নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

ডানাকে অনলাইনে ফ্রেন্চ শেখানোর জন্য একজন টিউটর খুজছি।

১০ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৪৪



ডানাকে একদম শুরু থেকে ফ্রেন্স সেখানোর জন্য একজন টিউটর খুজছি।

ডানা আগামী মাসে ৪ শ্রেনী শুরু করবে। স্কুলে Indian Certificate of Secondary Education (ICSE) কারিকুলামে শিক্ষা দেয়।

অনলাইনে সপ্তাহে ২-৩টা ক্লাস নিতে পারবে এমন কাউকে খুজছিলাম।
যদি আপনাদের পরিচিত কেউ আগ্রহী থাকেন তবে আমাকে ইমেইল what's app করতে বলুন প্লিজ।
[email protected]
+971552004491(what's app)

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সে কোন স্কুলে পড়ে?
Alliance française একটা ভালো প্রতিষ্ঠান।
ঢাকার সিটি কলেজের পাশেই ।

১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:২৯

নতুন বলেছেন: আমরা দেশের বাইরে থাকি ভাই।
বাংলাভাষী কাউকে পেলে ভালো হতো ফ্রেন্চ শেখানোর জন্য।

ভারতীয় টিউটর আছে, কিন্তু আমি আগে দেশে না পেলে তবে ভারতীয়দের খুজবো।

২| ১০ ই মার্চ, ২০২৪ রাত ১০:৫৪

মিরোরডডল বলেছেন:




ফ্রেঞ্চ ভাষার কোর্স করেছিলাম কিন্তু শেষে কমপ্লিট করিনি।
আর প্র্যাকটিস না থাকার কারণে ভুলেও গেছি।

প্র্যাকটিস না থাকলে ভাষা রপ্ত করা কঠিন!

১২ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৪১

নতুন বলেছেন: আমার ডিপ্লোমা কোর্সে ৩ ক্রেডিট ফ্রেন্স ছিলো। আমি ক্লাসে বসে মোবাইলে টাইমার দিয়ে রাখতাম কখন ক্লাস শেষ হবে দেখতাম।

কোন মতে সি পাইছিলাম, পাশ করার জন্যই পড়ছিলাম। এখন পুরাই ভুলে গেছি। B-))

৩| ১০ ই মার্চ, ২০২৪ রাত ১১:২০

শেরজা তপন বলেছেন: যার ছবি দিয়েছেন তিনি কি বলেন - ইনি থাকলে আপনার ভাষা শেখাটাও সহজ হয়ে যেত :P

১২ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৪২

নতুন বলেছেন: উনি শেখাইলে তো অবশ্যই ফ্রেন্সে মাস্টার হইয়া যাইতাম...

আফসুস B-)

৪| ১০ ই মার্চ, ২০২৪ রাত ১১:২৯

শ্রাবণধারা বলেছেন: নতুন ভাই, মেয়েকে ফরাসী ভাষা শেখানো খুব ভালো উদ্দোগ কিন্তু ফরাসী ভাষা শেখানোর জন্য বাঙালী ফরাসী-ভাষী কেন হতে হবে বুঝলাম না। আপনি যদি ফরাসী ভাষা শিক্ষার ক্ষেত্রে ফরাসী-বাংলাভাষী কাউকে খুঁজতেন সেটা বরং যুক্তিযুক্ত হতো।

যাক, আপনি আমাকে অতি বিদূষী বাঙালী, ফরাসী ভাষায় প্রাজ্ঞ একজন নারীর কথা মনে করিয়ে দিলেন। তার নাম গায়ত্রী চক্রবর্তী স্পিভাক (Gayatri Chakravorty Spivak)। আপনি যদি তার সম্পর্কে না জেনে থাকেন তাহলে জেনে নেবেন আশা করি।

ডানা মা-মনির জন্য দোয়া করি সে যেন গায়ত্রী স্পিভাকের মতই ফরাসী ভাষায় প্রাজ্ঞ এবং বিদূষী বাঙালী হয়ে ওঠে।

১২ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৫৪

নতুন বলেছেন: আমি দেশে থাকি না। এখানে ডানার স্কুলে হিন্দি বা ফ্রেন্স এক্সা বিষয় হিসেবে নিতে হবে এবং বোর্ড পরিক্ষায়ও এটা থাকবে। তাই ফ্রেন্স নিয়েছি কারন হিন্দি শেখার কোন মানে নাই।

এখানে ফ্রেন্স টিউটর খুবই ব্যায়বহুল, তারা ঘন্টায় ৩৫০০ টাকার মতন চার্জ করে।

আর ডানাকে যেহেতু প্রাথমিক পর্যায় থেকে শেখাতে হবে তাই বাংলাভাষী কাউকে পেলে ভালো হতো।

ভারতের অনেক প্রতিস্ঠান আছে যারা টিউটর দিচ্ছে সকল বিষয়ের উপরে। তাই ভারতে খুজার আগে দেশ কাউকে পাই কিনা একটু খুজে দেখলাম।

ইচ্ছা আছে ডানাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবার। তাকে উচ্চ শিক্ষার সুযোগ করে দেবার চেস্টা করবো।

৫| ১১ ই মার্চ, ২০২৪ রাত ১২:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

চতুর্থ শ্রেণীতে পড়ুয়াদের ফ্রেন্চ খুবই সহজ ।
তাদের যে টেক্সট বইগুলো আছে সেগুলো খুব একটা কঠিন নয়।
আমার ধারণা আপনি নিজেও পারবেন।
আপনি যদি মধ্যপ্রাচ্যের কোন দেশে থাকেন বিশেষ করে লিবিয়া কাতার ওমান এ সমস্ত কোন কোন দেশে ফ্রেন্চ চলে শুনেছি।
ব্যক্তিগতভাবে আমি মরিশাসের শিক্ষা বোর্ডের ফ্রেন্স ভাষায় লিখিত বইগুলো পড়তাম ।
ওখানকার স্কুলের বই গুলি খুবই আকর্ষণীয় ছিল।

১২ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৫৫

নতুন বলেছেন: এখানে ভারতীয় টিউটির পাওয়া যায়। কিন্তু আগে দেশী কেউ আছে কিনা খুজে দেখছি। না পেলে ভারতীয় কাউকেই খুজে নেবো।

৬| ১১ ই মার্চ, ২০২৪ রাত ১২:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনার দেয়া টেলিফোন নাম্বার থেকে বোঝা যায় যে আপনি সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন ওখানে তো অনেক শিক্ষক পাওয়ার কথা । আমার নিজের ধারণা ওখানে ফ্রেন্ডস ভাষায় কথা বলার মত প্রচুর লোক খুঁজে পাবেন।

৭| ১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: আমার কন্যা পরী অনলাইনে ফ্রেন্চ ভাষা শিখছে।
একজন ইন্ডিয়ান মহিলা ফ্রেন্চ ভাষা শেখাচ্ছেন। মহিলার নাম নাতাশা।

১২ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৫৬

নতুন বলেছেন: উনি যদি ভালো হয় তবে তার নম্বরটা আমাকে দিতে পারেন।

৮| ২০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩২

শায়মা বলেছেন: ফ্রেঞ্চ টিচার পেয়েছো ভাইয়া?

২০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৫:৪৪

নতুন বলেছেন: জি আপু আমার এক কলিগ, নাম ওবেন ডানাকে সপ্তাহে ২দিন ফ্রেন্স শেখানো শুরু করেছে..

৯| ২০ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

মিরোরডডল বলেছেন:




ডানার সাথে ডানার বাবাও যেটা শিখেছিলো আবার নতুন করে চর্চা করবে।
তাহলে বাসায় বাবা মেয়ে তে ভালো প্র্যাকটিস হবে :)



২০ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

নতুন বলেছেন: এখন আর নতুন কিছু শেখার বয়স নাই B-))

১০| ২০ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

শায়মা বলেছেন: গুড!!

আমি আজকে দেখলাম এই পোস্ট!
আমার পরিচিত অনেকগুলাই ফ্রেঞ্চ টিচার আছে।

২০ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:১২

নতুন বলেছেন: ঠিক আছে যদি ওবেন না পারে তবে আমি আপনাকে জানাবো।

ওবেন ফ্রেন্স জানে কিন্তু শিক্ষকতার অভিঙ্গতা নাই। ডানা ক্লাস ৪ এ তাই সাধারন ফ্রেন ভাষা শেখানোর জন্য একেবারে বর্ণমালা থেকে শুরু করতে বলেছি।

ডানা ওবেন কে পছন্দ করেছে... দেখি মাস খানেক পরে কতটুকু ইফেক্টিভ হয়।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩৪

মিরোরডডল বলেছেন:





ডানার ফ্রেঞ্চ শেখা কেমন চলছে?
এতদিনে অনেকটা হয়ে যাবার কথা।

বাবা মেয়ের ভ্রমণ পোষ্ট দেখিনা অনেকদিন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫২

নতুন বলেছেন: আমার এক কলিগ শেখাচ্ছে। একদম শুরু থেকে শেখানো শুরু করেছে, কারন ১০ গ্রেডের পরিক্ষাতেও লাগবে।

আপাতত কোথাও আর যাচ্ছিনা। দুবাইতে সামার চলছে এখন, আগামী মাস থেকে বাইরে ঘুরতে যাবার মতন আবহাওয়া হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.