নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

কাজের ফাকে তোলা ছবি_২০২১ _ নতুনোটোগ্রাফী ২৫

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪১

কাজের ফাকে তোলা কিছু ছবি দিয়ে নতুন পোস্ট করলাম।



মৌমাছি ফুলে ফুলে মধু খায়

বিরাট ফুটবল খেলার আয়োজন ( পুরান ঢাকাতে)

মেঘে মেঘে যায় বেলা

কুয়াশা ঢাকা দুবাইয়ের সকাল

বেলা শেষে

পার্কের নাম জানা ফুল

ঝাড়বাতি


আগের নতুনোটোগ্রাফীর জন্য>> আমার পুরান ফুটুক' স...
নতুনোটোগ্রাফী ২৪
https://www.somewhereinblog.net/blog/neoblog/30296360
নতুনোটোগ্রাফী ২৩:
Click This Link
নতুনোটোগ্রাফী ২২:
Click This Link
নতুনোটোগ্রাফী ২১:
Click This Link
নতুনোটোগ্রাফী ২০:
Click This Link
নতুনোটোগ্রাফী ১৯:
Click This Link
নতুনোটোগ্রাফী ১৮ :
Click This Link
নতুনোটোগ্রাফী ১৭ :
Click This Link
নতুনোটোগ্রাফী ১৬ :
Click This Link
নতুনোটোগ্রাফী ১৫ :
Click This Link
নতুনোটোগ্রাফী ১৪ :
Click This Link
নতুনোটোগ্রাফী ১৩:
Click This Link
নতুনোটোগ্রাফী ১২ :
Click This Link
নতুনোটোগ্রাফী ১১ :
Click This Link
নতুনোটোগ্রাফী ১০ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০৯ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০৮ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০৭ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০৬ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০৫ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০৪ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০৩ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০২ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০১ :
Click This Link

মন্তব্য ৪০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:



দুবাইতে কি পরিমাণ বাংগালী আছেন, কেমন আছেন?

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১১

নতুন বলেছেন: দুবাইতে প্রায় ৫ লক্ষ বাঙ্গালী আছেন।

আমরা ভালোই আছি।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:



২১ শে ফেব্রুয়ারীতে আপনারা একত্রিত হয়ে থাকেন? আপনি বক্তৃতা দেন?

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৩

নতুন বলেছেন: আমি কামলাদেই তাই বেশির ভাগ অনুস্ঠানেই থাকা হয় না।

তবে আমাদের কর্মস্থলে ২ বার বিজয়দিবষ উপলক্ষে অনুস্ঠানের আয়োজন করেছিলাম।

বক্তৃিতা দিতে পারি, পাবলিক স্পিকিং এ সমস্যা হয় না। কিন্তু গলাবাজি করিনা কখনো।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৮

মিরোরডডল বলেছেন:




সেই আইয়্যামে জাহেলিয়াতের যুগে নতুনের পোষ্ট এসেছিলো ।
এতদিন পর একটা আসলো তাহলে :)

পুরান ঢাকার ছবিটা কোত্থেকে তোলা ?
মনে হচ্ছে গুহার ভেতর থেকে B:-)

বেলা শেষে আর কুয়াশা এই ছবি দুটো জোস !!!!


২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২০

নতুন বলেছেন: হঠাত মনে হইলো মেলা দিন হয় কোন পোস্ট দেওয়া হয় না।

যদি ব্লগে সদস্যপদ বাতিল হয় না যায় তাই একটা পোস্ট দিলাম আর কি :)

পুরান ঢাকায়, বেগম বাজারের কাছে গ্রান্ড নওয়াবে কাচ্চি বিরিয়ানি খেয়ে পায়ে হেটে লক্ষী বাজারে গেছিলাম কিছু ক্যালোরী বার্ণ করতে। তখন পথে এই খেলা চলতেছিলো :)

গত সপ্তায় দুবাইতে খুব ঘন কুয়াশা পড়েছিলো। রাস্তার পাসের রাডার ক্যামেরা গুলি দেখা যাচ্ছিলো না এক দিন।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৬

ঢুকিচেপা বলেছেন: ভোরে উঠা হয় না তাই ভোরের কুয়াশা দেখা হয় না। এবার শীতে ২/১ দিন সারাদিন কুয়াশা ছিল।
কাজের ফাঁকে তোলা ছবি দেখে গেলাম।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২২

নতুন বলেছেন: কামলা জীবনে ভোরে না উঠলে তো সমস্যা তাই ৭.৩০টায় এলাম ৮টায় গাড়ীতে ৮.৩০ টায় অফিসে :)

কুয়াশায় গাড়ী চালাতে ভালোই লাগছিলো কয়েক দিন।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৫

নয়ন বড়ুয়া বলেছেন: অসাধারণ একেকটা ক্লিক...
ভালো থাকবেন...

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৫

নতুন বলেছেন: ধন্যবাদ । আপনিও ভালো থাকবেন।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৮

সোহানী বলেছেন: চমৎকার +++

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৬

নতুন বলেছেন: ধন্যবাদ সোহানী।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৪

মা.হাসান বলেছেন: ফুটবলের আয়োজন যত বড় , ছবি তোলার আয়োজন তার চেয়ে কম বড় না, মনে হয় বড় ড্রিল মেশিন দিয়ে দেয়ালে ফুটো করে তার পরে তোলা :P

সব ছবিই চমৎকার এসেছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৭

নতুন বলেছেন: পুরান ঢাকায়, বেগম বাজারের কাছে গ্রান্ড নওয়াবে কাচ্চি বিরিয়ানি খেয়ে পায়ে হেটে লক্ষী বাজারে গেছিলাম কিছু ক্যালোরী বার্ণ করতে। তখন পথে এই খেলা চলতেছিল।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৫

নেওয়াজ আলি বলেছেন: দুবাইতে কোথায় আছেন আপনি

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৫

নতুন বলেছেন: দু্‌বাইতে আল র্বারসা সাউথ, মল অফ দা এমিরাসের কাছে। আপনিও কি এখানেই আছেন?

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, "... বক্তৃিতা দিতে পারি, পাবলিক স্পিকিং এ সমস্যা হয় না। কিন্তু গলাবাজি করিনা কখনো। "

-ভালো।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৩

নতুন বলেছেন: ধন্যবাদ :)

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখে ভালো লাগলো।
ছবি ব্লগ পোষ্ট আরো দিবেন। ছবি দেখতে আমার ভালো লাগে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪১

নতুন বলেছেন: আপনার ছবি ওয়ালা পোস্ট দেখেই তো আমার এই পোস্টা করতে ইচ্ছা হইলো :)

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: হাহা হা হা----

ধন্যবাদ। ভালো থাকুন।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৩

নতুন বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৮

কালো যাদুকর বলেছেন: সুন্দর। পুরানো ঢাকার খেলার ছবিটি অসাধারন।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫০

নতুন বলেছেন: হঠাত তোলা, দেয়ালের ফাক দিয়ে একটু দেখতে পেরেছিলাম।

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষের আগেরটা কি লজ্জাবতী ফুল।

সুন্দর ছবিব্লগ।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৯

নতুন বলেছেন: এটা সম্ভবত বাবলা গাছের ফুল। বড় গাছ।

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৫

হাসান মাহবুব বলেছেন: মেঘ আর নাম না জানা ফুল চমৎকার হয়েছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৮

নতুন বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই :)

অনেক সময় মেঘের খেলা দেখতে খুবই সুন্দর লাগে। ঐ সময় আকাশ যতটা সুন্দর থাকে তার এক আনাও ক্যামেরায় ধারন করা যায় না। :)

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৯

মেহেদি_হাসান. বলেছেন: বাহ ছবিগুলো সুন্দর

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫১

নতুন বলেছেন: ধন্যবাদ :)

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫১

সোহানাজোহা বলেছেন: বিরাট ফুটবল খেলার আয়োজন (পুরান ঢাকাতে) ২য় ছবিটি তোলা হয়েছে দেয়ালের একটি ইট খোলে পরে গেছে তার অপর পার্শ থেকে। পুরান ঢাকায় খেলনা টিনের লঞ্চ কিনতে পাওয়া যেতো। বালতি বোলে পানি রেখে লঞ্চের পটে আগুন দিয়ে ছেড়ে দিলে চলতে থাকতো।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৪

নতুন বলেছেন: স্কুলে পড়ার সময় ঐ লঞ্চ দেখেছিলাম :)

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৮

অজ্ঞ বালক বলেছেন: বাহ! অনেক ফটুক পুস্ট করসেন দেখি, কখনো চোক্ষেই পড়ে নাই। অবশ্য বহুত আগের কথা। যাই হউক, সোন্দর পুস্ট।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৩

নতুন বলেছেন: ধন্যবাদ

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সকালের কুয়াশা দেখে ভাবছিলাম বাংলাদেশের আসছেন। কিন্তু নিচের ল্যাভেল্টা তা উল্টাই দিলো। তা যাই হোক। ছবিগুলো সুন্দর হয়েছে। প্লাস+++

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৫

নতুন বলেছেন: ফুটবল খেলার ছবি ঢাকার :) গত ডিসেম্বরে দেশে গেছিলাম অল্প কয়েক দিনের জন্য।

১৯| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৯

জুল ভার্ন বলেছেন: সুন্দর ছবি!

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৩

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।

২০| ১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৩০

প্রত্যাবর্তন@ বলেছেন: চমৎকার

১৫ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.