নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

গত বছরের তোলা কিছু ছবি_২০২২ _ নতুনোটোগ্রাফী ২৫

১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩২

গত বছরের তোলা কিছু ছবি দিয়ে নতুন পোস্ট করলাম।

লাভ ইউ Mannequin

যখন সূর্য নামে পাটে

গৌধুলী ই্ন এ আইল্যান্ড

সাই-ফাই শহর

সূযাস্ত

কুয়াশা ঢাকা শহরে

রাতের আলো

মেঘলা আকাশ


আগের নতুনোটোগ্রাফীর জন্য>> আমার পুরান ফুটুক' স...
নতুনোটোগ্রাফী ২৪
https://www.somewhereinblog.net/blog/neoblog/30296360
নতুনোটোগ্রাফী ২৩:
Click This Link
নতুনোটোগ্রাফী ২২:
Click This Link
নতুনোটোগ্রাফী ২১:
Click This Link
নতুনোটোগ্রাফী ২০:
Click This Link
নতুনোটোগ্রাফী ১৯:
Click This Link
নতুনোটোগ্রাফী ১৮ :
Click This Link
নতুনোটোগ্রাফী ১৭ :
Click This Link
নতুনোটোগ্রাফী ১৬ :
Click This Link
নতুনোটোগ্রাফী ১৫ :
Click This Link
নতুনোটোগ্রাফী ১৪ :
Click This Link
নতুনোটোগ্রাফী ১৩:
Click This Link
নতুনোটোগ্রাফী ১২ :
Click This Link
নতুনোটোগ্রাফী ১১ :
Click This Link
নতুনোটোগ্রাফী ১০ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০৯ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০৮ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০৭ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০৬ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০৫ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০৪ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০৩ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০২ :
Click This Link
নতুনোটোগ্রাফী ০১ :
Click This Link

মন্তব্য ৪২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৬

চারাগাছ বলেছেন: ব্লগার নতুন,
আপনার নতুন বছরের নতুন পোষ্টে আমার প্রথম মন্তব্য।
ছবি গুলো দারুণ। কোন দেশে কোন শহরে থাকেন আপনি?
নাকি বেড়াতে গেছেন?
প্রথম ছবিতে বাচ্চা মেয়েটার আপনি কি হোন?


ভালো থাকবেন।

১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৩

নতুন বলেছেন: আমি বর্তমানে কাজ করছি দুবাইতে।

দেশে বেড়াতে গিয়ে ২য় নং ছবিটা তোলা, বাকি গুলি এখানেই তোলা।

ছবিটা আমাদের রাজকন্যার , নাম জান্নাতুন নাইম ডানা।

২| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর। বেশ লেগেছে নতুন
ভালো থাকুন

মেয়েটি আপনার। আল্লাহ নেক হায়াত দান করুন

১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫১

নতুন বলেছেন: ধন্যবাদ আপু।

দোয়া করবেন যেন ডানা কে মানুষের মতন মানুষ করে গড়ে তুলতে পারি।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫২

চারাগাছ বলেছেন:
ছবিটা আমাদের রাজকন্যার , নাম জান্নাতুন নাইম ডানা।

জান্নাতুন নাঈম। ৮ টা জান্নাতের একটি।
ইচ্ছের ডানা আকাশে মেলুক। শুভকামনা থাকবে।

১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৪

নতুন বলেছেন: আমি দুইটা জান্নাত অলরেডি বুক করে ফেলেছি।

জান্নাতুল ফেরদৌস এবং জান্নাতুন নাইম B-)

৪| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ। আমার মেয়ে নাই। দুই ছেলে । আলহামদুলিল্লাহ

১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১২

নতুন বলেছেন: ২ ছেলে তার মানে দুই দুস্টু মানুষ করতে করতে আপনারা অস্থির। :)

আপনার ছেলে দুজন মানুষের মতন মানুষ হউক।

সারা জীবন যেন থাকে দুধে ভাতে...

৫| ১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ৩, ৫ আর ৭ নাম্বার ছবিগুলি খুবই চমৎকার হয়েছে।

১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৩

নতুন বলেছেন: ধন্যবাদ, পোস্টে ১টা ছবি ভালো হইলেই তো পোস্ট সার্থক।

ভাই আপনার ৩টা ভালো লাগছে, B-)

১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৭

নতুন বলেছেন: ৩ নং ছবিটা সর্বসাধারেন কাছে এখনো উন্মুক্ত হয় নাই। আপনাদের জন্য আগাম দিলাম।

৬| ১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৭

নাহল তরকারি বলেছেন: এক্কের ছবি।

১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩২

নতুন বলেছেন: B-))

৭| ১৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

সোনাগাজী বলেছেন:



আরবের কোথায়ও বন্য (মালিক বিহীন ) খেজুর গাছ জন্মে?

১৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

নতুন বলেছেন: আরব আমিরাতের আল এইন, উমউল খইয়ন, এবং শারজার কিছু এলাকাতে গাছ জন্মানোর মতন পরিবেশ আছে।

আল এইন কে সবুজ শহরও বলে অনেকে।

পাহাড়ী উপতাক্কা এলাকাতে বন্য গাছ জন্মে।

আর যদি আরব আমিতার থেকে খেজুর গাছ কিনতে চান তবে কিনতে পারেন।
https://www.greensouq.ae/pdt/phoenix-dactylifera-date-palm/

৫ মিটার লম্বা গাছের দাম পড়বে ৬৫০ $ ডলারের মতন কিন্তু দুবাই থেকে আমেরিকার পাঠানোর খচরা কত হবে সেটা জানতে হবে।

১৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

নতুন বলেছেন: https://goo.gl/maps/AfXqqYTQx3YHnMe4A

https://goo.gl/maps/AA6PoU1q5rXRmTFKA

গুগুল ম্যাপে এই লোকেসনে বন্য খেজুর গাছ পাবেন।

৮| ১৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

মিরোরডডল বলেছেন:




সূর্যাস্ত আর গোধূলির ছবিগুলো বেশ সুন্দর।
কুয়াশারটাও।
ডানা নিজেই একটা ম্যানেকুইন :)

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৫

নতুন বলেছেন: ধন্যবাদ :)

৯| ১৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

শেরজা তপন বলেছেন: কিছু 'নতুনোটোগ্রাফী' বেশ সুন্দর!

১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৩

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৯

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ ছবি বগ্ল।

১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৩

নতুন বলেছেন: ধন্যবাদ আলি ভাই :)

১১| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম। ভালোই।

১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৪

নতুন বলেছেন: ধন্যবাদ রানু ভাই। :) আপনিও ভালো ছবি তোলেন, আপনার পছন্দ হইছে মানে আসলেই ভালো হইছে

১২| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কুয়াশা ঢাকা শহর ও ব্রিজটার নাম কী?

ছবির আসপেক্ট রেশিও ১৬ : ৯ উইথ হাইয়েস্ট রেজুলেশনে ছবি তুললে সেটা ভালো দেখায়, আপনি পিসিতেও সেটা দেখে বেশি আনন্দ পাবেন।

জুম প্লাস করে দেখতে পারলে আরো ভালো লাগতো ছবিগুলো, কিন্তু পিসি থেকে আবার জুম করা যাচ্ছে না।

কিছু ছবি বেশ ভালো হয়েছে।

ডানার জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা থাকলো।

১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৮

নতুন বলেছেন: কুয়াশা ঢাকা শহরট দুবাই এর ম্যেরিনা এলাকা, কিন্তু সাগরের ভেতর দিক থেকে তোলা।

ঐটা ব্রিজ না ঐটা পাম জুমাইরা আইল্যান্ডের মোনো রেলের শেষ অংশ।

নিচের ছবির হোটেল থেকে ভোরে তোলা।

( ছবি ইন্টারনেট থেকে)

১৩| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:২৭

কামাল১৮ বলেছেন: সুন্দর কিছু ছবি দেখলাম।

১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৫

নতুন বলেছেন: সামনে কিছু পাইলে তার ছবি তুলে ফেলি... অনেক ছবির মাঝে হঠাত কিছু ছবি ভালোই হয়।

একটু আগে অফিসে আসার সময় দেখি কাকরা মিটিং করছে সকাল সকাল.... B-))



১৪| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৯

জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর সব ছবি! +

১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫২

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।

১৫| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রিয়তে...

১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২০

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।

১৬| ১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রানু ভাই। :) আপনিও ভালো ছবি তোলেন, আপনার পছন্দ হইছে মানে আসলেই ভালো হইছে

ইদানিং খুব একটা ছবি তুলি না। মনে মেজাজ ভাল নেই।

১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩১

নতুন বলেছেন: মন মেজাজ কেমন থাকবে সেটার নিয়ন্ত্রন আপনার হাতে।

লাইফে ঝামেলা থাকবে নহইলে লাইফ পানশে লাগবে, কিন্তু সেটা নিয়ে মন খারাপ করবেন না।

আজ অফিসে আসার সময় চোখ পড়লে কিছু কাক এক সাথে বসে আছে, ছবি তুললাম।



অফিসে আইসা চক্কর মাইরা পুলাপাইনেরে ঝাড়লাম যাতে এই সপ্তাহ কোন সিক লিভ না নেয়। এখন ব্লগে আপনার কমেন্টের জবাব দিতেছি. এখন দুপুরের খাবার খাইয়া আবার চক্কর মারতে যাবো।

জীবনে প্যেড়া থাকবেই, কিন্তু মেজাজ খারাপ করে মন খারাপ করে নিজের সুখ নস্ট করা যাবেনা ;)

১৭| ১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর সব ছবি! ... ভাল লাগলো।

১৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

নতুন বলেছেন: হাসান ভাই এই গুলা আয়ামী চেতনার ছবি তাই এতো ভালো হইছে.... ;)

১৮| ১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৪

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর ছবি।

২০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০৫

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।

১৯| ১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রথম ছবিটায় আপনার মেয়ের অবস্থানটা ভালো হয়েছে।

বাকি ছবিগুলিও ভালো লাগলো।

২০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১২

নতুন বলেছেন: ধন্যবাদ সাচু ভাই :)

২০| ১৫ ই মে, ২০২৩ বিকাল ৫:০৮

আমি সাজিদ বলেছেন: মে মাস চলে, পোস্ট নাই কেন নতুন ভাই?

১৫ ই মে, ২০২৩ বিকাল ৫:২৮

নতুন বলেছেন: কামলার ফাকে ফাকে ব্লগে ঢু মারি ভাই, তাই ক্যাচাইলা কমেন্ট করা যায়। ব্লগে লেখার জন্য সময় করতে পারিনা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.