নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

ভ্রমন ব্লগ:- হাত্তা ভ্রমন ( Hatta, UAE) - ২

০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৪

বিকেলে রওনা দিলাম হাত্তা হ্যরিটেজ ভিলেজ এবং হাত্তা লেকে সূর্য অস্ত দেখার জন্য।


হেরিটেজ ভিলেজে পুরোন দিনের আবরদের জীবন কেমন ছিলো সেটা খুবই সুন্দর করে ওরা সংরক্ষন করেছেন।

আগে বেড়াতে গেলে ব্লগের জন্য ছবি তুলতাম কিন্তু এবার আমি আর ডানা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানানোর জন্য ছোট ছোট ভিডিও করেছি তাই ছবি তোলা হয়েছে খুবই কম। B-))

আমাদের দেশের মতন বড় বাড়ীতে ভেতরে বড় উঠান। চারিপাশে উচু দেয়াল। একপাশে রান্না ঘর, টয়লেট। কাচারী ঘর।


থাকার ঘরের ভেতরে, সিন্দুক, শুকনা খাবার রাখা।

রান্না ঘরে পুরোন দিনের রান্নার জন্য বাসন, পাতিল, শস্য ভাঙ্গার জন্য যাতি।


ডানা ট্রাই করে দেখছে


চলুন ডানা আর আমার সাথে হেরিটেজ ভিলেজে ঘুরতে নিয়ে যাই।


হেরিটেজ ভিলেজে দেখা হলেছিলো ৩ বাংলাদেশীর সাথে । তারা এখানে কাজ করছে। বাংলায় কথা বলতে দেখে কাছে গিয়ে বললাম " দেশি কেমন আছেন আপনারা'' তাদের ৩জনের মুখে অনেক বড় হাসি, খুবই খুশি বাংলাদেশি পরিবারের দেখা পেয়ে। কথা হলো বাড়ী কোথায়, কতদিন এখানে আছে, কতদিন আমিরাতে আছে। কথার ফাকে আমাদের গাওয়া চা পরিবেশন করলো, আরেক জন তাদের রুম থেকে লাল চা নিয়ে আসলো শারমিনের জন্য। আরেক জন ভাই শারমিনকে তাদের লাগানো লাউয়ের মাচা থেকে ১টা লাউ কেটে এনে দিলো। শারমিন অনুরোধ করলো ভাই অল্প লাউ শাকও দিন। গাছ থেকে তাজা লাউশাক পেয়ে শারমিন বললো হাত্তা আশা তার সার্থক। :| আমি কস্ট কইরা নিয়া আসলাম সেটা না তার লাউ শাকে আত্তা ঠান্ডা =p~

হেরিটেজ ভিলেজে শুক্রবার বেশি জমজমাট হয়, লাইভ গান, অনুস্ঠান থাকে সবার জন্য। সূর্যডোবা দেখতে আমরা হাত্তা লেকের উদ্দেশে রওনা হলাম।

হাত্তা লেক আমিরাতের অন্যতম একটা সুন্দর স্থান। এখানে বিভিন্ন একটিভিটির ব্যবস্থা আছে তাই সারা বছরই এখানে লোকজনের আনাগোনা থাকে। ছটির দিনে অনেকেই দুবাই,আবুধাবি থেকে ভ্রমনে যায়।

কিন্তু কস্টের কথা হইলো আমরা যখন লেকের কাছে পৌছালাম তখন দেখি রাস্তা বন্ধএবং তারা বলো যে লেক উন্নয়ন কাজের জন্য বন্ধ এবং জানুয়ারী ২ তারিখে জনগনের জন্য খুলেদেবে। :(



তবে ঐখান থেকে ফেরার পথে দেখলাম ঘোড়ায় চড়ার আয়োজন। ৩ চক্কর ১৫ দিরহাম ৩০ মি: বাইরে ৫০ দিরহাম। ডানা ঘোড়ায় চড়ার বায়না করলো। কিন্তু সন্ধা হচ্ছে বলে আমরা পাশের গ্রীন লেকে যাবো বলে রওয়ানা হলোম। আর আমরা ঠিক করলাম আগামী কাল আসবো এখানে।

গ্রিন লেকের দিকে যেতে পথ ভুল করলাম রাস্তা আর ম্যাপের চক্করে পইড়া। গোল চক্করে ২/৩ বার ঘুরে আসল পথ খুজে পাইলাম। লেকের ভিউং এরিয়াতে উঠার রাস্তা খুবই খাড়া। আমি আমার পুরানো গাড়ী নিয়া রিক্স নিলাম না। নিচে পার্ক করে হেটে উপরে উঠা শুরু করলাম।


উপরে উঠে আবারও কিছুটা হতাশ। লেকে পানি নাই, র্নিমান কাছ চলছে। কিন্তু পাহাড়ের উপরে সময় কাটাতে ভালোই লাগলো। তবে শেষে একটা দূঘটনা দেখলাম চোখের সামনে। আমি যেই ভয়ে গাড়ি নিয়ে উপরে উঠিনাই সেই ঘটনাই ঘটলো আরেক জনের সাথে। উপরে উঠার জন্য অপেক্ষা করার সময়ে সবচেয়ে পেছনে যে ঢালে দাড়িয়ে ছিলো তার ব্রেকে আর ধরতে রাখতে না পারাতে পেছনে একদম নিচে চলে যায়। গাড়ী কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও যাত্রিদের কোন ক্ষতি হয়নি। আমি দৌড়ে নিচে গিয়ে তাদের গাড়ী থেকে বের হতে সাহাজ্য করেছিলাম। ভদ্রমহিলা যিনি গাড়ী চালাচ্ছিলেন তিনি ভয়ে কাপছিলেন এবং তিনি গাড়ী থেকে বের হবার মতন শক্তি পাচ্ছিলেন না। ৫/৭ মিনিট পরে আস্তে আস্তে তিনি সাভাবিক হন এবং বের হয়ে আসেন।

ঐখানের দূঘটনা দেখে আমরা হোটেলের দিকে রওয়ানা দেই। পথে কয়েকটা স্থানে স্থানীয় দোকান, সপিংমলে ঘুরে সময় কাটিয়ে ছিলাম। পরে ডানা ডিপাটমেন্টাল স্টোর দেখতে পেলাম।


রাতে কম খরচে চিকেন চারকোল বিরিয়ানি আর চিকেন কর্ণ সুপ খেলাম হোটেলের কাছের একটা ক্যাফেটেরিয়াতে। হোটেলে ফেরে নিচের এরাবিক মিস্টির দোকানে কুনাফা দেখে না চেখে আর পারলাম না।
শেমাইয়ের মতন কুনাফা, নিচে চিজ এবং পরে উপরে চিনির সিরা ঢেলে পরিবেশন করা হয়।


তারপরে খেয়ে দেয়ে ঘুম :P

আগামী পর্বে মৌমাছির গাড়েন, ঘোড়ায় চলা আর হাইকিংকে যাবার কাহিনি। অনেক বেশি লম্বা হয়ে গেছে এই পর্ব।

মন্তব্য ২৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২২

সাজিদ! বলেছেন: চমৎকার।

০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৫

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ০৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৮

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার ভ্রমণ ভাই !
মাশাআল্লাহ মেয়ে তো বড় হয়ে গেছে।
আর দুবাই এর এই ম্যাপের চক্কর, লাইসেন্স পাবার পর আমি যে কয়দিন গোত্তা খাইছি শহরেই, লজ্জা লজ্জা :P

০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৩

নতুন বলেছেন: ডানা এখন আমার মায়ের মতন দেখা শুনা করে।

কেউ কিছু চকলেট দিলে আমার জন্য একটা রেখে দেয়।

দুবাইয়ে নতুন ড্রাইভারদের গাড়ীর পেট্রল ফুল রাখা ফরজ। আমি হাত্তা যেতে আসতে ৫০ কিমি পথ বেশি ঘুড়ছি। যাওয়া এবং আসার দুই সময়েই ম্যাপ অনুসরন করতে গিয়ে অনেক ঘুরে আসতে হয়েছে।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

জ্যাকেল বলেছেন: ছবিগুলো আরেকটু বড় হইলে সঠিক সুন্দর হইত। কাজী ফাতেমা আপার ব্লগ ছবিগুলো খুব সুন্দর হয়, দেইখেন।

০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:২২

নতুন বলেছেন: কাজী আপারে জিগাইতে হইবো কেমন এতো বড় ছবি দেয়। আমিও সাধারন তরিকা অবলম্বন করছি।

অবশ্য কিছু ছবি ভিডিও থেকে কেটে নিছি। সেই গুলান ছোটই হবে।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

জ্যাকেল বলেছেন: এমনিতে সবই সঠিক, ভাল, সুন্দর।

০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:২৩

নতুন বলেছেন: ধন্যবাদ

৫| ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সাথে আছি।

০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:২৩

নতুন বলেছেন: ধন্যবাদ

৬| ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার ভ্রমণ কাহিনী।++
আপনার ইউটিউব থেকে ভিডিওটা দেখলাম। পানি নেই।তবে যে ভয়ে আপনি গাড়ি উপরে তোলেননি কিন্তু দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি বা তার মহিলা চালক নিশ্চয়ই তেমন কিছু ভাবেননি।অথবা অসাবধান বশত দুর্ঘটনার শিকার হতে হয়েছে। এই অংশটা বাদে পর্পটা ভালো হয়েছে।

অনেক শুভেচ্ছা ছোট্ট ডানাকে। শুভেচ্ছা আপনাকেও।

ভালো থাকবেন সবসময়।

০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:২৫

নতুন বলেছেন: লেক খুলে দিলে আবার যাবো, ডানার স্কুল ছুটির সময় ১ দিনের টুরের পরিকল্পনা করবো।

আমিও ভাবিনাই যে এমন একটা দূর্ঘটনা চোখের সামনে দেখতে পাবো। :(

৭| ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৩৩

জুল ভার্ন বলেছেন: চমৎকার!
অসাধারণ সুন্দর!! +

০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:২৫

নতুন বলেছেন: ধন্যবাদ

৮| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ২:৩৩

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার +

০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:২৫

নতুন বলেছেন: ধন্যবাদ

৯| ০৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আহা!! কত্তো কিছু দেখার আছে।

০৭ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৩

নতুন বলেছেন: এ তো কিছুই না। ইস্টিটাগ্রামের বিভিন্ন রিল আর ছবি দেখি আর আফসোস করি।

১০| ০৭ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার ছিল ভ্রমণ ব্লগটি। লেক এর আরও ছবি দিলে খুশী হতাম। সবুজ জলের লেকটিই কি হাত্তা লেক?

০৭ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

নতুন বলেছেন: ইউটিউব ভিডিও আর ইস্টাগ্রাম রিল বানাতে গিয়ে ছবি তোলা হইছে কম। :P

১১| ০৭ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার ভ্রমণ ব্লগটি। লেকটি ও অনেক সুন্দর দেখে খুশী হলাম। সবুজ জলের লেকটিই কি হাত্তা লেক?

০৭ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

নতুন বলেছেন: হাত্তা লেক বন্ধ ঐখানে যাইতে পারিনাই্।

ভিডিও করছি গ্রিন লেকের। কিন্তু এখানেও পানিনাই।

১২| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩০

সোহানী বলেছেন: বাহ্ দারুনতো!!

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২২

নতুন বলেছেন: ২ দিনের একটা ছোট ছুটি নিলাম কামলার ঝামেলা থেকে।

১৩| ১০ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



লাউ আর লাউ শাক সত্যি সত্যি মজাদার খাবার। মধ্যপ্রাচ্যে মাঝে মাঝে কিছু লাউ পাওয়া যায় যার স্বাদ বিচিত্র কারণে তিতা হয়! আপনি এমন লাউ পেয়েছেন কিনা জানা নেই।

হাইওয়ে পেট্রোল পাম্পগুলোতে নামাজ পড়ার জন্য চমৎকার মসজিদ ও বেশ ভালো রেস্টুরেন্ট আছে। আপনার ভ্রমণ কাহিনী পড়ে বেশ ভালো লেগেছে।


১৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৬

নতুন বলেছেন: এখানে স্থানীয় চাষ করা লাউ মাঝে মাঝে তিতা হয়, অসময়ের লাউে এমন টা হয়। শারমিন তখন নিষেধ করে লাউ কিনতে।

পেট্রোল পাম্পে খুবই ভালো ব্যবস্থা থাকে। ভ্রমন কাহিনি এই প্রথম লিখার চেস্টা করলাম। :)

১৪| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর পারিবারিক ভ্রমণ কাহিনী।
ইউটিউব থেকে ভিডিওটা দেখলাম। আপনার কন্ঠ সুন্দর ভিডিওজেনিক। মরুভুমির দেশে এত্ততো সুন্দর যায়গা আছে ভাবাই যায় না।
আরব আমিরাত ভ্রমনের ইচ্ছে আছে। বাংলাদেশি পাস্পোর্টে ভিসা পাওয়া কঠিন হবে।
বাংগালীদের সবচেয়ে কম ভাড়ায় যাতায়াতের বাহন আমিরাত আর কাতার এয়ালাইন্সে ঢাকা যেতে দুবাই বা দোহাতে থামতে হয় প্রতিবছরই।
দুবাইতে একটি ঘুরে দেখবো সেটারও উপায় নেই। ট্রাঞ্জিট ভিসাও দিতে না না বাহানা।
তবে কিছুদিন পর আমেরিকান পাসপোর্ট হাতে পেলে ভিসা প্রবলেম দূর হয়ে আপনার সাথে দেখাও হয়ে যেতে পারে কোন একদিন।

১৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৯

নতুন বলেছেন: ডানাকে শেখানোর জন্যেই ইউটিউবের চ্যানেল আর ভিডিও বানানো শুরু।

এমিরাটসে ভ্রমন করলে ট্রান্সিট ভিসা দিতে সমস্যা হবার কথা না। চলে আসেন চায়ের দাওয়াত রইলো। দুবাই ঘুরিয়ে দেখাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.