাদের ফাইভ ইয়ারস ডলটার জন্য অনেক শুভকামনা

২৭ শে মে, ২০২০ রাত ৮:১১

নতুন বলেছেন: ৫ বছর আগে আমাদের হৃদয় জুড়ে ডানা এসেছিলো। এখন কত বড় হয়ে গেছে। একটা সময় আমাদের ছেড়ে চলে যাবে ভাবতেই মনটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে।

শারমিন যখন জিঙ্গাস করে মেয়েকে বিয়ে কিয়ে কিভাবে থাকবা??

আমি বলি আমরা ঘর শশুর শাশুরী হিসেবে চলে যাবো। :)



৩৩| ২৭ শে মে, ২০২০ রাত ৮:৫৪

মিরোরডডল বলেছেন: ঘর শ্বশুর শাশুড়ি ? হা হা হা.....

বিয়ে অনেক পরের কথা । টিনএজেই তাঁদের একটা নিজস্ব জগত হয়ে যায় । তারপর পড়ালেখার জন্য একটু দূরে যাওয়া, তারপর ক্যারিয়ার, এভাবে কবে কখন যে আস্তে আস্তে দূরত্ব হয়ে যায় । আমরা নিজেরাই তাই করে আসছি আমাদের প্যারেন্টসদের সাথে ।
এতকিছুর পর একটাই সান্ত্বনা, কমিউনিকেশন ইজ সো ইজি নাও, উই ক্যান অলওয়েজ ইন টাচ উইথ ফ্যামিলি ।

Don’t worry, if you are the best friend of your daughter, she will be always with you.
মেয়েদের মনে বাবার জন্য একটা স্পেশাল স্পেইস সবসময়ই থাকে । বাবাকে নিয়ে আমার একটা লেখা ।

https://www.somewhereinblog.net/blog/MirroredDoll/30285209

২৭ শে মে, ২০২০ রাত ৯:৪০

নতুন বলেছেন: বাবার সাথে মেয়েদের টানটা মনে হয় খুবই বেশি হয়।

আমার বোন এখনো বাবার জন্য কত কিছু করার চেস্টা করে। ভাবে।

মেয়েদের মনে বাবার জন্য একটা স্পেইস থাকেই। :)

৩৪| ২৭ শে মে, ২০২০ রাত ৮:৫৭

মিরোরডডল বলেছেন: রাজকন্যাতো অনেক বড় হয়ে গেছে :)

৩৫| ২৯ শে মে, ২০২০ দুপুর ২:১১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: পাম গাছ বিদ্রোহী ছিল নাকি তারে আপনি বিদ্রোহী হালতে নিয়ে গেছেন! খারাপ না ভালোই ;)

শেষেরটা দিনের, আর দিনের হলেও তা দিনের ঘুমন্ত কিংবা তন্দ্রাঘোরে :)


ঈদ মোবারক,
আম্মুটির জন্য থাকলো শুভকামনা।

২৯ শে মে, ২০২০ দুপুর ২:৩২

নতুন বলেছেন: পাম বৃক্ষ বিদোহী ছিলো কারন সে প্রতিকুল পরিবেশে অল্পকিছু পাতা নিয়ে বেচে আছে। হাল ছেড়ে দেয় নাই।

শেষের ছবিটা যখন তুলি তখন অবাক হয়ে গিয়েছিলাম। ঐদিন আলোর রিফ্লেকসনে ঐ জায়গাটা অদ্ভুত লাগছিলো।

ক্যামেরায় ১% ও আসেনাই ঐ ইফেক্টের।

ধন্যবাদ আপনিও ভালো থাকবেন। :)

৩৬| ০২ রা জুন, ২০২০ রাত ৯:০১

Abiruddin@ বলেছেন: My good please save every person

Your blog every nice and I am also travel blogger i am from India also check my website pleaseVisit

০৩ রা জুন, ২০২০ রাত ১২:২৬

নতুন বলেছেন: আপনার ভ্রমন বিয়ষে এখানেও লিখুন। সবাই নতুন স্থান সম্পকে জানতে পারবে।

৩৭| ০২ রা জুন, ২০২০ রাত ৯:০৫

ডার্ক ম্যান বলেছেন: একজনকে চার রাজকন্যা বানিয়েছেন

০৩ রা জুন, ২০২০ রাত ১২:২৮

নতুন বলেছেন: :) এখন রাজকন্যার ছবিই বেশি তোলা হয়। মাঝে মাঝে রান্নাবান্না বা অন্য কিছূর ভিডিও।

পোলাপাইনরে ব্যস্ত রাখাও হলো আবার পারসোনালিটি ডেভলপমেন্টেও সাহাজ্য করে।

৩৮| ২৪ শে জুন, ২০২০ রাত ৮:৩৩

Alamin12 বলেছেন: ছবি গুলা অনেক সুন্দরview this link

২৪ শে জুন, ২০২০ রাত ১০:৫২

নতুন বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.