| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টাইটানিক যিনি বানিয়েছিলেন,
তাকে প্রশ্ন করা হয়েছিলো জাহাজটা
কতটুকু নিরাপদ?
উত্তরে তিনি পরিহাসের সুরে বলেছিলেনঃ
"এমন কি খোদাও এটাকে ডুবাতে পারবেন না",
পরের ইতিহাস সবাই জানে।
ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী টেনক্রেডো নেভেস নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেনঃ "আমার দলের জন্য পাঁচ লাখ ভোট নিশ্চিত। এমন কি খোদাও তো আমাকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে পারবেন না"।
নেভেস ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন বটে কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন
এবং প্রেসিডেন্ট হওয়ার ঠিক একদিন আগে মারা যান।
ব্রাজিলিয়ান কবি-গায়ক এগনোর মিরান্ডা কাজুজা এক বার শো করার
সময় সিগারেটে সুখটান দিয়ে বাতাসে ধোঁয়া ছেড়ে বলেছিলেনঃ "খোদা এটা তোমার জন্য"।
কাজুজা বত্রিশ বছর বয়সে ফুসফুস ক্যান্সারে ভয়ংকর ও বিভৎস অবস্থায়
মারা যান।
বন্ধুগণ আমি আপনি অনেক সময় আল্লাহকে উপহাস করে রং ডং করে কথা বলে থাকি। তাই এখনি সাবধান হয়ে যান। কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই আমাদের মৃত্যু দিবেন।
©somewhere in net ltd.