নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
আমাদের গ্রহ তার নক্ষত্র সূর্যের চারপাশে এক চক্কর সম্পূর্ন করেছে, যদিও ৪.৫৪ বিলিওন বছর ধরেই এমন চক্কর মেরে আসছে তবুও সবাইকে নতুন চক্কর শুরুর বছরের শুভেচ্ছা।
আমাদের জীবনটা খুবই ছোট। আমরা সেটা বুঝতে অনেক সময় পার করে ফেলি।
এটা বুঝতে আমারও অনেক সময় লেগেছে তার মাঝে পৃথিবি প্রায় ৫০ চক্কর মেরে ফেলেছে।
যদিও নতুন বছরের উদযাপনের পেছনে ব্যবসায়ীক উদ্দেশই আসল। জানতে ইচ্ছা করে গত রাতে কত বিলিওন ডলারের ব্যবসায়িক লেনদেন হয়েছে সারা বিশ্বে।
তবুএ এই দিনটাকে আমরা নিজেদের জন্য্ একটা রিমাইন্ডার হিসেবে নিতে পারি। আমাদের জীবন থেকে আরো একটি বছর ফুরিয়ে গেলো।
নতুন বছরে সবাই পরিবার, বন্ধু, আত্নীয়স্বজন নিয়ে সুখী জীবন জাপন করুন এই কামনা করি।
০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৯
নতুন বলেছেন: সারা বিশ্বের সব আতশবাজির উৎসব দেখে মনে হয়েছে যে নববর্ষের এই উৎসবের মুল হোতা আতসবাজির ব্যবসায়ীরা।
গত রাতে আমাদের হোটেলে শুধু মাত্র রেস্টুরেন্ট, গালাডিনার পার্টিতে প্রায় ৮০ কোটি টাকার রেভেনিউ হয়েছে।
২| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৯
শূন্য সারমর্ম বলেছেন:
শুভেচ্ছা রইলো।
নতুন বছরে এলিয়েনরা আমাদের বুদ্ধিমত্তার লেভেল মাপজোখে ব্যস্ত থাকে,ভালো ব্যাপার।
০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১১
নতুন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাই।
এই ভাবনাটা গতবছর রাতে অফিস থেকে বাড়ী ফেরার সময় আমার কলিগের সাথে আলোচনা করছিলাম।
আমাদের ব্যবসাপ্রতিস্ঠানে গত রাতে শুধু মাত্র রেস্টুরেন্ট, গালাডিনার পার্টিতেই ৮০ কোটি টাকার উপরে রেভেনিউ করেছে।
বিশ্বের সকল দেশে প্রায়ই সবাই গত রাতে এই উৎসবে আনন্দ করেছে। কত ট্রিলিওন ডলারের লেনদেন হয়েছে একটু ভাবুন।
এই উৎসবে লাভ শুধুই ব্যবসায়ীদের, আজ আর গত কালের মাঝে কি পার্থক্য আছে? কিছুই না। কিন্তু মাকেটিং এর প্রভাবে বিশ্বের সকল দেশেই এখন ইংরেজী নববর্ষের উদ্দজাপনে ব্যস্ত।
৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ জন্মদিন!
হ্যাপি নিউ ইয়ার ২০২৪!
০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৪
নতুন বলেছেন: Happy New Year 2024
হ্যাপি নিউ ইয়ার ২০২৪!
৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৬
আহমেদ জী এস বলেছেন: নতুন ,
নতুন বছরটির আবাহন চমৎকার হয়েছে তার ব্ক্তব্যের ভিন্ন-ধর্মীতার কারনে।
নতুন করে আরো অনেকগুলো চক্করের অপেক্ষায়, যদি না " মিউজিক্যাল চেয়ার" নামে চক্কর খাওয়া খেলার মতো মাঝখানে আউট হয়ে যাই!
আপনি আরও ৫০ বচ্ছর চক্কর কাটুন এমন প্রত্যাশায়।
শুভ নববর্ষ।
( শিরোনামে " সুভেচ্ছা " শব্দটিকে " শুভেচ্ছা" করে দিন আর "সম্পর্ন" তে একটা " হ্রস্য উ'কার' এবং " পৃথিবি"তে "বী" হবে। )
০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৪
নতুন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাই।
বানানের ভুল তো সেই স্কুল থেকেই করে আসছি... এইটা ছাড়া যাবেনা...
ঠিক করে দিয়েছি।
৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৯
আহমেদ জী এস বলেছেন: নতুন,
হা..হা.. আমার দেয়া কারেকশানটিও ঠিক হয়নি। দুঃখিত।
০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২২
নতুন বলেছেন: কোনটা ভুল হইছে বুঝতে পারলাম না
বাংলা ব্যকারনে অল্পের জন্য লেটার মার্কস মিস করছিলাম এসএসসিতে।
৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৯
বিজন রয় বলেছেন: নতুনকে নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা।
০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২০
নতুন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাই।
৭| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: নতুন, শুভেচ্ছা নতুন বছরের ।
০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৮
নতুন বলেছেন: ধন্যবাদ স্যার।
নতুন বছরের শুভেচ্ছা
৮| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
শুভ নববর্ষ ২০২৪
নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনা রইলো আপনার জন্য।
০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৮
নতুন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাই।
৯| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪১
হাসান কালবৈশাখী বলেছেন: পৃথিবী সুর্যের চারিদিকে ঘুরছে বছরে এক পাক।
সুর্য পৃথিবীর কক্ষপথ নিখুতও নয়, অনেকটা ডিম্বাকৃতি উপবৃত্তাকার
সুর্য মুলত স্থির। যদিও স্থির নয় মোটেই। গ্যালাক্সিকে অরবিট করছে সৌরজগত সহ ৮ লাখ কিলোমিটার গতিতে। তবে সুর্য পৃথিবীর তুলনায় স্থির। পৃথিবী শীতকালে হ্যালে না। পৃথিবীো সোজা অবস্থায় ঘুরছে না, দুই মেরু অক্ষ ধরে ২৩.৫ ডিগ্রিতে সবসময়ই হেলে থাকে ঘুরছে। যে কারনে প্রতি বছরই ২০, ২১, ২২ যেকোন একদিন লংগেষ্ট নাইট।
সুর্যের অন্যান্ন গ্রহগুলোও ইউনিফর্ম গতিতে ঘুরছে না
পৃথিবী ৩৬৫ দিনে একবার ঘুরলেও বুধ মাত্র শিকি বছর (৮৮ দিন) মঙ্গল প্রায় দেড় বছর বৃহসপতি ১২ বছর।
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৮
নতুন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাই।
মানুষ এতো সব খেয়াল করেনা।
তাইতো কিছু মানুষ ৭ তারিখের নিবার্চন সুস্ঠ, এবং সহি তরিকায় হবে বলে বিশ্বাস করে
১০| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৪
নয়ন বড়ুয়া বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা...
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৯
নতুন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাই।
১১| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৭
শেরজা তপন বলেছেন: ইংরেজী নববর্ষের শুভেচ্ছা। ব্লগের অন্যতম পুরনো ও ব্লগঅন্তপ্রান এই মানুষটির জন্য রইল আন্তরিক শুভকামনা ও ভালবাসা।
এভাবেই আমাদের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখুন সর্বদা।
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩১
নতুন বলেছেন: ধন্যবাদ শেরজা তপন ভাই।
ব্লগে আসা এখন একটা অভ্যাসে পরিনত হয়েছে।
আশা করি সবাই মিলে সুখে থাকবো যতদিন বেচে থাকি।
১২| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: আপনি কেমন আছেন?
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৮
নতুন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। আমি ভালো আছি রানু ভাই।
১৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২০
আঁধারের যুবরাজ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩০
নতুন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
১৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৮
মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাপি নিউ ইয়ার নতুন ভাই। হ্যাপি নিউ ইয়ার নতুন ভাই।
এই পাখিটি আতশবাজি ফোটানোর ফলে মারা গেছে। ফেবুতে ছবিটি পেলাম। খারাপ লাগলো দেখে।
০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৪
নতুন বলেছেন: আমাদের দেশে মানুষ বাড়াবাড়ী করে, এবং অন্যের কোন অসুবিধা হলো কিনা সেটা কেয়ার করে না এটা একটা বড় সমস্যা।
আর ফেবুতে পাওয়া ছবির সতত্যা কম। তবে পাখি/মাছ/শিশু/বৃদ্ধরা কস্ট পায় সেটা সত্যি।
বিশ্বের সকল দেশেই বিভিন্ন অনুস্ঠানে আতশবাজি ফোটানো হয় কিন্তু সেটা ঘনবসতিপূর্ন আবাসিক এলাকাতে হয় না।
দেশে পটকাবাজী নিষেধ করা উচিত।
১৫| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪১
সোনালি কাবিন বলেছেন: শুভেচ্ছা অফুরান
০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৭
নতুন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা
১৬| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৭
মিরোরডডল বলেছেন:
এই পোষ্ট আমি আজ দেখলাম।
Not too late though.
নতুনকে নতুন বছরের শুভেচ্ছা।
জীবনের যে ব্যাপ্তি আর যা কিছু আছে উপভোগ করার, সেই তুলনায় জীবন খুব ছোট।
ডেস্টিনেশনের দিকে আরো এক বছরের জার্নি ফুরালো।
২০২৩ পুরো বিশ্বের জন্যই বিশেষ শুভ ছিলোনা।
আমাদের পরিবারও স্বজন হারিয়ে শোকার্ত ছিলো।
ব্যক্তিগতভাবে আমারও কিছু খারাপ সময় গেছে।
কিন্তু ভালো ছিলো ২০২৩ শে আমি তিনবার বাংলাদেশ ট্রিপে আমার ফ্যামিলিকে ভিজিট করেছি,
কাছের মানুষদের সাথে সময়গুলো সত্যি অনেক আনন্দের!
আশা করি ২০২৪ সকলের জন্য ভালো কাটুক, আনন্দে কাটুক।
০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৩
নতুন বলেছেন: সবার প্রতিটি দিনই যেন আনন্দে কাটে সেই আশা করি।
সময় কম তাই জীবনের প্রতিটা দিনকেই উপভোগ করতে হয়।
জীবনের প্রতিদিনের পথ চলার সাথীদের নিয়ে আনন্দে দিন কাটালে সময়ের শেষে মনে হবে...
ভাল একটা জীবন কাটালাম...
১৭| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫২
মিরোরডডল বলেছেন:
I always live for today.
বর্তমান সবসময় উপভোগ করি।
ভাল একটা জীবন কাটালাম...
এই উপলব্ধি অলরেডি চলে আসছে।
সেইরকম একটা জীবন কাটিয়ে গেলাম!!!
thanks God! very grateful, no regret at all
০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৯
নতুন বলেছেন: বেশিরভাগ মানুষেরই এই বোধটা আসতে অনেক সময় লাগে...
১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৫
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মানুষ একটা উপলক্ষ চায় অতীত ভুল ভুলে নতুন কিছু শুরু করার। তাই বোধহয় নতুন বছর নিয়ে এত আয়োজন, এত মাতামাতি। ঠিক যেমন আমরা প্রতিদিন সকালে উঠে ভাবি, আজকের দিনটা আমি গতকালের চেয়ে ভালো করে কাটাতে চাই। অথচ দিন কখনও ভালো বা খারাপ হয় না। একটা দিনের একটা নির্দিষ্ট সময়ই আমরা ভালো বা খারাপের মধ্য দিয়ে কাটাই। ওটা শুধুই একটা সময়।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৩
নতুন বলেছেন: দুনিয়ার সব রকমের উজ্জাপন/আয়োজনের পেছনে ব্যবসার উদ্দেশ্য থাকে।
নিউ ইয়ারের মতন দিন/রাতে মানুষ সারা দুনিয়ায় কতকোটি টাকা খরচ করে যদি একটু আন্দাজ করতে পারেন তবেই বুঝতে পারবেন।
কেন বিভিন্ন দেশে/সমাজে এইসব উতসব পালনের পেছনে এতো আয়োজন।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৭
শাহ আজিজ বলেছেন: শুভেচ্ছা নতুন বছরের , নতুন । গত রাতে রেকর্ড পরিমান বাজি ফুটেছে ।