নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
ছবি কখনো হিসাব করে তোলা হয় না। প্রযুক্তি হাতের মুঠোয় থাকে বলে অনেক সময় মূহর্তটাকে ছবিতে ধরে ফেলার চেস্টা করি মাত্র। ফটোগ্রাফীতে একটা কথা আছে "Now or Never। এই ছবি গুলিই অন্য আরেক সময়ে হয়তো আর পেতাম না। ছবি ১:- লাভ ইজ ইন দা এয়ার ( দুবাইয়ের লাভ লেকে সূর্যাস্ত)
ছবি ২:- ফাগুনের আগুনলাগা সন্ধা
ছবি ৩:- দিনভর উড়ো উড়ি করে ক্লান্ত এক ফড়িং
ছবি ৪:- এক কন্যা চার ছবি
ছবি ৫:- যখন সময় থমকে দাড়ায়
ছবি ৬:- ডানার বৈশাখী সাজ।
কয়েক বছরের তোলা এই ছবিগুলিতে ঐ সব মূহুর্তগুলি ধরে ফেলেছি যেটা হয়তো শেষ জীবনে আবার দেখলে অনেক ঘটনা মনে করিয়ে দেবে।
প্রতিযোগিতার পোস্ট পছন্দ হইলে লাইক দিতে হবে কিন্তু
১৯ শে জুন, ২০২১ রাত ৮:৩২
নতুন বলেছেন: ধন্যবাদ
প্রতিযোগিতার পোস্ট পছন্দ হইলে লাইক দিতে হবে কিন্তু
২| ১৯ শে জুন, ২০২১ রাত ৮:০৮
কামাল১৮ বলেছেন: মন কেড়ে নেয়া ছবি।
১৯ শে জুন, ২০২১ রাত ৮:৩৩
নতুন বলেছেন: ধন্যবাদ
প্রতিযোগিতার পোস্ট পছন্দ হইলে লাইক দিতে হবে কিন্তু
৩| ১৯ শে জুন, ২০২১ রাত ৮:১২
সামিউল ইসলাম বাবু বলেছেন: ওয়াও...
লাইক রইলো
১৯ শে জুন, ২০২১ রাত ৮:৩৩
নতুন বলেছেন: ধন্যবাদ বাবু ভাই।
৪| ১৯ শে জুন, ২০২১ রাত ৮:১৫
মিরোরডডল বলেছেন:
এ ছবিগুলো আগে দেখেছিলাম ।
আমাদের কাপ কেকটা নিশ্চয়ই বড় হয়ে গেছে ।
আগুনলাগা সন্ধ্যার আকাশটা ভীষণ সুন্দর !
১৯ শে জুন, ২০২১ রাত ৮:৩৫
নতুন বলেছেন: গুগুল পিকচারের আগের ছবি থেকেই দিলাম এই পোস্টের ছবিগুলি।
ডানা এখন গ্রেড ওয়ানে পড়ে । অনেক বড় হয়ে গেছে।
ঐ দিন আসলেই খুবই সুন্দর ছিলো আকাশ কিন্তু গুগুল এডিট করে আরো সুন্দর করে দিয়েছে।
৫| ১৯ শে জুন, ২০২১ রাত ৮:১৫
সাদা মনের মানুষ বলেছেন: সিকি পয়সার আত্মকথননে জানলাম বেশ কিছু না জানা তথ্য। যেমন সিকি পয়সাই বাংলাদেশের প্রথম স্টিলের মুদ্রা, বা তার জন্ম সাল ইত্যাদি ইত্যাদি.......ভালো থাকবেন আপু, শুভ রাত্রী।
৬| ১৯ শে জুন, ২০২১ রাত ৮:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: মিষ্টেক মিষ্টেক মিষ্টেক মিষ্টেক মিষ্টেক মিষ্টেক মিষ্টেক মিষ্টেক মিষ্টেক মিষ্টেক মিষ্টেক মিষ্টেক মিষ্টেক মিষ্টেক মিষ্টেক মিষ্টেক মিষ্টেক মিষ্টেক মিষ্টেক মিষ্টেক মিষ্টেক
১৯ শে জুন, ২০২১ রাত ৮:৩৬
নতুন বলেছেন: আমি তো কয়েক টাকার এনার্জি নস্ট করলাম আপনার কমেন্টের অর্থ বুঝার চেস্টা কইরা
১৯ শে জুন, ২০২১ রাত ৮:৩৭
নতুন বলেছেন: ঠিক আছে এখন লাইক দেন আপনার আগের কমেন্ট ডিলিক করুম
৭| ১৯ শে জুন, ২০২১ রাত ৯:১৫
আহমেদ জী এস বলেছেন: নতুন,
সুন্দর সব ছবি ।
২, ৫ আর ৬ নম্বর বেশী সুন্দর।
আরও ৬টি ছবি যেগ করতে পারতেন। সফলতা কামনায়।
২০ শে জুন, ২০২১ সকাল ৯:৩৭
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।
অফিস থেকে কাজের ফাকে পুস্টাইলাম, গুগুল পিকচারের থেকে বেছে যেই কয়টা পাইলাম সেই গুলি থিকাই দিলাম। কাজের প্যাড়ায় ভালো মতন করতে পারিনাই।
আরো ছবি পাইলে আরো ফোটোব্লগ দেবো।
৮| ১৯ শে জুন, ২০২১ রাত ৯:১৬
আহমেদ জী এস বলেছেন: নতুন,
মিষ্টেক ... মিষ্টেক...মিষ্টেক.... "যেগ" নয় "যোগ" হবে।
২০ শে জুন, ২০২১ সকাল ১১:১৪
নতুন বলেছেন: ব্যাপার না মানুষ মাত্র ভ্রেম.... মানে ভ্রম হইতেই পারে
৯| ১৯ শে জুন, ২০২১ রাত ১০:২৮
ঢুকিচেপা বলেছেন: খুবই সুন্দর হয়েছে ছবিগুলো।
৪ নম্বর অসম্ভব সুন্দর।
২০ শে জুন, ২০২১ সকাল ১১:২৩
নতুন বলেছেন: ধন্যবাদ
কিন্তু খেলুম না সবার ভালো লাগতাছে কিন্তু কেউই লাইক দিয় যায় না....
১০| ২০ শে জুন, ২০২১ রাত ১২:০৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
চার নাম্বার ছবিটি খুবই সুন্দর হয়েছে। এক কন্যা চার ছবি।
মধ্যপ্রাচ্যের খাবার নিয়ে একটি পোস্ট দিতে পারেন। নতুন ভাই, জীবনের প্রয়োজনে আমি নানান দেশে গিয়েছি কিন্তু মজার তথ্য এই, আরব দেশের খাবারের মতো এতো মজাদার খাবার প্রবাসের আর কোনো দেশে পাইনি। ফালাফেল/তামিয়া স্যানডউইচ এর মতো স্যানডউইচ আরব দেশের বাইরে আর কোথাও নেই।
২০ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৬
নতুন বলেছেন: ধন্যবাদ । ঠিক আছে ফালাফেল, সাওয়ারমা নিয়ে পোস্ট দেবো।
১১| ২০ শে জুন, ২০২১ রাত ১:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার সব ছবি
২০ শে জুন, ২০২১ বিকাল ৩:০৩
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।
লাইক দিসেন তো? না দিলে কিন্তু জরিমানা হবে
১২| ২০ শে জুন, ২০২১ রাত ১:৪৫
আমি সাজিদ বলেছেন: বেশ ভালো লেগেছে ছবি ব্লগ।
২০ শে জুন, ২০২১ রাত ৮:৩৬
নতুন বলেছেন: ধন্যবাদ সাজিদ ভাই।
১৩| ২০ শে জুন, ২০২১ রাত ১:৫০
ঈশ্বরকণা বলেছেন: ফটোগুলো সুন্দর । অবশ্য কিছু ফটো মনে হয় দেখেছি আপনার আগের কিছু পোস্টে ।
কিন্তু কৌতূহল থেকে একটা প্রশ্ন : প্রথম ফটোর হার্টশেপটা কি ফটোশপ করা না নাচারাল ?
২০ শে জুন, ২০২১ রাত ১১:১২
নতুন বলেছেন: আগে কিছু দিয়ে ছিলাম।
দুবাইয়ের লাভ লেকের মাঝখানে গাছের সাথে লাভ আকৃতির কাঠের ফ্রেম লাগানো আছে। ঐ সময়ে সূর্য ডুব ছিল, কিছু ক্ষন অপেক্ষা করে মোবাইলেই তুলেছিলাম। কোএ ইফেক্ট নাই।
১৪| ২০ শে জুন, ২০২১ ভোর ৬:২৪
ইফতেখার ভূইয়া বলেছেন: দ্বিতীয় এবং তৃতীয় ছবি দুটো অসাধারণ লেগেছে। শুভ কামনা থাকছে।
২১ শে জুন, ২০২১ রাত ১২:৪০
নতুন বলেছেন: ধন্যবাদ ইফতেখার ভাই
১৫| ২০ শে জুন, ২০২১ সকাল ৮:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোনটা রেখে কোনটা বলি? সবগুলোই সুন্দর, এবং আগেও বোধহয় শেয়ার করা হয়েছিল। চারের ভেতর এক কন্যার জন্য অনেক অনেক ভালো বাসা।
১ এবং ৬ নাম্বার ছবি দুটো আমার কাছে একটু বেশি ভালো লেগেছে।
২১ শে জুন, ২০২১ সকাল ১০:৩৩
নতুন বলেছেন: অনেক ধন্যবাদ
১৬| ২০ শে জুন, ২০২১ সকাল ১০:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ৩ নং ঘাসফড়িং নং ফড়িং।
সুন্দর ছবি +++
২১ শে জুন, ২০২১ বিকাল ৩:২৭
নতুন বলেছেন: হুম ড্রাগনফ্লাই হবে। ঘাসফড়িং না।
ধন্যবাদ ভাই। ঠিক করে দিচ্চি।
১৭| ২০ শে জুন, ২০২১ সকাল ১০:৩৯
শাহিন বিন রফিক বলেছেন:
ভিন্ন আমেজের বেশ কিছু বিচিত্র ছবি, বেশ ভাল লেগেছে।
২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২২
নতুন বলেছেন: আমার তোলা সেরা ছবি থেকে কয়েকটা বলতে পারেন কয়েক বছরের ছবি থেকে ব্লগে দেবার মতন কয়েকটা পেলাম।
১৮| ২০ শে জুন, ২০২১ সকাল ১১:০৩
সামিয়া বলেছেন: সুন্দর হয়েছে ছবিগুলো
২২ শে জুন, ২০২১ সকাল ১০:৪৬
নতুন বলেছেন: ধন্যবাদ সামিয়া
১৯| ২০ শে জুন, ২০২১ সকাল ১১:১১
নীল আকাশ বলেছেন: ছবি পছন্দ হয়েছে। কিন্তু ৪ নাম্বারে ২ জায়গায় ৪ কিল্লাই?
২২ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৯
নতুন বলেছেন: ধন্যবাদ ।
২০| ২০ শে জুন, ২০২১ সকাল ১১:১৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার যতসব ছবি।
২২ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৩
নতুন বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক ভাই।
২১| ২০ শে জুন, ২০২১ দুপুর ১২:২৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: চারে ৪, ৪ নম্বরটার ভাল লেগেছে,
ছবি দেখতে যেমন নম্বরেও তেমন (চার )
২৩ শে জুন, ২০২১ রাত ১:২১
নতুন বলেছেন: চার কন্য চার নম্বরে।
২২| ২০ শে জুন, ২০২১ দুপুর ১:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর ছবিগুলো।
২৩ শে জুন, ২০২১ সকাল ৯:৪২
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।
২৩| ২০ শে জুন, ২০২১ দুপুর ২:১৬
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর !
২৩ শে জুন, ২০২১ দুপুর ১:৩৪
নতুন বলেছেন: ধন্যবাদ
২৪| ২০ শে জুন, ২০২১ বিকাল ৪:০২
আখেনাটেন বলেছেন: চমৎকার ছবির সমাহার...............
২৪ শে জুন, ২০২১ সকাল ১০:২৯
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।
২৫| ২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৫০
নিয়াজ সুমন বলেছেন: চার নম্বর ছবিটি সুন্দর হয়েছে।.. পোস্টে ভালোবাসা।
২৪ শে জুন, ২০২১ দুপুর ১:২২
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।
২৬| ২২ শে জুন, ২০২১ দুপুর ১:১১
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর+
২৪ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৬
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।
২৭| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৫:০৬
অপু তানভীর বলেছেন: এক দুই আর তিন নম্বর ছবি তিনটা দুর্দান্ত হয়েছে !
২৫ শে জুন, ২০২১ দুপুর ১:২৭
নতুন বলেছেন: ধন্যবাদ অপু ভাই।
২৮| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৫:২৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: সবগুলি ছবিই ভাই চমতকার হয়েছে এবং জীবনের যে কোন সময়েই এ ছবি গুলি দেখেন না কেন - মনে নাড়া দিবেই।
তবে একটা জিনিষ জানবার মুনচায় - হলুদ কন্যা (কিউটি) কি আপনার নিজের না মডেল?
যদিও সব মিলিয়েই চমতকার তবে শুধু হলুদ কন্যার জন্য +++ ।
২৩ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১০
নতুন বলেছেন: ধন্যবাদ কামরুজ্জামান ভাই। মাঝে মাঝে গুগুল পিকচারের ছবি দেখি। মনে হয় লাইফ ইজ রিয়েলী বিউটিফুল।
আমাদের একমাত্র কলিজার টুকরা : ডানা
৪ নং এবং ৬ নং এর ৫টা মেয়েই আমাদের ভাই
২৯| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:২৪
শেরজা তপন বলেছেন: ভেবেছিলাম গ্রাফিক্সের কাজ তা নয় নিশ্চিত
আপনার ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হবার জন্য অভিনন্দন!
০৫ ই জুলাই, ২০২১ রাত ১২:৫৭
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।
শুধু ২ নং ছবিটাতে ইফেক্ট আছে। সেটা অবশ্য এই পোস্টে দেবার সময় খেয়াল ছিলোনা।
১নং ছবিটা মোবাইলে তোলা। শুধুই কেটে ছেটে সাইজ করেছি মাত্র।
৩০| ০৫ ই জুলাই, ২০২১ রাত ২:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার কাছে ৫ নং ছবিটা অনেক সুন্দর ।
১০টি দেবার সুযোগ ছিলো !
........................................................................
আপনাকে অভিনন্দন
০৭ ই জুলাই, ২০২১ রাত ১:৩২
নতুন বলেছেন: ছবি তো দেবার সুযোগ ছিলো কিন্তু আমার কাছে দেবার মতন মনে হয় নি।
অবশ্য ১টা ছবি বিচারকদের ভালো হয়েছে এবং উপরের অনেক গুলি ব্লগার দের ভালো লেগেছে এটাই আমার বিরাট সাফল্য।
৩১| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১২:০২
মেহবুবা বলেছেন: আপনার ছবি তো বরাবর ভাল হয়; ফড়িং টা খুব খুশী হোত এই ছবি দেখলে। কেউ এমন পরিষ্কার করে কাছ থেকে ওর ছবি তোলেনি
অ:ট: চাঙ্কুর কোন খবর পেলাম না, মাঝে মাঝে মনে হলে চিন্তা হয়।
০৮ ই জুলাই, ২০২১ রাত ১:০১
নতুন বলেছেন: ও বুঝতে পেরে মনে হয় পোজ দিয়েছিলো। নতুবা মোবাইল থেকে এমন পরিস্কার ছবি তোলা কস্ট।
চাঙ্গু ভালোই আছে ফেসবুকে হঠাত অনেক দিন পর পর নক করে। সময়েরে পার্থক্যের কারনে অনলাইনে দেখিনা তাই খোজ নেওয়া হয় না।
ব্যস্ত আছে জীবন নিয়ে।
৩২| ০৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৮
মেহবুবা বলেছেন: চাঙ্কুর কথা কেন যেন মনে হয় ও ভাল নেই; এক সময়ে আমার ছেলে মেয়ে চাঙ্কুর ভক্ত ছিল। কেমন মজা করে কথা লিখতো।
ব্যস্ত থাকুক, যোগাযোগ না হোক তবু যেখানে আছে যেন ভাল থাকে।
এই ব্লগে আমার না দেখা কত জন কেমন আপন হয়ে আছে; মায়ার বন্ধন।
ভাল থেকো চির নতুন !
২৮ শে জুলাই, ২০২১ সকাল ১১:২৫
নতুন বলেছেন: চান্কু ভালোই আছে, কয়েক দিন আগে ফেবুতে আলাপ হয়েছে। ব্যস্ততার কারনে ব্লগে আসার সময় পায় না।
৩৩| ১৭ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০৭
মিরোরডডল বলেছেন:
নতুনের হার্টতো দেখছি বিচারকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে ।
অভিনন্দন নতুনকে ।
২৮ শে জুলাই, ২০২১ সকাল ১১:৪২
নতুন বলেছেন: বিচারকরা পুরুস্কার দেয় নাই।
৩৪| ২৮ শে জুলাই, ২০২১ সকাল ১০:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর+++
২৮ শে জুলাই, ২০২১ সকাল ১১:৩২
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।
৩৫| ২৯ শে জুলাই, ২০২১ রাত ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: ১, ২ আর ৫ বেশি ভালো লাগলো।
২৯ শে জুলাই, ২০২১ রাত ১১:৪৪
নতুন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই
৩৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৭
এভো বলেছেন: নতুন ভাই
আপনার কাছে টেকনিক্যাল একটা বিষয় জানতে চাই , সেটা হোল আপনি কোন মন্তব্যে বা পোস্টে যখন কোন ইউটিউবের লিংক দেন তখন ওটার স্কিন পোস্টে বা মন্তব্যে চলে আসে এবং সরাসরি ইউটিউবে বা লিংকে না গিয়ে ওটা দেখা যায় যেমন ডারউইনের বিবর্তন বাদ নিয়ে কামরুজ্জামান সাহেবের পোস্টে ইউটিউবের লিংক শেয়ার কোরেছেন আপনার মন্তব্যে ।
কাইন্ডলিং বোলবেন কি ওটা কি করে করেন, ধন্যবাদ ।
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৩
নতুন বলেছেন: নতুন ব্লগ লিখতে গেছে উপরে যুক্ত করার স্থানে দেখুন ইউটিউব লিংক যুক্ত করার একটা আইকন আছে।
ঐখানে গিয়ে h** ps://youtu.be/PgCliOxl41o এই রকম ইউটিউব লিংক নিন।
সেই খানে গিয়ে PgCliOxl41o অংশ টুকু পেস্ট করুন। তখন একটা লিংক পাবেন নিচের মতন।
) থাকে
তাহলেই ঐ লিংক যোগ হয়ে যাবে।
৩৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০৫
খায়রুল আহসান বলেছেন: চমৎকার সব ছবি, এবং ছবির ক্যাপশনগুলোও খুব ভালো লেগেছে। ক্লান্ত ফড়িং এর ছবিটা বেশি ভালো লেগেছে। + +
যদিও প্রতিযোগিতা শেষ হবার পর ছবিগুলো দেখলাম, তবুও 'লাইক' দিলাম, এবং পোস্টের শেষে আপনি তা না বললেও দিতাম। পোস্টটা এমনিতেই 'লাইক' ডিজার্ভ করে।
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৫
নতুন বলেছেন: ধন্যবাদ আপনার ভালো লেগেছে এটাই অনেক পাওয়া। লাইক তো কোন ব্যাপার না।
ছবি গুলি কাজের ফাকে তোল। মেয়ের জীবনের মুহূর্ত গুলি ধরে রাখার চেস্টা ।
৩৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: দু’বার মন্তব্য করায় এবার আর মন্তব্য করলাম না। আপনার জন্য শুভ কামনা।
২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৭
নতুন বলেছেন: আবারও ব্লগে আসার জন্য ধণ্যবাদ।
৩৯| ২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৮
রূপক বিধৌত সাধু বলেছেন: অসাধারণ।
২৬ শে অক্টোবর, ২০২১ রাত ৯:০১
নতুন বলেছেন: ধন্যবাদ।
৪০| ১৫ ই নভেম্বর, ২০২১ ভোর ৪:০৪
প্রত্যাবর্তন@ বলেছেন: ওয়াও!! ফাটাফাটি সব ছবি।
১৫ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৩
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।
৪১| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি একটা লাইক দিয়েছি।
০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩০
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।
৪২| ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪২
গরল বলেছেন: রঙিন আকাশের ছবিটা অসাধারণ হয়েছে, আকাশের ছবি তুলতে আমারো খুব ভালো লাগে। আমার একটা ছবি দিলাম।
১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৩
নতুন বলেছেন: অসাধারন হয়েছে।
আমার ছবিটা গুগুল ড্রাইভে রাখা, গুগুল একটু এডিট করেছে তাই আরো বেশি সুন্দর হয়েছে।
আপনারটাও এডিট করলে আকাশে আগুন লেগেছে বলে মনে হবে।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে