নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার মাটিতে মিশে যাবো,
ফুল হয়ে ফুটে উঠবো।
এটাই শুধু মন চাই, এটাই শুধু মন চাই।
তোমার নদীতে বইতে থাকি,
তোমার মাঠে দুলতে থাকি।
এটাই শুধু মন চাই, এটাই শুধু মন চাই।
ওহ আমার দেশ, আফসোস নাই,
তোমার জন্য যতই যন্ত্রণা পাই।
তোমার সম্মান অটুট থাকুক,
আমার জীবন নাই বা থাকুক।
ওহ আমার দেশ, তুমি প্রিয়তম,
তোমার জন্য রক্তে ভালোবাসা ভাসে।
ফিকে হবে না তোমার রং কখনও,
আমার শরীরের রক্ত এটাই বলে।
তোমার মাটিতে মিশে যাবো,
ফুল হয়ে ফুটে উঠবো।
এটাই শুধু মন চাই, এটাই শুধু মন চাই।
তোমার নদীতে বইতে থাকি,
তোমার মাঠে দুলতে থাকি।
এটাই শুধু মন চাই, এটাই শুধু মন চাই।
মায়ের পায়ে মাথা রাখি আকাশ তলে,
বিধাতার মতো আশীর্বাদ পেতে চাই।
যখন মেঘ বর্ষণ করে,
তোমার মুখ দেখি চোখ ভরে।
তুমি মনে দাও প্রথম বৃষ্টির প্রার্থনা,
তোমার পাশে থাকতে চাই আমি।
নিজেকে পাগল বলি বারবার,
তুমি দুঃখ দাও বা সুখ দাও, মেনে নিই আমি।
স্নিগ্ধ হাওয়ায় দোলা লাগে, গন্ধ ভাসে,
আমার মন আর শরীর।
আমি তৃষ্ণার্ত, আমায় ভরে নাও,
তোমার আঁচলে।
তোমার মাটিতে মিশে যাবো,
ফুল হয়ে ফুটে উঠবো।
এটাই শুধু মন চাই, এটাই শুধু মন চাই।
তোমার নদীতে বইতে থাকি,
তোমার মাঠে দুলতে থাকি।
এটাই শুধু মন চাই, এটাই শুধু মন চাই।
তোমার মাটিতে মিশে যাবো,
ফুল হয়ে ফুটে উঠবো।
এটাই শুধু মন চাই, এটাই শুধু মন চাই।
তোমার নদীতে বইতে থাকি,
তোমার মাঠে দুলতে থাকি।
এটাই শুধু মন চাই, এটাই শুধু মন চাই।
ওহ আমার দেশ, আফসোস নাই,
তোমার জন্য যতই যন্ত্রণা পাই।
তোমার সম্মান অটুট থাকুক,
আমার জীবন নাই বা থাকুক।
ওহ আমার দেশ, তুমি প্রিয়তম,
তোমার জন্য রক্তে ভালোবাসা ভাসে।
ফিকে হবে না তোমার রং কখনও,
আমার শরীরের রক্ত এটাই বলে।
তোমার মাটিতে মিশে যাবো,
ফুল হয়ে ফুটে উঠবো।
এটাই শুধু মন চাই, এটাই শুধু মন চাই।
তোমার নদীতে বইতে থাকি,
তোমার মাঠে দুলতে থাকি।
এটাই শুধু মন চাই, এটাই শুধু মন চাই।
মায়ের পায়ে মাথা রাখি আকাশ তলে,
বিধাতার মতো আশীর্বাদ পেতে চাই।
যখন মেঘ বর্ষণ করে,
তোমার মুখ দেখি চোখ ভরে।
তুমি মনে দাও প্রথম বৃষ্টির প্রার্থনা,
তোমার পাশে থাকতে চাই আমি।
নিজেকে পাগল বলি বারবার,
তুমি দুঃখ দাও বা সুখ দাও, মেনে নিই আমি।
স্নিগ্ধ হাওয়ায় দোলা লাগে, গন্ধ ভাসে,
আমার মন আর শরীর।
আমি তৃষ্ণার্ত, আমায় ভরে নাও,
তোমার আঁচলে।
তোমার মাটিতে মিশে যাবো,
ফুল হয়ে ফুটে উঠবো।
এটাই শুধু মন চাই, এটাই শুধু মন চাই।
তোমার নদীতে বইতে থাকি,
তোমার মাঠে দুলতে থাকি।
এটাই শুধু মন চাই, এটাই শুধু মন চাই।
https://www.youtube.com/watch?v=VhHD6L4BWC8
০৩ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩
নিয়ামুলবাসার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: ভালো।