নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবতারনাঃ
২৯ তম বিসিএস ব্যাচের একজন সদস্য হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে যোগদান করে সহকারী নিবন্ধক হিসেবে সমবায় অধিদপ্তরের সদর কার্যালয়ে কাজ করেছি কিছুদিন। বর্তমানে জেলা সমবায় অফিসার , মানিকগঞ্জ হিসেবে কর্মরত আছি। সময়ের হিসেব করলে চাকুরীকাল প্রায় তিন বছর হয়ে গেল। সময়ের হিসেব করছি এ্ই কারনে যে যতই সময় বয়ে যাচ্ছে ততই সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাশাও। এর পেছনে একটা ইতিহাস আছে। তাহলে ইতিহাসটা একটু বলি। কষ্ট করে শুনুন। আপনারা সবাই জানেন বি সি এস পরীক্ষায় ফরম পূরনের সময় ক্যাডার চয়েজের একটা বিষয় আছে। আমার প্রথম চয়েজ ছিল প্রশাসন এবং দ্বিতীয় চয়েজ ছিল সমবায় ক্যাডার। ভাইভা বোর্ডে এজন্য আমাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে। চুড়ান্ত ফলাফল যখন প্রকাশ হলো , তখন দেখি আমি সমবায় ক্যাডারে মনোনয়ন পেয়েছি। রেজাল্ট পেয়ে আমি খুশি ছিলাম। প্রথম চয়েজ পাইনি কিন্তু দ্বিতীয় চয়েজতো পেয়েছি! স্কুল-কলেজ -বিশ্ববিদ্যালয় শিক্ষাজীবনে অনেক সংগঠনের সাথে জড়িত ছিলাম। তখন থেকেই একটা দর্শ ন জীবনে ধারন করেছি। সেটা হলো,একটাই জীবন, এ জীবনের সর্বত্তম ব্যবহার কোরবো মানুষের মুক্তির পথ করে । সেক্ষেত্রে সমবায়ের শক্তি থেকে বড় আর কিছু পৃথিবীতে আবিস্কার হয়েছে বলে আমার জানা নেই।
গিনিকোইফিসিয়েন্ট
ভিশন ঠিক করতে হবে
নতুন করে মিশন ঠিক করতে হবে
বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রাথমিক সমবায় সমিতি গঠন
কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন
কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জাতীয় পর্যায়ের সমিতি গঠন
©somewhere in net ltd.