| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে দুই বন্ধু অয়ন ও রাজীব গভীর (?) আলোচনা করছিল। একে-অপরের ছবি এঁকে বিভিন্ন ‘থিউরি’ দিয়ে বুঝাচ্ছিল। এমন সময় তাদের আরেক বন্ধু রিমন এসে ওই আলোচনায় যোগ দিল।
হঠাৎ এসেই যোগ দেওয়াতে অয়ন বিরক্ত হয়ে রিমনকে প্রশ্ন করে : তুই তো বুঝে, না বুঝে আমাদের বৈজ্ঞানিক আলোচনায় ঢুকে পড়লি। তো বলতো— আম পাকলে আকাশের দিকে না উঠে মাটিতে পড়ে কেন?
রিমন একটু ভেবে বলে : আকাশে আম খাওয়ার কেউ নেই তাই।
রাজীব খুশী হয়ে : আমি জানতাম ’ও সঠিক উত্তর দিতে পারবে।
অয়ন : খুশী হলাম, তুই আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় থাকতে পারিস।
©somewhere in net ltd.