![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুইখান ফরজ কাজ করলাম।
১. এনড্রয়েডের ভাঙ্গাচোরা ইমোটিকনের পরিবর্তে সামুর ইমোটিকন লাগাইলাম (কিসিং এর ইমোটা নিজ হাতে বানাইলাইছি )
২. ইমোর নাক কাইট্টা দিলাম। আগে ইমো দিতে : - ) লেখা লাগত এখন শুধু : ) লিখলেই হয়।
মোবাইলের স্ক্রিণশট দেখেন-
যেভাবে করছি:
এনড্রয়েডের Mms.apk ফাইলটাকে ডিকম্পাইল করে সোর্স ও ছবি পরিবর্তন করে রিকম্পাইল করছি APK-Multi-Tool দিয়া। এরপর চেঞ্জ করা ফাইলটা দিয়া অরজিনাল Mms.apk রিপ্লেস করছি।
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪
নেট মাস্টার বলেছেন: মোবাইলের system/apps ফোল্ডারে Mms.apk ফাইলটি পাওয়া যাবে। এটিকে ডিকম্পাইল করতে হবে। ডিকম্পাইল করবার জন্য ব্যবহার করতে পারেন APK-Multi-Tool নামের একটি সফটওয়্যার। ডিকম্পাইল হলে অ্যাপের সোর্স ফাইলগুলো সব পেয়ে যাবেন। এখানে ইচ্ছেমত কাস্টমাইজ করে রিকম্পাইল করুন।
২| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৬
ভুল উচ্ছাস বলেছেন: প্রিয়তে রাখলাম। বুদ্ধি দারুন। তবে আপনি মে বি ভুতের হাসি সংজজন করেছেন।
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬
নেট মাস্টার বলেছেন: হ্যা। এভিল হাসি সংযোজন করছি (৬) চাপলে আসে।
৩| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৩
খাটাস বলেছেন: আমার এনড্রয়েড ফোন ই নাই। তারপরে ও মজা পাইলাম। চরম দিস্কুভারি। BRAVO
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬
নেট মাস্টার বলেছেন: ধইন্যা!
৪| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫
রিমন রনবীর বলেছেন: ভাই ওয়াইল্ডফায়ার এস রুট করার ব্যাপারে একটু সাহায্য করতে পারেন?
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭
নেট মাস্টার বলেছেন: রুটিং এর জন্য সাহায্যকারী হিসাবে ইউটিউবের বিকল্প নাই। সার্চ মারেন।
৫| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯
দুঃখ বিলাসি বলেছেন: প্রিয়তে রাখলাম।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩
ওই চোরা বলেছেন: ভাই বুঝিনাই, আমাকে ডিটেইলস কয়ে দেন