![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
আজ শেখ হাসিনা এবং আপসোসলীগের সবার মন খারাপ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন।
আজকের এই বৈঠক বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক অর্জন, কারণ ভারত বাধ্য হয়েছে এই বৈঠকে সম্মত হতে। তারা এটি এড়িয়ে যেতে চেয়েছিল, এমনকি বিভিন্ন ব্লগেও বলা হয়েছিল যে এই বৈঠক হচ্ছে না।
তবে বৈঠক হয়েছে এটা খুবই ভালো দিক।
বৈঠকের মূল আলোচনা হয়েছে।
দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন:
মোদি এবং ইউনূস উভয়েই ভারত-বাংলাদেশ ঐতিহাসিক সম্পর্ক পুনর্গঠন ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু:
ড. ইউনূস ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছেন।
শেখ হাসিনা ২০২৪ সালে বাংলাদেশ ত্যাগের পর থেকে ভারতে অবস্থান করছেন।
বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা:
প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ড. ইউনূস আশ্বস্ত করেছেন যে তার সরকার সকল সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করবে।
ড. ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে তার অবস্থান আবারো স্পষ্ট করেছেন। আশা করা যায়, তিনি ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা করেছেন।
ভারত যদি নতুন বাস্তবতাকে মেনে নিয়ে শেখ হাসিনাকে ত্যাগ করে সম্পর্ক উন্নয়নে এগিয়ে আসে, তাহলে তা উভয় দেশের জন্য ইতিবাচক হবে। তবে আজকের বৈঠকের ছবিগুলো দেখে আওয়ামী লীগের অনেকের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক।
০৪ ঠা এপ্রিল, ২০২৫ দুপুর ২:৪৬
নতুন বলেছেন: যদি ভয়ে মিন মিন করতেন তবে অবশ্যই ভারত আরো ভাব ধরে থাকতো।
তিনি খুবই পজেটিভে বডি ল্যাঙ্গুয়েজে মিটিং করেছেন। আশা করি মোদিজি বুঝতে পারবে শেখ হাসিনা ডেড হর্স।
২| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ দুপুর ২:৪৩
নতুন নকিব বলেছেন:
ড. ইউনুসের বলিষ্ঠ ভূমিকা ও ভারতের সম্ভাব্য কূটনৈতিক সিদ্ধান্ত নিয়ে আশাবাদ দেখা যাচ্ছে, তবে আওয়ামী লীগ সমর্থকদের জন্য এটি একটি বেদনাদায়ক মুহূর্ত বলে মনে হচ্ছে। আশা করা যাচ্ছে, ভারত অবৈধ হাসিনা প্রীতি বাদ দিয়ে বাস্তবতাকে মেনে নিয়ে উভয় দেশের সম্পর্কোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। মানবতাবিরোধী অপরাধের দায়ে খুনী হাসিনাকে বিচারের কাঠগড়ায় দেখতে চায় বাংলাদেশের অধিকাংশ মানুষ।
০৪ ঠা এপ্রিল, ২০২৫ দুপুর ২:৫০
নতুন বলেছেন: আফসোসলীগের কস্টের কথা ভেবে আবার কান্না পাচ্ছে।
ভারত এতো সহজে একটা দেশ দখলের চেস্টা বন্ধ করবেনা।
তবে তাদের বোঝাতে হবে, পরিবর্তন আসছে, তাই তাদের সাথে আমরা ব্যাবসা করবো কিন্তু গোলাম হবো না।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ বিকাল ৩:২১
নকল কাক বলেছেন: শেখ হাসিনাকে ফেরত দিলে ভারতের প্রতি মিত্রদের গাছে তুলে মই কেড়ে নেওয়ার অভিযোগ উঠতে পারে।
০৪ ঠা এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৭
নতুন বলেছেন: শেখ হাসিনা ডেড হর্স সেটা ভারতও জানে। কিন্তু ফেরত দিয়ে তাকে বিচারের মুখোমুখি করতে দিলে ভবিষ্যতে কেউই ভারতের সাথে জোট বাধবেনা।
তবে ভারত বর্তমানের বাস্তবতা মেনে নিয়ে ব্যবসা বানিজ্য সাভাবিক করতে পারে।
সামনের বাংলাদেশে ভারতের অনুগত কেউ হবেনা বলেই আশা করি।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২০
জুল ভার্ন বলেছেন: আলোচনা যতই ফলপ্রসু হোক- বৌ ফেরত দিবে না।
০৪ ঠা এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩১
নতুন বলেছেন: লা পাত্তা লেডিস দেখে মোদিজী এইটুকু তো শিখছে।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৭
মেঠোপথ২৩ বলেছেন: শুধু আওয়ামিলীগ না বিএনপি হাই কমান্ডেরো মন খারাপ। র এর কাছ থেকে নিয়মিত মাসোয়ারা বন্ধ করার ব্যবস্থা করেছে ডক্টর ইউনুস
০৪ ঠা এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৮
নতুন বলেছেন: আফসোসলীগ এখন সান্তনা নিতে চেস্টা করছে। বলবে এটা সৌজন্য সাক্ষাত। ভারতীয় কিছু মিডিয়া মোদীর পদত্যাগও চাইতে পারে।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০০
ভুয়া মফিজ বলেছেন: এইসব কি লিখছেন!!! দেব দুলাল গুয়ের কাছ থেকে ভালো করে দালালী শিখেন, কাজে আসবে। নয়তো নিজের মা'কে বাদ দিয়ে অন্যের মা'কে মা ডাকার যে মাহাত্ম্য, সেটা বুঝবেন কি করে?
০৪ ঠা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:১৪
নতুন বলেছেন: স্যার তো ফরিদপুরী আমারা একই শহরের মানুষ।
তবে স্যারকে জিঙ্গাস করেছি যে উনি কি ভারত সরকারের প্রেসরিলিসটা ব্লগে পোস্ট করেছেন কি না।
৭| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:০৫
কামাল১৮ বলেছেন: এখন শেখ হাসিনাকে ফেরত না দিয়ে মোদি কোথায় পালাবে।একবার যখন ইউনুসের হাতে ধরা খেয়ে গেছেন।এই অপেক্ষাতেই ছিলাম আমরা ।অবশেষে সফলতা পেলাম।কি আনন্দ আজ আকাশে বাতাসে।
০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ৮:৩৪
নতুন বলেছেন: ফেরত দেবেনা কিন্তু মিটিংএ যেহেতু রাজি হয়েছে তাই এটা ভালো লক্ষন বটে।
ফেরত দিলে ভবিষ্যতে আর কোন সেবাদাস/দাসী পাবেনা ভারত। তাই তারা এটা ইগনর করে যাবে।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১১
কথামৃত বলেছেন:
Myanmar authorities have confirmed to Bangladesh that out of a list of 800,000 Rohingyas sheltered in Bangladesh, they have identified 180,000 Rohingyas eligible for return to Myanmar.
০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ৮:৩৭
নতুন বলেছেন: যদি সত্যিই ১০০ জন ফেরত পাঠাতে পারে তবে সেটা বিরাট সাফল্য।
কিন্তু আমার মনে হয় না মায়ানমার সব ফেরত নেবে। অল্পকিছু লোক দেখানোর জন্য নিতে পারে।
রোহিঙ্গাদের তাড়ানোর পেছনে তাদের অনেক বড় পরিকল্পনা আছে।
এটা মাংকি ম্যানেজমেন্টের মতন। তারা তাদের মাংকি বাংলাদেশের কাধে দিয়ে দিয়েছে, এখন আর নিজেদের ঘাড়ে নিতে চাইবেনা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূস যদি সেভেন সিস্টার্স নিয়ে চীনে মন্তব্য না করতেন এখনো দেখা পেতেন না। নরেন্দ্র মোদির উপর চাপ সৃষ্টি হয় এই মন্তব্যের জেরে ভারতে !