| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুত প্রেমপত্র (ক্লাস ৮ এর মেয়ে ক্লাস ১০ এর ছেলেকে লিখেছে
বরাবর
আল-আমিন তালতলা,জনতা হাউজিং। জনাব,
আমি আপনাকে ভালোবাসি। আমি চাই তুমিও
আমাকে ভালবাসবে।
তুমি যদি আমাকে ভালো না বাস
তাহলে আমি তোমার আম্মুকে বলে দিব
যে তুমি লুকিয়ে লুকিয়ে বিড়ি খাও। আর শোন
কারেন্ট গেলে এখন আর খেলতে কেন আসনা।
তুমি না আসলে আমার খেলতে ইচ্ছে করেনা।
তুমি আর আমি যখন
একসাথে লুকোচুরি খেলি তখন
অনেক মজা হয়। আর শোন তুমি বস্তি ছেলেদের
সাথে মার্বেল খেলো কেন? ওদের সাথে আর
যেন না দেখি। আর তুমি আমার জন্য মাসুমের মতো হাত
কাটবা। কেটে আমার নাম লিখবা।
আমি স্কুলে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকবা।
মাঝে মাঝে আমাকেএটা ওটা কিনে দিবা।
আমি স্কুলে ঝাল মুড়ি খাবো তুমি দাম
দিবা। আর আমি যে তোমাকে ভালোবাসি এই
কথা কাউকে বলবানা।
বলবা যে তুমি আমাকে ভালোবাস কিন্তু
আমি তোমাকে পাত্তা দেই না।
আমি যা বলছি তাই না করলে কিন্তু তোমার
আম্মুকে বলে দিব। ইতি তোমার স্নেহের
তানিয়া
©somewhere in net ltd.